-
আসলে আপনি যখনই ফোরামে নিজেকে নিবন্ধিত করে নিবেন তখন থেকেই আপনি বেনাসের জন্য উপযুক্ত হিসাবে বিবেচিত হয়ে যাবেন আর আমি মনে করি একজন ফোরামের মেম্বারের উচিত প্রতিদিন সর্বোচ্চ ৪০ টা করে পোষ্ট করা কারন এর বেশি পোষ্ট করলে আপনার ফোরামের অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
-
আপনি ফরেক্স বাংলা ডট কমের ফোরাম নিয়ম কানুন পেজটি ভালোভাবে পড়ুন তাহলে আপনি নিজেই ভালোভাবে নিশ্চিত হবেন যে, কতটি পোস্ট করা যায়।
-
ফোরামে পোষ্ট গুলো অনেক ইউনিক ভাবে লিখতে হবে।পোষ্টের কমপক্ষে দুই লাইন এর হতে হবে। এর এই ব্যাপার গুলো মেনে চল্লে দিনে ২০ টার বেশি ফোরাম পোষ্ট করা যায় না। আমি দিনে ১০ টার বেশি পোষ্ট করি না, সর্বউচ্চ ২০ টা। আপনি দিনে সর্বউচ্চ কয়টা ফোরাম পোষ্ট করতে পারবেন তা ফোরামের সাপোট সেন্টারে সাথে কথা বলতে পারেন এবং ঐ খান থেকেই সঠিক তথ্য পাবেন।
-
আমি ফরেক্স ফোরামের পোষ্ট করি বেশ কিছু দিন হল আমি ফরেক্স এর ফোরামে পোষ্ট করা সমর্পক অনেক নিয়ম পড়েছি কিন্তু কোথাও এইটা পাই নি যে দিনে কতটা পোষ্ট করা যাবে ফোরামে। কতটা পোষ্ট করলে ভাল হয় ইত্যাদি। তাই যারা ফোরামে অভিজ্ঞ ট্রেডার আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই প্রশ্ন টার সঠিক উত্তর দেওয়ার জন্য। যাতে আমরা যারা ফোরামে কাজ করি তারা যেন উপকৃত হতে পারি।
-
এই ফোরাম মাসে সর্বোচ্চ ২৫০ ডলার বোনাস পোস্টিং এর জন্য প্রদান করে থেকে । আমি এর রুলস গুলো পরে দেখেছি কিন্তু এমন কিছু পাইনি । শুধু পেয়েছি যে পোস্ট গুলো খুব ছোট হওয়া যাবে না , কমপক্ষে দুই লাইন করে হতে হবে , বানান ভুল এর দিকে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি বানান ভুল না হয়। আমার জানা মতে দৈনিক ২০টা পোস্ট করা যাবে । বেশী পোস্ট করলে বোনাস শিকারী হিসেবে ধরা হবে।
-
আমার আসলে সঠিক জানা নেই ফরেক্স ফোরামে একদিনে পোস্ট করার কোন নিদ্দিষ্ট সীমা সঠিক কত । তবে যেহেতু একমাসে সর্বোচ্ছ ২৫০ ডলার বোনাস হিসাবে নেওয়া যায় ।তাই আপনি এই হিসাবে গড়ে একদিনে আয় করার জন্য যত পোস্ট দরকার তা করতে পারেন যেমন ৪১ টি মত পোস্ট দিনে করতে পারেন ।
-
আমার জানামতে এই ফোরামে দৈনিক কোন পোস্ট লিমিট নেই। অর্থাৎ আপনি আপনার সুবিধা ও ইচ্ছেমমত পোস্ট করতে পারবেন। তবে উল্লেখ থাকে যে আপনাকে অবশ্যই প্রসংগের সাথে সংগতি রেখে মিনিমাম দুই লাইনের পোস্ট করতে হবে বাংলায়। আর অবশ্যই উপকারে আসে এমন পোস্ট করলে সবাই উপকৃত হতে পারবে। তবে আপনি মাসে ২৫০$ এর বেশি বোনাস পাবেন না।
-
আমার মতে ফরেক্স ফোরাম এর মূল উদ্দ্যেশ্য হল ট্রেডারদের জন্য শিক্ষামূলক একটি প্ল্যাটফর্ম তৈরি করে তাদের ফরেক্স জ্ঞানকে সমৃদ্ধ করা।সবসময় জ্ঞানগর্ভ আলোচনা করার মানসিকতা নিয়ে পোষ্ট দিবেন।এতে করে আপনার ভুনাস পাওয়ার সম্ববনা থাকে। এখান থেকে ইনকাম করার আশায় পোস্ট করলে আপনি ভুল করবেন, আপনি ফরেক্স শিখতে পারবেন না।
-
ফরেক্স ফোরামে আমি বেশকিছুদিন যাবত আছি । ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে বুঝতে পারলাম এখানে মাসে সর্বোচ্ছ কত ডলার নেওয়া যাবে তা নির্ধারিত করে দেওয়া আছে তবে দিনে সর্বোচ্চ কতটা পোস্ট দিতে হবে তা উল্লেখ করা নেই । তবে এটা আমাদেরকে হিসেব করে নিতে হবে । যেমন এখানে বলা আছে মাসে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত বোনাস আমরা নিতে পারি । সে হিসেবে দিনে ৪০-৪২ পোস্ট দিতে হবে তবেই আপনি মাসে সর্বোচ্চ টর্গেটটা হিট করতে পারবেন ।
-
আমি ফরেক্স এ নতুন। তাই আমার এই বিষয়ে ঠিক জানা নাই। তারপরও যেতুকু জেনেছি। আমার মনে হই ফরেক্স এ আপনি দিনে কত পোষ্ট দিতে পারবেন। এটা আপনার দক্ষতার উপর নিরভর করে। আপনি ফরেক্স সম্পরকে যত বেশি জানবেন তত বেশি পোষ্ট করতে পারবেন, তাই আমার মনে হয় ফরেক্স সম্পেরকে ভালোভাবে জেনে নেওয়া উচিত। আর এর জন্য আপনার ফরেক্স এ অনেক সময় দিতে হবে। ফরেক্স সম্প্রকে আরো জানতে হবে।