ফরেক্স এ লসের মূল কারণ হচ্ছে অদক্ষতা কারণ ফরেক্স মার্কেটে অল্প সময়েই কেই গেইন করতে পারে না আর যারা ফরেক্স এ মূলত লস করে তারা খুব অল্প সময়েই অনেক বেশি ইনকাম করতে চায়, নিজেই লোভ কন্ট্রোল করতে পার না। এলোমেলো ট্রেড এন্ট্রি দেয় আর লস করে এবং অবশেষে নিজের ব্যলেন্স জিরো করে।