-
ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনাকে সব সময় সচেতনাতার সাথে কাজ করতে হবে । আপনি নিজেকে যদি অনেক ভাল ট্রাডার হন যদি আপনি ভাল করে মনযোগী না হয়ে টড়াড না করেন তাহলে আপনার পতন হতে বেশি সময় লাগবে না।
মনে রাখবেন ফরেক্স কাজ করতে হলে আপনাকে প্রতি টি ট্রাডিং এর আগে আনাল্যসিস করতে হবে , উদ্দেশা হিন ট্রাড বরজন করতে হবে । বেশি রিস্ক নিয়ে ট্রাড করা যাবে না ।
-
অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে প্রথমেই সঠিক ভাবে এ সম্পকে জ্ঞআন অর্জন করতে হবে । অনেকে ভুল জ্ঞানের জন্য এখানে এসে লস খেয়ে যায় । আবার অভিজ্ঞতা ও সঠিক অনুশীলন না করার ফরল তারা আশাণূরুপ কাজ করার ফলেও সঠিক ভাবে অর্থ উপার্জন করতে পারে না । তাই বেশি অনূশীলন করথে হবে ।
-
মানুষ ট্রেডকে টাকা কামানোর মেশিন হিসাবে মনে করেন। এই জন্য ট্রেডাররা লোভ সামলাতে পারে না। লোভ একজন দক্ষ ট্রেডারকেও নিমিষেই সর্বশান্ত করে দিতে পারে। ফরেক্স মার্কেটে বেশীর ভাগ ট্রেডারেরই পতন হয়েছে অতিরিক্ত প্রত্যাশা এবং লোভের ফলে।
-
প্রচলিত একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু।প্রধান যে কারনে ভাল ট্রেডারদের
পতন হয় তা হলো লোভ, ভাল ট্রেডাররা
অধিক পরিমানের টাকা আয় করতে
গিয়ে তার চেয়ে দ্বিগুণ পরিমানে লস
করে ফেলে। লোভ কে নিয়ন্ত্রণে আনতে হবে।
-
ফরেক্স ট্রেডিং এ লোভ নামক দোষের কারনেই এক জন ভাল ট্রেডারের পতন হতে পারে। আমাদের সবার উচিৎ ফরেক্স ট্রেডের লোভ এবং রাগ করে ট্রেড ওপেন করাটা ঠিক হবে না। তা করলে আপনি আবার ভূল করবেন।তাই বলছি এ সমস্ত বিষয় পরিহার করে একটু দক্ষতার সাথে ট্রেড করুন দেখবেন আপনার সফলতা আসবেই।
-
অনেকেই মনে করে ফরেক্স করে খুব তাড়াতাড়ি অনেক টাকা আয় করবে। ফলে তারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে না জেনে ট্রেড শুরু করে। আর তারা তাদের লোভ কোন ভাবেই কন্ট্রোল করতে পারে না। ফলে তারা ফরেক্স মার্কেটে শুধু লস করে। কোন ভাবেই সফল হতে পারে না। আমি এমন ট্রেডার দেখেছি যারা অবশেষে ফরেক্স করাই বাদ দিয়েছে। তাই ফরেক্স মার্কেটে সফল হতে হলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে আর লোভ কন্ট্রোল করে ট্রেড করা উচিৎ।
-
জায়।ফরেক্স মার্কেটে অনেক সময় আছে ভালো ট্রেডারদের ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে ভালো ট্রেডারদের পতন ঘটে এতার কারন ফরেক্স মার্কেটে লোভ একটি কুভ খারাপ জিনিস এই জিনিস্টার জন্য অধিকাংশ ট্রেদাররা ফরেক্স মার্কেটে পতন ঘটে।
-
লোভের কারনে মূলত একজন ভালো ট্রেডারের পতন হয়। একজন ফরেক্স ট্রেডা খুব তারা তারি অনেক অনেক টাকা ইনকাম করতে চাই হফরেক্স থেকে। ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করার অনেক সুযোগ আছে তাই বলে খুব তারা তারি ইনকাম করতে চাওয়া ঠিক না। একটা সিস্টেমে ইনকাম করতে হয়। প্রথম দিকে কম কম করে তার পর আসতে আসতে অভিজ্ঞতার সাথে সাথে টাকা ইনকাম বারানো উচিত। কিন্তু আমরা হঠাৎ করে বেশি ইনকাম করতে চাই তাই আমার লস করি।
-
আসলে ফরেক্স এ কখনও লোভ করা যাবে না লোভ করলেই এক জন ভাল ট্রেডার খারাপ হতে পারে ।
-
ফরেক্স মার্কেট এ আমরা মার্কেট এ ট্রেড কোরতে হোলে আমাদেরকে ফরেক্স মার্কেট এর কিছু নিয়ম কানুন মেনে ছলতে হবে। যেমন- ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে আপনাকে আপনার লোভকে দরে রাখতে হবে, ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট নিয়ে পড়াশুনা কোরতে হবে। ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস কোরতে পারবেন।এবং ট্রেড করে সফল হওয়ার পাশাপাশি আপনি প্রপিত ও কোরতে পারবেন।