কথায় আছে অল্প বিদ্যা ভয়ংঙ্কর । আমাদের সভাব হলো একটু জানলেই মনে করি অনেক বেশী জেনে ফেলেছি। আপনি যদি সত্যিকারের ট্রেডার হতে চান তাহলে আপনাকে প্রচুর সময় এবং শ্রম বিনিয়োগ করতে হবে।
Printable View
কথায় আছে অল্প বিদ্যা ভয়ংঙ্কর । আমাদের সভাব হলো একটু জানলেই মনে করি অনেক বেশী জেনে ফেলেছি। আপনি যদি সত্যিকারের ট্রেডার হতে চান তাহলে আপনাকে প্রচুর সময় এবং শ্রম বিনিয়োগ করতে হবে।
ফরেক্সে কেউই নিস্চত লাভ করতে পারে না তো যেহেতু আমরা জানি যে যে কোন প্রকার ব্যবসাতে লস বা লাভ রয়েছে তো আপনি অবশ্যই আপনার একাউন্ট জিরো করে ফেলতে পারেন তো একাউন্ট জিরো হবার কিছু কারন হলো :
১. মানিম্যানেজমেন্ট না মানা।
২. স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার না করা
৩. অধিক ট্রেড করা
৪. ওভার ভলিউম ব্যবহার
৫. ইমোশন কন্ট্রোল না করা ইত্যাদি
ফরেক্স মার্কেটে লাভ লসের পাশাপাশি সবারই কম বেশি একবার অ্যাকাউন্ট জিরো হতে পারে এটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের কারনে অনেক সময় আমরা বড় ধরনের লোভ করতে যায় সেই কারনে আমাদের অ্যাকাউন্ট জিরো হয় তাই আমি মনে করি লোভ এরিয়ে আমরা যদি সঠিকভাবে নিজের মেধা খাঁটিয়ে সামনে আগাতে পারি তবে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবেনা।
স্টপ লস ব্যবহার করা , যার মাধমে আপনি আপনার অ্যাকাউন্ট কে শূন্য হওার হাত থেকে বাছাতে পারেন । আপনার শাম্নন অশাব্ধানতা আপনাকে ফকির করতে পিছ পা হবে না । তাই দয়া করে স্টপ লস ব্যবহার করুন ।
ফরেক্স মার্কেট যেহেতু এনালাইসিস এর মার্কেট তো এখানে আপনার সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে অনেক সহয়েই আপনার একাউন্ট জিরো হয়ে যাবে আমার মতে যে সকল বিষয় একাউন্ট জিরো করে তা হলো:
+ স্টপ লস না ব্যবহার এবং টেক প্রফিট না ব্যবহার
+ ইমোশন কন্ট্রোল না করা
+ ওভার ভলিউম ব্যবহার
+ অনেক ট্রেড ওপেন
+ অতিরিক্ত এনালাইসিস ইত্যাদি
ফরেক্স এ যদি আপনি ভুল ট্রেড করে তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। কারন দেখে শুনে বুঝে সব ঠিক করে ট্রেড দেয়া উচিত তাহলে আপনার একাউন্ট জিরো হয়ার হাত থেকে বাচতে পারে আর ভুল করে ট্রেড *দিলে আপনার একাউন্ট জিরো হয়াটাই স্বাবাভিক। তাই আমাদের উচিত আরও এনালাইসিস করে তারপর ফরেক্স এ ট্রেড দেয়া এবং অনেক অভিজ্ঞতা অর্জন করা এই সব করে যদি আপনি ট্রেড করে তাহলে আপনি অনেক বড় লাভের মূখ দেখতে পারেন।
ফরেক্স মার্কেটে প্রথম প্রথম অবস্থায় ট্রেড করতে গেলে একাউন্ট জির হয়নি এমন লোক খুভ কম পাবা যাবে এটা সত্য তবে একাউন্ট জির হয়ার কিছু কারন আছে সেটা ফরেক্স ট্রেড করার কিছু নিয়ম কানন আছে সেগুলো না মানলে যেমন মানিমেনেজমেন্ট না মানলে একাউন্ট জির হতে পারে ভলিওম নিয়ম অনুযায়ী না দিলে একাউন্ট জির হতে পারে এরাকম কিছু কারনে একাউন্ট জির হতে পারে।
একাউন্ট জিরো হবার বিভিন্ন কারন থাকে। তার মধ্যে কিছু কারন হল। ভাল একটা স্ট্রাটেজি না থাকা বা থাক্লেউ সেটার উপর আস্থা না থাকা। অভারট্রেডিং বেশি করা। স্বাভাবিকের চেয়ে বেশি লট সাইজ ব্যবহার করা। ট্রেন্ড না বুঝে ট্রেড দেয়া। আর সবসময় মার্কেট সম্পর্কে নেগেটিভ আচরন চোখে পড়া দেখা। যদি মনে হয় যে ট্রেড দিলেই আমার ট্রেড লসে চলে যায় তাহলে তার একাউন্ট এক্সময় জিরো হতে বাধ্য।
ফরেক্সে কেউই নিস্চত লাভ করতে পারে না তো যেহেতু আমরা জানি যে যে কোন প্রকার ব্যবসাতে লস বা লাভ রয়েছে তো আপনি অবশ্যই আপনার একাউন্ট জিরো করে ফেলতে পারেন তো একাউন্ট জিরো হবার কিছু কারন হলো :
১. মানিম্যানেজমেন্ট না মানা।
২. স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার না করা
৩. অধিক ট্রেড করা
৪. ওভার ভলিউম ব্যবহার
৫. ইমোশন কন্ট্রোল না করা ইত্যাদি
আপনি ফরেক্স এ বিভিন্ন ভাবে লস করতে পারেন আর আপনার একাউন্ট বিভিন্ন ভাবে জিরো হয়েযেতে পারে। যেমন আপনি যদি ভুল ট্রেড করে তাহলে আপনার একাউন্ট জিরো হয়ার সম্ভাবনা খুব বেশি আর আমি যদি ফরেক্স সম্পর্কে কম জানেন তাহলেও আপনার একাউন্ট জিরো হতে পারে। তাই আপনাদের সবার উচিত ফরেক্স সম্পর্কে ভাল করে জানা ফরেক্স কে ভাল করে শিখা তাহলে আপনি লসের হাত থেকে নিশ্তার পাবেন।