খুবই বাজে একটা মূহুত কাটে যখন ব্যালেন্স থাকে না।আর যখন ব্যালেন্স থাকে তখন লস হয়
Printable View
খুবই বাজে একটা মূহুত কাটে যখন ব্যালেন্স থাকে না।আর যখন ব্যালেন্স থাকে তখন লস হয়
সবসময় ভাবি কেন এখানে ট্রেড ওপেন করলাম। আজ আর ট্রেড না নিলে এই লস হতো না। আর সেখানে এ্যাকাউন্ট জিরো করার বিষয়টি মেনে নেওয়াতো সম্ভবই নয়। আমার মনে হয় কারো পক্ষেই সম্ভব নয়। অন্যদিকে কিছু কিছু ব্যাক্তি আছে যাদের লোভের মাত্রাটা অতিরিক্ত বেশি এবং বেশি প্রফিট করার জন্য মানি ম্যানেজমেন্ট না মেনে বেশি লট নিয়ে ট্রেড করে থাকেন তাদের ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ব্যালেন্স শূন্য হয়ে গেলে শর্ত অনুযায়ী তা পরিশোধ করে তবেই প্রফিট করলে উইথড্র করা যাবে।
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর মাধ্যমে এ্যাকাউন্ট জিরো করা যায়। কিন্তু ২০০-৩০০ ডলার ট্রেডিং করলে যদি মার্কেটে দাম কমে গিয়ে একাউন্ট জিরো হয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত উক্ত ডলার পরিশোধ না হবে ততক্ষণ ডলার উইথড্র করতে পারবেন না। তবে এ্যাকাউন্ট জিরো খুব সহজে হয় না।..... ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে আমি প্রথম যখন রিয়েল ট্রেডিং শুরু করেছিলাম তখন মাত্র ১২ ডলার ডিপোজিট করেছিলাম তবে সেটা অল্প দিনেই জিরে হয়ে গিয়েছিলো আর হওয়াটা স্বাভাবিক কারন অল্প ব্যালেন্স দিয়ে টিকে থাকা কঠিন। তবে পরবর্তীতে আমি ২০০ ডলার ইনভেস্ট করেছিলাম সেখানেও প্রায় ১০০ ডলার লস করে বাকি ১০০ ডলার উইড্র করেছিলাম কারন আমি বুজতে পারছিলাম আমার তখনও ফরেক্সে দক্ষ হয়ে ওঠা হয়নি। তবে আমার ইচ্ছা আছে প্রফেশনাল ফরেক্স ট্রেডার হওয়ার সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যাতে করে একটু বড় এমাউন্ট ইনভেস্ট করতে পারি। ধন্যবাদ
ফরক্সে ব্যলেন্স জিরো হলে আমার খুবি খারাপ লাগে।এই পর্যন্ত আমার ২১৯/২৮০/১৮০/৭০/৯০/৩৪/৬৫/১২০ এই ৮ টা একাউন্ট জিরো হয়েছে তবে আমি ফরেক্স থেকে পিছু হাটি নায়।কেননা আমাট বিশ্বাস আমি একদিন না একদিন ঠিকি সফল হবো।
লস করলে সেই লস কেন হলো তা আমাদের জানতে হবে। প্রত্যেকটা ট্রেড এর পেছনে অবশ্যই যথাযথ কারন থাকতে হবে। কেননা কোন কারন ছাড়া বাই বা সেল করলে আমরা অনায়াসেই লস করব। আর ফরেক্স এ ব্যালেন্স জিরো করেনি এমন লোক খুজে পাওয়া যাবে না।ব্যালেন্স শূন্য হয়ে গেলে শর্ত অনুযায়ী তা পরিশোধ করে তবেই প্রফিট করলে উইথড্র করা যাবে।
আসলে মনের ইচ্ছায় আর এনালাইসিস বিহীন ট্রেড নিলে বেলেন্স জিরু হবেই। আবার কেউ কেউ রাতারাতি কোটিপতি হতে চায় তাই লোভ করে ভলিউম বাড়িয়ে ট্রেড করে বড় আকারে লসের শিকার হয়। তাই এনালাইসিস করে ট্রেড নিন। মানিমেনেজমান্ট করুন। আর ডিমো ট্রেডে দক্ষতা বৃদ্ধি করুন।
ভাই আপনার আমার এক বন্ধু এমনটা হয়েছিল। আমার বন্ধু এমন ভাবে একদিন ট্রেড করেছিল যে তার একাউন্ট জিরোর দিকে চলে গিয়েছিল। তারপর সে একাউন্ট এ 225 ডলার এর মধ্যে পুরোপুরি জিরো হয় না প্রায় ২০ ডলার এর মত ব্যালেন্স থেকে যায়। আমার বন্ধু অনেকটা হতাশ হয়ে যায়। কিন্তু সে হাল ছেড়ে দেয় নি। তারপর এই ২০ ডলার দিয়ে সে আস্তে আস্তে অনেকটা সময় লেগেছে তার প্রায় ৯ মাস পর সে ২৩৫ ডলার এর মত করেছিল তারপর সে ১০ ডলার উত্তোলন করেছিল। তারপর থেকে আমি আর আমার বন্ধু অনেকটা সিরিয়াস হয়ে গিয়েছিলাম। এখন আমরা অনেকটা ভাল ট্রেড করে প্রফিট করার চেষ্ট করে যাচ্ছি। ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমার মনে হয় সবারিই ব্যালেন্স জিরো হওয়ার ঘটনা ঘটেছে।আমার অ্যাকাউন্টের প্রথমবার ব্যালেন্স জিরো হয়েছে।আসলে আমরা যারা নতুন তাদের এ সমস্যা গুুলো বেশি হয়ে থাকে। মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে বুঝতাম না। পরবর্তীতে ফোরামে সিনিয়র এবং বড় ভাইদের সাহায্য নিয়ে আবার শুরু করেছি। পূর্বের ন্যায় এখন আর কোন প্রকার সমস্যা হয় না। এবং এখন অনেক সতর্কতার সাথে ট্রেড করি।
ব্যালেন্স জিরো করার অভিজ্ঞতাটা কিরকম সেটা আমার মনে হয় কাউকে দুই চার দশ লাইন লিখে বোঝানো সম্ভব না। এই কষ্টটা শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারে যে এই অভিজ্ঞতা অর্জন করেছে। আর আমার কথা আমি কি বলব এখন পর্যন্ত দুইবার এই অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে ।তবে তারপরও হাল ছেড়ে দেয়নি চেষ্টা করছি কি কারনে ব্যালেন্স জিরো হলো সে গুলোকে খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে আরও দক্ষ করে তোলার। তবে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তার আলোকে বলা যায় যে শুধুমাত্র তাড়াহুড়া করে ট্রেড ওপেন করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্যই এত বড় লসের সম্মুখীন হয়েছি।তাই এখন চেষ্টা করছি অতীতের ভুলগুলো কে এড়িয়ে ধৈর্য ধারণ করে ট্রেডিং করার জন্য যাতে করে প্রফিট করার মাধ্যমে নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারি।