ফোরাম লিখে অর্জিত আয় বিক্র হয় তা আমি জানিন না। যদি কেউ করে থাকে তবে অবশ্যই সে সুবিধাবাদী। তবে এটা ঠিক তার কাছ থেকেও আমারা অনেক কিছু জানতে পারছি। ফোরাম লেখা উদ্দেশ্যই হচ্ছে কিছু জানা এবং নিজের অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ার করা।
Printable View
ফোরাম লিখে অর্জিত আয় বিক্র হয় তা আমি জানিন না। যদি কেউ করে থাকে তবে অবশ্যই সে সুবিধাবাদী। তবে এটা ঠিক তার কাছ থেকেও আমারা অনেক কিছু জানতে পারছি। ফোরাম লেখা উদ্দেশ্যই হচ্ছে কিছু জানা এবং নিজের অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ার করা।
বাংলাদেশ ফরেক্স ফোরামে আমরা পোষ্ট করার বিনিময়ে আমাদের দেয় ২০ সেন্ট করে তা আমরা আমাদের ট্রেডিং একাউন্ট এ নিয়ে আআমরা ট্রেডিং করে যা প্রফট করতে পারি তা উঠাতে পারি তাই আমাদের কাজ হল বেশি করে পোষ্ট করে ব্যালেন্স নিয়ে ফরেক্স ট্রেডিং করতে হবে।
ফরেক্স ফোরামে অনেক সুবিধা বাদি লোক রয়েছে। যারা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফরেক্স ফোরাম থেকে ডলার নেয় টিকেই কিন্তু ফরামের মর্যাদা অনেক সময় নস্ট করে থাকে। অনেক লোকজন আছে যারা নাকি ফোরামে কপি পেস্ট করে ফোয়ারের সুবিধা ভুগ করে থাকে যা একদম টিক নাবলে আমি মনে করি।
হ্যা ভাই আমিও আপনার মতো একমত।ব্রকার গুলা বোনাস দেয় যাতে করে ওক্ত ফরামের সদস্য্রা সেই বোনাস দিয়ে লাইভ ট্রেডিং করতে পারে।আর সেই বোনাস যারা বেশি লোভের আশায় সেল করে দেয়, তা হলে সে অবষ্যই সবিধাবাদিদের দলে পরে।
আমি আপনার সাথে একমত। ফরেক্স ফোরামে কিছু জোচ্চর এবং সুবিধাবাদী রয়েছে যারার পোস্টিং বোনাস দিয়ে নিজেরা ট্রেড না করে বিক্রি করে দেয় অন্যের কাছে।ফোরামে এমন ধরনের যেসব সদস্য আছে তারা ফোরামের নিয়ম ভঙ্গ করছে বলে আমি মনে করি। তাই আমি এই ধরনের সুবিধাবাদী দের বলবো তোমরা নিজের পোস্টিং বোনাস বিক্রি করোনা বরং তা দিয়ে নিজেরা ট্রেড করার চেষ্টা করুন।
ফরেক্স করতে হলে সবচেয়ে জরুরী হল ফরেক্স সম্পর্কএ জানা।ফোরাম হতে ফরেক্স সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাই যা হতে আমরা সকলে যারা ফরেক্স এ ট্রেড করি বা করতে ইচ্ছুক তারা সকলেই অনেক সুবিধা পেয়ে থাকি।এই ফোরাম হতে ফরেক্স সম্পর্কিত অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। তাই এই ফোরাম হতে আমরা যারা ফরেএক্স এর সাথে আছি বা থাকতে চাই তারা সবাই অনেক উপকৃত।
ফরেক্স বাংলা ফোরামে এমন অনেক সুবিধাবাদী রয়েছে যারা কেবল বোনাসের জন্যেই পোস্টিং করে থাকেন । তারা কখনোই কোন ভাল মানের বিষয়ে খেয়াল রাখেন না । অামার মতে সে সকল সুবিদাবাধী ফোরাম ইউজারদেরকে ফোরাম থেকে বের করে দেওয়া উচিত ।
ফোরাম হচ্ছে শিক্ষার একটি ভাল মাধ্যম। ফোরাম লেখা উদ্দেশ্যই হচ্ছে কিছু জানা এবং নিজের অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ার করা। কিন্তু কিছু সদস্য সেই বুনাস অন্নের কাছে বিক্রি করে দেয়। তারা আসেন সুবিধার অপব্যবহারের জন্য।
আসলে এরকম হয়েই থাকে । অনেক সময় দেখা যায় যে একটা জিনিসকে তৈরী করা হয়েছে সকলের জন্য সুবিধাজনকভাবে । তা সত্তেও সেখানে অনেক সুবিধাবাদি প্রবেশ করে । ফোরাম আমাদের মত নতুন ট্রেডারদের জন্য অনেক বেশি সুবিধাজনক যার কারণে আমরা যারা ট্রেড করি থাকি তাদেরকে এ ক্ষেত্রে সততার পরিচয় দিতে হবে ।
ফোরামের শরত হলো এখান থেকে প্রাপ্য বোনাস দিয়ে ট্রেড করবে সেটা না করে অন্যের নিকট বিক্রী করা রীতি মত অন্যায় এদের একাউন্ট বাতিল করা ন উচিত । এককাজের জিনিস অন্যা কাজে লাগানও প্রতারনা ।