হাতে ৩-৫ হাজার পিপ্স জমা রেখে ট্রেড নিন এতে করে বেলেন্স কখনও খালি হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে ভালো করে এনালাইসিস করে এন্ট্রি থেকে ট্রেড অপেন করুন। ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করবেন না। ভলিউম হিসাব করে ট্রেড করুন একটি ট্রেডে প্রফিট আসার আগে নতুন ট্রেড খুলবেন না। আর এই সকল নিয়ম নীতি মেনে চললে সফলতা আসবেই।