-
ভাই ফরেক্স মার্কেটে হাজারও ইন্ডিকেটর রয়েছে । কখন কোন ইন্ডিকেটর আপনাকে ভাল ফলাফল দিবে তা বলা খুবই মুশকিল । যেকোন ইন্ডিকেটর ব্যবহার করার আগে আপনাকে সেই ইন্ডিকেটর এর কার্যকারীতা সম্পর্কে ধারনা নেওয়ার জন্য ডেমো একাউন্টে ব্যবহার করে দেখতে পারেন । যদি আপনার আশা অনুযায়ী কাজ করে তাহলে আপনি রিয়েল একাউন্টে ব্যবহার করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে ইনডিকেটর দিয়ে ট্রেড করি । কারন ইনডিকেটন আমাদের ট্রেড করার একটা পথ দেখা দেয় তবে আমাদের ইনডিকেটর দিয়ে ট্রেড করলে হবেনা আমাদের বিভিন্ন এনালাইসিস করতে হবে । ফরেক্স মার্কেটে তিন প্রকার এনালাইসিস করা হয় তাই আমাদের ট্রেড করার তিন প্রকারের এনালাইসিস করতে হবে।
-
শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করা ঠিক নয় । আগে জানতে হবে ট্রেড করার কৌশল । যে ট্রেডারগণ ট্রেড করার কৌশল ঠিকমত জানতে পারবে সে অবশ্যই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য কৌশল অবলম্বন করব ।
-
না ভাই,সুধু ইনডিকেটর এর উপর নির্ভর করা ঠিক না। আমরা যদি বড় কোন লস ছাড়া ট্রেড করতে চাই তবে আমাদের উভয় টেকনিক্যাল এবং ফাউন্ডামেন্টাল এনালাইসিস করতে হবে এবং ভাল Money Management করতে হবে।
-
শুধু মাত্র ইনডিকেটর এর উপর নির্ভর করা একদম ই ঠিক নয়.যদিও ইনডিকেটর আপনাকে মার্কেট সম্পর্কে পুর্বনির্দেশনা দিবে কিন্তু কোনো ইনডিকেটর ই আপনাকে মার্কেট সম্পর্কে শতভাগ নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারবেনা.তাই আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত দিন এবং নিশ্চয়ন এর জন্য ইনডিকেটর এর সাথে মিলাতে পরেন.
-
আমাদের ত্রাদের হিসেবে শুধু মাত্র ইনডিকেটর এর উপর নির্ভর করা উচিত নয়.কারণ ইনডিকেটর এর নেয়া সিদ্ধান্ত ও মাজে মাঝে ভুল করে থাকে যা বয়ে নিয়ে আসতে পারে আপনার জন্য অনেক ক্ষতি.তাই নিজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ট্রেড করুন.আর ইনডিকেটর তো আপনাকে নির্দেশ করবে বাস্তবায়ন তো আপনাকেই করতে হবে তাই বাস্তবায়ন এর আগে চিন্তাভাবনা করবেন.
-
শুধু ইন্ডিকেট্রের ঊপ্র নিরভ্র করে ট্রেড ক্রা টিক না ।কারন ইন্ডিকেট্র সাস্ময় ভাল সিগ্নাল নাও দিতে পারে ।শুধু ইন্ডিকেট্র ফ্লো না ক্রে প্রাইস টিক রেখে ট্রেড ক্রা ঊচিত। এতে ভাল ফ্ল দিবে।
-
ইন্ডিকেটর এর উপর সবসময় নির্ভর করা ঠিক নয়। ইন্ডিকেটর সবসময় আপনাকে ১০০% সঠিক দিকনির্দেশনা দিতে পারে না।
-
ফরেক্স মার্কেটে হাজারো ইন্ডিকেটর রয়েছে তবে সব ইন্ডিকেটরের গ্রহনযোগ্যতা সমান নয়
ডেমো ট্রেডে ব্যবহার করে ভালো ফলাফল পেলে তা রিয়েল ট্রেডে ব্যবহার করা যেতে পারে
-
আমি বলবো ইন্ডিকেটরের উপর নির্ভর করা এবং শুধুমাত্র এরই উপর ভিত্তি করে ট্রেড করা একজন বোকা বা নির্বোধ ট্রেডারের পক্ষেই সাজে! ইন্ডিকেটর আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে! কিন্তু এর উপর নির্ভর করে ট্রেড করলে চলবে না। ফরেক্স মার্কেট কি কারনে উঠা নামা করে, কোন সময় কোন পেয়ারের কি অবস্থা হয়, কোন কোন ঘটনার উপর মুদ্রার মান পরিবর্তন ঘটে এগুলোও আপনার জানা থাকা চাই।