ফরামে পস্ট করার সময় পস্ট সটিহক এবং ফরাম সম্পরকে ভাল লেখা কোন বানান ভুল হলে পস্ট বাতিল করা হয় তাই ফরা পস্ট করার সময় এই সকল দিকে খেয়াল রেখে পস্ট করতে হবে তা না হলে পস্ট বাতিল করে দেয়া হয়।
Printable View
ফরামে পস্ট করার সময় পস্ট সটিহক এবং ফরাম সম্পরকে ভাল লেখা কোন বানান ভুল হলে পস্ট বাতিল করা হয় তাই ফরা পস্ট করার সময় এই সকল দিকে খেয়াল রেখে পস্ট করতে হবে তা না হলে পস্ট বাতিল করে দেয়া হয়।
পস্ট বাতিল করা হয় কারন পস্ট সঠিক ভাবে পস্ট না করলে পস্ট করার যে নিওম কানন আছে সে গুল ভালো করে না করলে পস্ট বাতিল করা হয় পস্ট এর লেখা ভালো না হলে পস্ট বাতিল বলে গন্ন করা হয় পস্ট অনেক কারনে বাতিল করা হয় ।
পস্ট বাতিল করা হয় কারন পস্ট লেখা যদি সঠিক ভাবে লেখা না ফহয় তাহলে ফরেক্স পস্ট বাতিল করা হয় তাই পস্ট করার সময় কিছু নিওম কানন আছে সেগুল মেনে পস্ট করতে হবে করলে আর পস্ট বাতিল করে না ।
আমার কাছে কিছুদিন আগে একটা মেসেজ আসে যে পোস্টের মান উন্নত করুন এবং কমপক্ষে ২ লাইন করার চেষ্টা করুন,তারমানে ২ লাইনের নিচে কোন আজেবাজে পোষ্ট করলে তা বাতিল হয়ে যাবে।
সাধারনত বেশি বাতিল করা হয় একজনের টা আরেক জন কপি কোরে পস্ট করলে আর বাতিল হয় না জেনে পোস্ট কোরলে , এটা তে কাজ করতে হলে আগে সেটার সম্পকে ধারনা আনার প্রয়োজন আগে ।
পোস্ট বালিত হওয়ার কিছু কারন আছে যেমন:১)একই পোস্ট একাধিক বার করলে।
২)অন্যজনের পোস্ট এর সাথে কপি হয়ে গেলে।
৩)মানসম্মত পোস্ট না হলে।
৪)পোস্টের বানান ভুল হলে।
৫)পোস্টগুলো ২ লাইনের কম হলে।
আমি যতদূর জানি তাতে করে আপনি যদি ফোরামের নির্দেশিত রুলস বা নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে আপনার ইচ্ছা খুশি মত অপ্রাসঙ্গিক বিষয়ে পোস্ট করেন এবং একটি প্রশ্নের জবাব একাধিক বার দিতে থাকেন তা হলে সে ক্ষেত্রে আপনার পোস্ট বাতিল হয়ে যেতে পারে।
আমি যা জানি তা বলতে চাই ফরেক্স ফোরাম এ পোস্ট বাতিল হওয়ার অনেক কারন আছে যা হয়ত আমরা জানি ,আমার জানা মতে ফরেক্স ফোরাম পোস্ট বাতিল হয় যে যখন একজন ট্রেডার নেগেটিভ কথাবাত্তা বলে বা পোস্ট গুলো অমারজনিয় , পোস্ট গুলো প্রশ্ন এর সাথে যুক্ত না ইত্যাদি ভাবে পোস্ট বাতিল হয়।এছাড়া পোস্ট যদি দুই লাইন এর কম হয় সেক্ষেত্রে ও পোস্ট বাতিল সম্ভাবনা থাকে।
ফরেক্স এ আর ও পোস্ট বাতিল হওয়ার কিছু কারন আছে যেমন ফরেক্স ফোরাম এর মধ্যে নিয়ম কানুন র*্য়েছে যদি একজন ট্রেডার সেই নিয়ম না মেনে কাজ করে সেই পোস্ট অবসস্যাই বাতিল হতে পারে।কারন প্রত্যেক টা কাজের ক্ষেত্রে নিয়ম কানুন আছে সেই নিয়ম মানতে হবেই। সব মানুস তো নিয়ম এর মধ্যে কেউ নিয়ম এর চেয়ে বেশি করতে পারেনা।এটাই নিয়ম।
ফরেক্স এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়। তাই আমাদের উচিত ফোরাম এর নিয়ম মেনে পোস্ট করা। ধন্যবাদ