-
ফরেক্স মার্কেট তাড়াহুড়ো করার জায়গা নয় । ফরেক্স মার্কেট থেকে যদি আপনি অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনার ধিরস্থিরভাবে মার্কেট বুঝে আনাল্যসিস করে ট্রেড করতে হবে , আন্দাজে ট্রেড করলে হবে না । তাই আপনি যদি তাড়াহুড়ো করে ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনার লস ছাড়া লাভ অসম্ভব , আপনার উচিত মাথা ঠাণ্ডা করে চিন্তা করে ট্রেড করা ।
-
কথায় আছে তাড়াহুড়া করা হলো শয়তানের কাজ। কোন কাজেই আমাদের তাড়াহুড়ো করা উচিৎ না। যেহেতু এখানে আমরা টাকা কামাইতে আসি সেহেতু একটু সময় নিয়ে ভালো ভাবে এনালাইজ করে তারপর একটা ট্রেড ওপেন করাই ভালো। তাহলে যেমন আমাদের লস হবার সম্ভবনা কম থাকে তেমন আবার লাভ হবার সম্ভবনাও থাকে। কিন্তু একটু তারাহুড়ার জন্য ট্রেড টা ভুলে হয়ে যেতে পারে
-
একজন দক্ষ ট্রেডারের কিছু গুনাবলি আছি তার মধ্যে একটি হল তারাহুরা করে ট্রেড না নেয়া। ফরেক্স-এ বেশি ভাগ লোক লসের করে তারাহুরা করে ট্রেড করার জন্য। তারাহুরা করে কখনই ট্রেড করা উচিৎ না প্রয়োজনে ট্রেড করা থেকে বিরত থাকুন। সবসময় ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।
-
কখনোই না আর আপনি যদি এটা করেন থাকেন তাহলে আপনার লস হওয়ার সমভাবনা অনেক বেশি থাকে কারণ আপনি জানেন না মার্কেট কোন দিকে যাচ্ছে তাই ট্রেড নিয়ার আগে অবশ্যই নিউজ জেনে নিন এবং মার্কেট কোন দিকে মুভ করছে সেইটা বুঝে ট্রেড দিবেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন
-
ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুরো করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।আপনি যদি তারাহুর করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে।
-
কোন কাজেই তাড়াহুড়া করা ভালো না। লাইফে যাই করবেন ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর করার চেষ্টা করতে হবে। আমরা তাড়াহুড়া করে একটা ট্রেড নিয়ে নেই, অথচ আমরা অনেকে জানিও না মার্কেট কোন দিকে মুভ করবে। যদি আমরা একটু ভালোভাবে দেখে তারপর ট্রেড নিতাম তাহলে আমাদের লসের জায়গায় লাভ চলে আস্তে পারে বা লাভের জায়গায় লস চলে আস্তে পারে। আমরা লস থেকে নিজেদের বাচাতে পারি। আমি স্পেশালি নতুনদের বলবো যে আপনারা দয়া করে মার্কেট এনালাইজ করে তারপর ট্রেড নিন
-
যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবো তখন আমাদের তাড়াহুড়ো করে ট্রেড এন্ট্রি দিবো না তার কারন একটা ভুল আমাদের নতুনদের ব্যালেন্স জিরো করে দিতে পারে।তাই যখন আমরা ট্রেড এন্ট্রি দিবো তখন ভাল ভাবে এনালাইসিস করে মার্কেটের আচরণ সম্পর্কে বুঝে তার পর ট্রেড এন্ট্রি দিবো তাহলে আমরা সফল হবো আমরা তাড়াহুড়া করে একটা ট্রেড নিয়ে নেই অথচ আমরা অনেকে জানিও না মার্কেট কোন দিকে মুভ করবে। যদি আমরা একটু ভালোভাবে দেখে তারপর ট্রেড নিতাম তাহলে আমাদের লসের জায়গায় লাভ চলে আস্তে পারে বা লাভের জায়গায় লস চলে আস্তে পারে। আমরা লস থেকে নিজেদের বাচাতে পারি ।
-
ফরেক্স মার্কেট এ আবেগ,ইমোশন এবং তারা হুরো করে ট্রেড করার জায়গা নয়,আপনাকে এই গুলো থেকে বিরত থাকতে হবে,আপনি সব সময় মার্কেট এন্যালাইসিস করে ২ টা কনফারমেশন নিয়ে ফরেক্স ট্রেড করবেন,আপনি তারা হুরা করে ট্রেড নিলে আপনার লস এর সম্ভবনা বেশি থাকে,তাই সব সময় মাথা ঠান্ডা রেখে এন্যালাইসিস করে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা এমন একটি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান যেখানে তারা হুরা করে ট্রেডিং অপেন করা মানে লসের ভাগিদার হওয়া একই কথা। তাই তারা হুরা করে ট্রেডিং করা ভাল নয় বলে আমি মনে করি। সব চাইতে বেটার হলো মার্কেট বুঝে ট্রেডিং করা।
-
আমাদের বিষেশ করে ফরেক্স মার্কেটে তাড়াহুড়া ট্রেড করা মানি বুকামি , আমরা এনালাসিসের দিকে গুরুত্ব দিয়ে ফরেক্সে ট্রেড করি কারণ মার্কেট যখন অনেক বেশি উঠে নামা করে তখন আমরা যেনো তাড়াহুড়ো না করে ট্রেড করি কারন তখন তাড়াহুড়ো ট্রেড মানে লসের ভয় থাকে বেশি।