-
আমি সবে মাত্র শিখা শুরু করেছি। এখনো আমি ডেমো ও শুরু করিনি। আমি এই ব্যাপার টা জানলাম যে ফরেক্সে লাভ করার কথা বেশি না ভেবে আসলে লোভ কমিয়ে কিভাবে লস ও কমানো যায় সেই দিকেই ভাবতে হবে। আমি ও ফরেক্স মার্কেটে যখন ট্রেড ওপেন করি তখন মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নিতে পারি না কারন মার্কেট এনালাইসিস সম্পর্কে ভালো ধারনা নাই । আর সেই জন্য বেশিরভাগ সময় লচের সম্মুখীন হয় । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে মন দিয়ে পরিশ্রম করে ভালো অভিজ্ঞতা অর্জন করা ।
-
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কারণ আমার কাছে এমন মনে হয় । আরে পিছনে সবথেকে বড় কারণ হলো আমাদের প্রপার অভিজ্ঞতা না থাকা এবং অনেক বেশি ইমোশন কাজ করা। কেননা যখন আমাদের ওপেন করার কোন ট্রেড আমাদের প্রফিট এর দিকে যেতে থাকে তখন কিছু প্রফিট হওয়ার পর থেকেই আমাদের মনের ভিতর একটা ভয় কাজ করতে থাকে যে যদি আবার লসের দিকে চলে যায় যার ফলে আমরা সামান্য প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দিয়ে থাকি। কিন্তু যখন আমাদের ওপেন করার ট্রেড গুলো লসের দিকে যেতে থাকে তখন আমরা অপেক্ষা করতে থাকি মার্কেট আমাদের পজিটিভ দিকে যাওয়ার জন্য। ফলস্বরূপ আমাদের লস এর পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে এমনকি আমাদের একাউন্টের জন্য হুমকিস্বরুপ হয়ে দাঁড়ায়।
-
আপনার কথার সাথে একমত। আসলে আমরা যারা ফরেক্স ব্যবসা করি তাদের মধ্য প্রায় ৯৫% লোক শুুধু লস করি। তাতে দেখা যায় আমাদের লাভের চেয়ে লস ঠেকানো কঠিন হয়ে পরে। আসলে কিভাবে যে ফরেক্স ব্যবসার মাধ্যমে ভালো কিছু করব বুখতে পারিনা।
-
সময়ের সাথে সাথে যত অনুশীলন বাড়ছে তেমনি ভাবে বাড়ছে শিখার পরিধি। দিনের সাথে সাথে তাল মিলিয়ে উচ্চতর পর্যায়ের জিনিস শিখছি আর তা মার্কেট প্লেসে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি। সমস্ত কিছু বিবেচনায় এখন বলতে পারি যে কথাটি যথাযথ বলেছেন।আপনি যদি আগে মনোযোগসহকারে ডেমো অ্যাকাউন্ট ট্রেড করে আসতেন তাহলে কিন্তু মার্কেট এনালাইসিস করতে কিছুটা হলেও পারতেন। তবে আশা হারাবেন না চেষ্টা করতে থাকুন অবশ্যই পারবেন আর লস ঠেকানো বলে কিছু নেই এনালাইসিস করে ট্রেড করলে লস না বরং লাভ হবে।
-
এটা অবশ্যই ঠিক যে ফরেক্স মার্কেটে লাভ ঠেখানো সহজ। কিন্তু লস ঠেকানো অনেক কঠিন। কারণ মার্কেট কখন যে বেশি আপডাউন করবে এটা কেউ বলতে পারেনা। তাই লাভ এবং লস অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে।তাই আমরা মার্কেট সম্পর্কে ভাল ভাবে এনালাইসিস করে ট্রেড করব।
-
সময়ের সাথে সাথে যত অনুশীলন বাড়ছে তেমনি ভাবে বাড়ছে শিখার পরিধি। দিনের সাথে সাথে তাল মিলিয়ে উচ্চতর পর্যায়ের জিনিস শিখছি আর তা মার্কেট প্লেসে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি। সমস্ত কিছু বিবেচনায় এখন বলতে পারি যে কথাটি যথাযথ বলেছেন। মার্কেট এনালাইসিস করতে কিছুটা হলেও পারতেন। তবে আশা হারাবেন না চেষ্টা করতে থাকুন অবশ্যই পারবেন আর লস ঠেকানো বলে কিছু নেই এনালাইসিস করে ট্রেড করলে লস না বরং লাভ হবে।
-
লাভের থেকে লস ঠেকানো কঠিন
আমি মনে করি ফরেক্সে লাভ করার চেয়ে লস ঠেকেনো কঠিন ব্যাপার। আমি একজন নতুন ট্রেডার , আমি ঠিক মত এনালাইজ করতে জানি না। আমার কাছে এনালাইজ ছাড়া ট্রেড করে মনে হচ্ছে যে ফরেক্সে লাভ করা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন লস ঠেকায়ে রাখাটা । তবে ফরেক্সে যে যত বেশি কাজ করবে সে তত বেশি অভিজ্ঞতা অর্জন করবে।
-
আপনি ঠিক বলেছেন রাকিব ভাই, আমরা যারা নতুন ট্রেডার রয়েছি তাদের জন্য একাউন্টে ব্যালেন্স টিকিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ। কারণ সঠিক এনালাইসিস করতে না পারলে ট্রেড করলে একাউন্ট ব্যালেন্স লস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ লস দেখানোর ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন।
এই জন্য আমাদের ব্যালেন্স টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম দক্ষতা অর্জনের প্রতি নজর রাখতে হবে। আমরা অনুমান এর উপর ভিত্তি করে ট্রেড করলে কখনো প্রফিট করতে পারবোনা। তাই পর্যাপ্ত এনালাইসিস করার দক্ষতা থাকতে হবে। তা না হলে আমাদের ব্যালেন্স থেকে রাখা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
-
আমরা নতুন ট্রেডাররা যখন লাভ দেখি তখন তাড়াতাড়ি ট্রেড ক্লোজ করে দেয়,আর যখন লস দেখি তখন ভাবি...মার্কেট আবার লাভে আসবে ভেবে ভেবে ট্রেড ক্লোজ করিনা।ফলে লস বাড়তেই থাকে।
-
অনেক সহজ একটি ব্যাপার হয়ে যায় যদি কিনা একটু খেয়াল না করা হয়। কথায় বলে অনুশীলন ই পারে একজন মানুষ কে পূর্নতা দিতে। আমাদের লাভের দিকে কম নজর দিয়ে শুরুতে ক্ষতির দিকে বেশি নজর দিয়ে কাজ করতে হবে ।তাই পর্যাপ্ত এনালাইসিস করার দক্ষতা থাকতে হবে। তা না হলে আমাদের ব্যালেন্স থেকে রাখা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।