-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে সব থেকে বেশি প্রয়োজন দক্ষতার। দক্ষতার সঙ্গে ট্রেড করে গেলে অল্প পুজি নিয়েও টিকে থাকা সম্ভব।তবে ট্রেডে অনেক অনেক লাভের জন্য বেশি পুজি তো লাগবেই আরো লাগবে দক্ষতা, ধৈর্য্য,পরিশ্রম ইত্যাদি।আর পুজি অল্প হলে যত দক্ষতায় থাক আর যতই ধৈর্য্য ধরে পরিশ্রম করা যায় তাতে বেশি লাভ করা যায় না তবে ট্রেডে টিকে থাকা যায়।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে ঠিকে থাকার জন্য ডিপোজিট কোন সমস্যা নয় প্রয়োজন ট্রেড শেখা ও জানার মনমানুসিকতা অভিজ্ঞতা ফরেক্স বিষয়ে সঠিক জ্ঞানই আপনাকে ফরেক্সে টিকে রাখতে পারে ডিপোজিট নয়! আপনি জানেন ফরেক্স মাত্র ১ ডলার দিয়ে শুরু করতে পারেন এবং লাভ ও করতে পারেন কিন্তু ডিপোজিটের উপর আপনার লাভের হার নির্ভর করে যেমনঃ- আপনি ৫০০০ হাজার ডলার বিনিয়োগ করলে সে অনুযায়ী প্রফিট হবে আর যদি ১০০ ডলার বিনিয়োগ করেন লাভ টা সে অনুযায়ী হবে।
-
যত বেশি দক্ষতা অর্জন করবেন আপনি ত্ত ভালো ট্রেড ওপেন করতে পারবেন । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনার অনুশীলন করতেই হবে । তানাহলে অনেক বেশি পুঁজি থাকা স্বত্তেও আপনার একাউন্ট জিরো হতে পারে । আপনার পুঁজি অল্প বলে আপনি নিরাশ হবেন না এনালাইসিস করে ট্রেড করুন দেখবেন সফলতা আপনি একদিন আপনার কাছে ধরা দিবে । আর এত লাভজনক একটা ব্যাবসা একটু সময় তো দিতেই হবে ।আপনি যখন পর্যাপ্ত অভিজ্ঞ হতে পারবেন তখনি আপনি লাভ করতে পারবেন।
-
আমি আপনার সাথে একমত হতে পারছিনা। অল্প ডিপোজিট করেও ফরেক্স ট্রেডিং এর টিকে থাকা যায়। যদি আপনি ডেমো অনুশীলন করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন। দেখা গেছে অনেকে ১০ ডলার দিয়ে ভাল লাভ করছে তাহলে সে অনেক অভিজ্ঞ তাই করতে পারতেছে।
-
অল্প ডিপোজিট এ ফরেক্স এ টিকে থাকা সম্ভব না। তবে খুব ভালো ট্রেড করতে পারে তারা ফরেক্স এ অল্প ডিপোজিটেও টিকে থাকতে পারে। তাই ভালো ফরেক্স ট্রেডার হওয়া ফরেক্স ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ।
-
হ্যাঁ সম্ভব। ফরেক্সে যা ইচ্ছে তাই সম্ভব। কিন্তু এতে আপনাকে প্রচুর শ্রম দিতে হবে। অল্প ডিপোজিট নিয়ে টিকে থাকতে হলে আগে আপনাকে স্কাল্পিং করে ব্যাল্যান্সে বাড়িয়ে নিতে হবে। তা ছাড়া আপনার ব্যাল্যান্সে জিরো হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ব্যাল্যান্সে বাড়িয়ে নিলে াই ঝামেলা পহাতে হয় না। ধন্যবাদ
-
বন্ধু অল্প ডিপোজিট নিয়ে ফরেক্সে টিকে থাকা সম্ভব তবে এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের ইক্যুইটি হিসাব করে প্রতিটা ট্রেড গ্রহন করি যেমন আমার ডিপেজিট মাত্র ১০ ডলার এখন আমাকে হিসাবে আমি যদি ০.০৫ লটে ট্রেড ওপেন করি তাহলে আমার ট্রেডটি কোন কারনে ১০০ পিপস বিপরীদে গিয়ে আসলেও আমার একাউন্টের সমস্য হবে না তবে আমরা এটা ভুলে গিয়ে লোভে পড়ে দ্রুত মার্কেটে ট্রেড য়ে ফেলি ০.১৫ বা০.২০ লটে তািই আমাদের ছোট একাউন্ট বেশি জিরো হয়। ধন্যবাদ।
-
অল্প ডিপোজিট মানে কম কম প্রফিট। ব্যবসায় একটি নিতি রয়েছে যত বেশি মূলধন তত ঝুকি কম এবং লাভের সম্ভাবনা বেশি। আপনার ডিপোজিট যদি কম হয় প্রফিট ও কম হবে।
-
টিকে থাকার জন্য আমার মনে হয় স্বল্প ডিপোজিট খারাপ নয়।ফরেক্সে তারাই টিকে থাকে যারা নিয়মিতো প্রফিট করতে পারে।নিয়মিত প্রফিট না করতে পেরে লসই বেশি করলে যত বড় ডিপোজিটই হোক না কেন তা টিকে থাকবে না।কিন্তু ফরেক্সে দক্ষতা থাকলে অল্প ডিপোজিট নিয়েও অল্প অল্প প্রফিট করে টিকে থাকা সম্ভব।
-
মইনুদ্দিন আহ্মেদ
অল্প পুজি নিয়ে টিকে থাকা শম্ভব কি না সেটা বেবসার ধরনের উপর অনেকটা নিরভর করে। আমাদের এখানে অনেকে অল্প পুজি নিয়ে সুরু করে আজ হয়তো পতিসটিত। ফরেক্স যেহেতু এক্টা মুদ্রা বাজার এখানে ও অল্প পুজি দিয়ে সুরু করে টিকে থাকা যাবে তবে এর জননও নিজেকে একজন অভিজ্ঞ ত্রেয়াদের হিসাবে গড়ে তুলতে হবে। বুজে শুনে ত্রাদে করলে নিসছই তিকে থাকা যাবে