-
লস না মানতে পারলে ফরেক্স এ টিকে থাকা যায় না । তাই আমাদের চেস্টা করতে হবে যে আমরা যেন লস টাকে খুব সস্বাভাবিক ভাবেই নিতে পারি । যে যত স্বাভাবিক ভাবে লস টাকে নিতে পারবে তার জন্য শেটা ততই ভালো । কারন একটা কথা বলুন তো কোন ব্যাবসা সবসময় আপনার জন্য লাভ নিয়ে আছে । সব ব্যাবসাতেই লস আছে আর ফরেক্সও যেহেতু একটি ব্যাবসা তাই ফরেক্সেও লাভ লস দুটোই আছে । আপনি যত সহজএ হাস্তে হাস্তে লাভ টাকে বরন করেন তেমনি লস টাকেও মেনে নেয়া শিখতে হবে ।
-
ফরেক্স এ কোন ট্রেডই যে শত ভাগ লাভ আনে দিবে এটা ভাবাটা ভুল । মার্কেট বিভিন্ন সময়ই বিভিন্ন রুপ নিতে পারে । এতে আপনার লস হতে পারে । এই লস টাকে আপনাকে মেনে নিতেই হবে । লস না করতে লাভ করা সম্ভব নই । যে কোন বিজনেস এ লস হওয়ার সম্ভবনা থেকেই যাই । তাই লস মেনে নিয়েই আপনাকে এগিয়ে জেতে হবে । ফরেক্স এ স্টপ লস ব্যবহার করাটা ভালো এতে লস এর সম্ভবনা কম থাকে ।
-
ব্যাবসায় লাভ করে সেটা সবাই আনন্দের সাথে নেয় কিন্ত লস করলে কয়জন তা স্বাভাবিক ভাবে নিয়ে পারে সেটা দেখার বিষয় । লস করার পর সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবার চেস্তা টা কিন্তু সবাই করতে পারে না । লস করার পর অনেকেই মাঝপথ থেকে ছিটকিয়ে অনেক দূরে পড়ে যায় । আসলে ব্যাবসা যখন তখন তো লাভ লস থাকবেই এটা সবাই মানতে পারে না । আরে ভাই যদি ব্যাবসায় লস না থাকবে তাহলে তো সেটা আর ব্যাবসা হল না । তবে মানি মানিম্যানেজমেন্ট করে আপনি আপনার লস কমাতে পারেন ।
-
আমরা জানি যে ফরেক্স এ সেন্টিমেন্টাল এনালাইসিস আছে সেখানে মুল কাজ হলো আপনার মনকে শান্ত করে চিন্তা ভাবনা করে ট্রেড করা যাতে যদি আপনার লসও হয়ে যায় তো সেই ক্ষেত্রে যেন আপনি আপনার মনকে শান্ত রেখে খুব সহযেই আপনার লসকে সহ্য করতে পারেন এবং ভবিষ্যতে আপানর লস এর কারন নির্ধরন করে সামনে এগিয়ে চলতে পারেন।
-
ফরেক্স মারকেটে আপনাকে লস মেনে নেয়ার খমতা রাখতে হবে আপনাকে । কারন যেকোনো বিজনেস এর মত ফরেক্স মার্কেট লাভ লস হতে পারে থিক তেমনি ফরেক্স ও এর বাইরে নয় ।
সুতরাং আপনাকে মানতে হবে লস হতে পারে । তবে কেমন লস করছেন সেটা খেয়াল করতে হবে । আপনি জেন কম লস করেন সেতা খেয়াল রাখতে হবে ।
-
সত্যি কথা কি লসটা মানতে সবারই একটু খারাপ লাগে। কিন্তু কি করার আছে লসকে মেনে নিতেই হবে কারন এটা ব্যবসারই একটি অংশ। আমরা লস করি আমাদের ভুলের কারনে। তাই কি করনে লসটা হলো তা যদি বুঝতে পারি তাহলে নিকট ভবিষ্যতে এরকম ভুল কম হবে। আর ভুল কম হলে লসও কম হবে। ফরেক্স ট্রেড করতে গেলে সবাই কম বেশি লসের মুখমুখী হয়। সবাই জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
-
আমি মনেকরি সব রকমের ব্যবসাতেই লাভ এবং লস একে অপরের সাথে জড়িত । ব্যবসা করতে হলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যয় পরতে হয় তার মধ্যে একটি সমস্যা হল লস জনিত সমস্যা । তাই ফরেক্স ট্রেডিং করতে হলে একই সমস্যায় পরতে হয় । আমরা ফরেক্স মারর্কেটে লস কমাতে চাই কন্তু ভেবে পাইনা কিভাবে তা করব । লস কমাতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথম অবস্থায় আমি নিযেও অনেক টাকা লস করেছি প্রায় ২০০০$ । বর্তমানে আমি লস কমাতে সখ্ম হয়েছি।
-
ফরেক্স লস ব্যাপার টা অনেকেই মানতে পারেনা। লস হলে লস কাটানোর জন্য উলটা ফালটা ট্রেড শুরু করে। ফলে ব্যালেন্স জিরো হয়ে যায়। তাই অনেকে ফরেক্স জীবন কে বিদায় জানায়। তাই ফরেক্স এ লসকে মাথা পেতে নিতে হবে।
-
মইনুদ্দিন আহ্মেদ
যে কোন বেবসায় লাভ /লোকসান সাভাবিক বেপার। তবে আমরা সবাই চাই বেবসায় সব সময় লাভ হউক তবে এটা হওয়ার নয়। কোন না কোন সময় যে কোন কারনে লস হবেই তখন সে লস কে গ্রহন করে নিতে হবে। এতা কে সাভাবিক ভাবে মেনে না নিয়ে আবার বেশি ইনভেস্ত করে সেটা তুলে আনতে গিয়ে যদি আর ও বড় লস এ পরেন তাহলে মারকেতে টিকে থাকাই দায় হয়ে পরবে। তাই লস হলে সেটা কে সাভাবিব মনে করে আবার তেরেদ এ মনযোগী হলে ভাল করা যাবে।
-
সব ধরনের ব্যবসা তেই লাভ কিংবা লস এই ব্যপার টা জড়িত। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও তার ব্যতিক্রম নয়। ফরেক্সেও লাভ লস আছে। এখানে অধিকাংশ নতুন ট্রেডারই প্রথম অবস্থায় লস করেন। তারা প্রচুর লস করেন। এখন এই লস মেনে নিয়ে যারা ধৈর্য ধরে পড়ে থাকে তারাই টিকে থাকে। তাই ফরেক্সে টিকে থাকার জন্য হলেও লস মানতে হবে।