-
আসলে ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ভালো ভাবে কাজ করত্যে পারলে এখান থেকে অনেক টাকা আয় করা যায় যা দিয়ে একজন মানুষ তার স্কল অভাব খুব ভালো করে মেটাতে পারে আর আমি আমার সকল সম্ভাবনা বাদ দিয়ে ফরেক্স মার্কেটে যোগ দিয়েচি কারণ আমি খুব ভালো করে জানি ফরেক্স মারক্লেতে আমি যদি ভালো অভিজ্ঞ হতে পারি তাহলে এখান থেকে আমি আমার জিবনের সকল অভাব পুরনের মত টাকা আমি আয় করতে পারব এজন্য আমি আজ ফরেক্সে
-
কারন ফরেক্স এ একটু সমায় দিয়েই অনেক টাকা ইনকাম করা যাই তাই এখন সবাই সব কিছু বাদ দিয়ে ফরেক্স করে বেশি টাকার জন্য
-
ফরেক্সকে পেশা হিসাবে বেছে নেওয়ার কারন, ফরেক্স একটি স্মার্ট ব্যাবসা। এটি একটি স্বাধীন ব্যাবসা।তাই আমি ফরেক্স এর সাথে যুক্ত হয়ে অনেক আনন্দিত ফরেক্স অনেক ভাল একটা ব্যবসা যে ব্যবসা কোন ব্যবসার সাথে তুলনা হয় না। ফরেক্স ইচ্ছা করলে আপনি সারা জীবন করতে পারবেন তাতে আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু তার জন্য আপনার ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে ফরেক্স এর উপর অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমি জানি আমি অনেক কিছু করে আমার মাশের হাত খরসের টাকা আয় করতে পারি কিন্তুই ফরেক্স একটি স্ট্যান্ডার্ড কাজ এবং এই কাজ করেলে অনেক সন্মান আছে। আমি যদি মন দিএ এই কাজ করতে পারি তাহল্কে আমি অনেক টাকা আয় করতে পারবো। এতি আমার জন্য উপজুক্ত বাবসা।
-
ফরেক্স মার্কেট আজ অনেক জনপ্রিওয়তা লাভ করেছে কারন ফরেক্স মার্কেট একটি ভাল ব্যবসা এই ব্যবসা করে ভাল আয় করা সম্ভব তবে ফরেক্স মার্কেট সম্পর্কে আগে অভিজ্ঞতা দরকার তারপর আয় করা যাবে তাই আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্স করতে হবে।
-
আমি বারিতে অধিকাংস সমইয় কম্পিউটার এ গেমস খেলে আর গান সুনে সমই কাটাতাম। আমার এক বর ভাই আমাকে এই সময় টুকু কাজে লাগাতে বললেন। তিনি আমাকে ফরেক্স এ কাজ করতে বললেন। তাই আমি ফরেক্স কে আমার পারট্টাইম জব হিসাবে নিয়েছি।
-
অসংখ্য সম্ভাবনা বাতিল করয়ামি ফরেক্স মার্কেটে এসেছি কারন ফরেক্স মার্কেটে ছাড়া ভাল কোন সম্ভাবনা পাওয়া যায় না তাই আমি ফরেক্স মার্কেটে এসেছি ফরেক্স মার্কেটে পাওয়া জেতে পারে একমাত্র ভাকল কোন সম্ভাবনা।
-
আমি ফরেক্স ট্রেডিংয়ে যে সম্ভাবনার আলো দেখেছি তা আমি অন্য কোন পেশায় বা কাজে এখন প্রর্যন্ত দেখিনি তাই আমি ফরেক্স ট্রেডিংকে বেছে নিয়েছি আমি জানি এখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকরে অনেক ভাল প্রফিট করা যায়।
-
কারণ আমি জানি আমি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করতে পারি তাহলে এখান থেকে আমি অনেক কিছু করতে পারব এখান থেকে আমি ভালো করলে অনেক টাকা আয় করতে পারব যা দিয়ে আমি আম্র পাশাপাশি আমার পরিবারের অন্য লকেদের খরচ বহন করতে পারব এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারব এজন্য আমি৯ ন্সকল সম্ভাবনা বাদ দিয়ে ফরেক্স মার্কেটে
-
আমার কাছে মনে হয় ফরেক্স একটা বুদ্ধি এর খেলা এখানে যার বুদ্ধি যত বেশি সে তত বেশি উন্নতি করতে পারবে। তাই আমি ফরেক্স কে আমার জীবন গড়ার পথ হিসেবে নিতে চাই। ফরেক্স করতে হলে কাউকে যেমন মেধাবী হতে হয় তেমনি তাকে পরিশ্রমি ও হতে হয়। তাই ফরেক্সে উন্নতি করতে হলে পরিশ্রমের কোন বিকল্প নেই। আমার মনে হয় ফরেক্স একটি মজার ব্যবসা তাই ফরেক্সে কঠিন ভাবে না নিয়ে সহজ ভাবে নিতে হবে। তাইলে উন্নতি করা কষ্টকর কোন ব্যাপার হবে না।