-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে সব সময় মার্কেট এনালাইসিস করতে হবে। যে যত বেশি ভাল করে মার্কেট এনালাইসিস করতে পারবে। সে ফরেক্স ব্যবসায় তত বেশি ভাল করবে। মার্কেট এনালাইসিস করার জন্য টেকনিক্যাল ভাবে মার্কেট বিশ্লেষণ করা প্রয়োজন । তাহলে প্রতি ট্রেড থেকে লাভবান হওয়া সম্ভব। ফান্ডামেন্টাল থেকে টেকনিক্যাল এনালাইসিস বেশি ভাল।
-
টেকনিকেল নাকি ফান্ডমেন্টাল এই ধরনের কোন বিতর্কে আমাদের যাওয়া কোনভাবেই উচিত নয় ফরেক্স মার্কেটে শুধু মাত্র তিন ধরনেরই এনালাইসিস রয়েছে এবং এই তিন ধরনের মধ্য অতিব গুরুত্বপূর্ণ হল ফান্ডমেন্টাল ও টেকনিকেল এনালাইসিস আর একটা লং ট্রাম ট্রেড করার জন্য যথার্থ এনালাইসিস হল টেকনিকেল+ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপযুক্ত সমন্বয় যখন একটা ট্রেড ওপেন করার কথা ভাবেন তখন ওই পেয়ারের সম্ভাব্য টেকনিকেল এবং ফান্ডমেন্টাল এনলাইসিস এর প্রভাব দেখে নিন
-
আমি আপনার মতে এক মত। যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থকে তারা কোন না কোন পদ্ধতি অবলম্বন করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে। আমার মতে টেকনিক্যাল এনালাইসিস করা অনেক ভাল বলে মনে হয়। আর আমি তাই করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি। আপনারা কোনটা ব্যবহার করেন।
-
আমি এখনও ফোরেক্স এ ট্রেড করিনি করলে আশা করি দিন ভাল যাবে।
-
সাধারনত ফরেক্স মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে । যথা ১। ফান্ডামেন্টাল ২। টেকনিক্যাল ও ৩। সেন্টিমেন্টাল । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য এই তিন ধরনের এ্যনালাইসিস অনেকটা তিন পায়ের টেবিলের মত । এর একটি ভেঙ্গে গেলে টেবিলটি পড়ে যাবে । ফরেক্স মার্কেটেও ঠিক তেমনি আপনার একটি ট্রেড ওপেনের ক্ষেত্রে এই তিন ধরনের এ্যনালাইসিস গুরুত্বপূর্ন । এর একটি কম হলে আপনার ট্রেডটি লসের মধ্যে পড়তে পারে । ধন্যবাদ ।।
-
আমি আসলে দীর্ঘ সময়ের ট্রেড ই বেশি করি, আর তাই আমার মতে আমি সবসময় চেষ্টা করি ফান্ডামেন্টাল ট্রেড করার জন্য, আমাদের মত যারা দিনের বেশিরভাগ সময় বেস্ট থাকি, তারা অনেক সময় অনেক সমস্যায় পরি স্কাল্পিং করার জন্য, তাই আমি লং টাইম বা দীর্ঘ মেয়াদী ট্রেডিং এই ভালো থাকি, তাই আমি ফুন্দামেন্তাল এনালাইসিস তাই বেশি করি.
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ ফান্ডামেন্টার এবং টেকনিক্যাল এই দুই প্রকার এনালাইসিস এর সমান গুরুত্ব রয়েছে । ফান্ডামেন্টাল এনালআইসিস ছাড়া যেমন টেকনিক্যাল এনালাইসিস কাজে আসে না । আবার টেকনিক্যাল এনালাইসিস ছাড়া ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে আসে না । আসলে দুই প্রকার এনালাইসিস সমান গুরুত্ব বহন করে ।
-
আসলে ফরেক্স মার্কেটে বাই সেল দেওয়া মানেই ট্রেড করা নয় । আমাদেরকে ট্রেড করতে হয় অনেক কিছু বিবেচনায় রেখে । আর এই বিচার বিবেচনায় হল এনালাইসিস । আর এনালাইসিসের মধ্য তিন ধরনের এনালাইসিস রয়েছে যা হল টেকনিকেল ,ফান্ডমেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস । আর এর মধ্য টেকনিকেল সবচেয়ে গুরুত্বপূর্ণ । তবে টেকনিকেল এর পরে গুরুত্বপূর্ণ হল ফান্ডামেন্টাল । আর টেকনিকেল ও ফান্ডমেন্টাল এর সমন্বয়ে ট্রেড করতে পারলে অনেক ভালো ফলাফল আশা করা যা ।
-
আমি ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য আমি টেকনিক্যাল এনালাইসিস কে বেসি গুরুত্ব দিয়ে থাকি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো এনালাইসিস করে ট্রেড করতে পারি।যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন নিউজ থাকে না তখন আমি এই এনালাইসিস এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য টেকনিক্যাল এনালাইসিস কে বেসি গুরুত্ব দিয়ে থাকি।এতে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে শুধু একদিকে এনালাইসিস করলে হবে না দুই দিকে এনালাইসিস করা অনেক ভাল কারন আমরা টেকনিক্যাল এনালাইসিস আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে আমরা ট্রেডিং করে থাকি এনালাইসিস এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি বাই ট্রেড দিবনা সেল ট্রেড দিব তা করে ভাল প্রফিট করা যায়।