এইটা একটা গেইম এর মত। আর গেইম খেলতে সবাই ভাল বাসে।
Printable View
এইটা একটা গেইম এর মত। আর গেইম খেলতে সবাই ভাল বাসে।
ফরেক্স একটা উন্নত মানের ব্যবসা ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকলে এ থেকে অনেক টাকা আয় করা সম্ভব অনেক ট্রেডার মানে ৯৫% লক এ থেকে সফলতা পায় না তবু ফরেক্স করে কারণ এটা আপনাকে খুব সহজে সফলতা এনে দিতে পারে
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে তবে তাও কিন্তু ফরেক্স মার্কেট খুভ জনপ্রিও তাই ফরেক্স মার্কেট জারা লস করে তাড়া বেশির ভাগ ট্রেডার কিন্তু নতুন তাই ফরেক্স করতে করতে তাড়া এক্সময় ভাল সফলতা পেয়ে জায় তাই ফরেক্স মার্কেট থেকে প্রফিট ক০রতে পারে।
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। আমার মতে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। আর ৯৫% ট্রেডার লস করলে তাহলে ফরেক্স কখনোই জনপ্রিয় হতনা। ফরেক্সে তারাই লস করে যারা অনভিজ্ঞ। এই অনভিজ্ঞদের মাঝে যারা টিকে থাকে তারা যখন অভিজ্ঞ হয়ে যায় তখন তারাও লাভ করতে থাকে। ফরেক্সের জনপ্রিয়তার মূল কারন এটা ঘরে বসেই করা যায়। তাছাড়া এটার নিশ্চয়তাও আছে।
লস করার সাথে জনপ্রিয়তার সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তাছাড়া যাদের একটু লোভ বেশি তারা প্রায় সব সময় লস প্রজেক্টেই থাকে। ফরেক্স সম্পর্কে ভাব ধারনা ও জানা শুনা না থাকলে এই খানে পা বাড়ানো উচিৎ না। কারন এইটা কোন ছোট খাটো ব্যাপার না, ফরেক্স টা অনেক বড় একটা ব্যাপার।
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে থেকে লাভবান হওয়া যায় না, তাই অনেকে লস করে।
এটা একটি fany edited computer soft আর সবাই fan edited করতে ভাল বাশে ,
যেহেতু ৯৫% ট্রেডার লস করে এবং সেটা ১০০% নয় । তাই সবাই চায় আমি হয়ত বা ৫% এর মধ্যে থাকতে পারব তাই ফরেক্স এতটা জনপ্রিয়। তবে প্রধান কারন হল আমরা সবাই চাই অল্প পরিশ্রমে ইনকামের রাস্তা খুজতে। তাই দিন দিন ফরেক্স এতটা জনপ্রিয় হয়ে উঠছে।
এখানে এই ফরাম এ অনেক ত্রেডার আসে এবং তারা অনেক টাকা আয় করে কিন্তু তারা অনেকেয় সুধু লস করে। এখানে এই বাবসায় অনেক ট্রেডার লাভ এর ছেয়ে লস বেসি করেন। ৯৫% ট্রেডার এই বাবসা থেকে কন কিছুই আয় করতে পারে না। এই বাবসা আমাকে অনেক কিছু দিএসে কিন্তু অঙ্কেয় এই বাবসা থেকে কিছুই লাভ করতে পারে না।
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার আসলে লস করে তবুও ফরেক্স মার্কেট কিন্তু জনপ্রিয় কারন ফরেক্স মার্কেটে প্রথম দিকে সবাই লস করে জারা নতুন তারাই লস করে বেশি ফরেক্স মার্কেটে সফল হতে কিছু দিন সময় লাগে তাই ৯৫% ট্রেডার জারা লস করে তাড়া নতুন মার্কেটে আসে।