এটা নির্ভর করে ব্রোকারের উপর। যদি খুব বেশি সময় নেয় তবে এক সপ্তাহ। তবে এর বেশি লাগতে পারে বলে আমার জানা নেই। ব্রোকারের একাউন্ট ভেরিফাইড করার চাপের উপর নির্ভর করে কত সময় লাগবে। ইনস্টা ফরেক্স এ মুলত ৭২ ঘন্টার বেশি লাগে না।
Printable View
এটা নির্ভর করে ব্রোকারের উপর। যদি খুব বেশি সময় নেয় তবে এক সপ্তাহ। তবে এর বেশি লাগতে পারে বলে আমার জানা নেই। ব্রোকারের একাউন্ট ভেরিফাইড করার চাপের উপর নির্ভর করে কত সময় লাগবে। ইনস্টা ফরেক্স এ মুলত ৭২ ঘন্টার বেশি লাগে না।
ফরেক্স ট্রেড করার জন্য যে একাউন্ট ভেরিফাই করতে হয় সেই একাউন্টে ডকুমেন্ট আপ লোড দেয়ার পর প্রায় সময় লাগে ৭২ ঘন্টা তবে অনেক সময় আছে যে এই ৭২ ঘন্টার আগে ভেরিফাই হয়ে জায় যদি সঠিক দকুমেন্ট দেয়া হয়।
সব প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করার পর ৭২ ঘন্টার মধ্যেই একাউন্ট ভেরিফাই হয়ে যায়।
ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই হতে অনেক বেশি সময়ের দরকার হয় না যদি ও ব্রোকার হাউজ বলে থাকে ৭২ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের ভেরিফাই সম্পার্ন হযে যাবে আসলে আমি দেখেছি যদি ঠিক মত রুলস অনুযায়ী ভেরিফাই ডকুমেন্ট সরবরাহ করা যায় তা হলে ৭২ ঘন্টার আগেই অ্যাকাউন্ট ভেরিফাই সম্পান্য হয়ে যায়।
মুলত আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ২ টি ধাপে। আর এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রায় ৭২ ঘন্টা সময় নিতে পারে। সুতরাং আপনাকে ২টি ধাপে অ্যাকাউন্ট ভেরিফাই করতে অপেক্কা করতে হবে ১৪৪ ঘন্টা সময় আর প্রথম ভেরিভিক্যশন কমপ্লিট এবং দ্বিতিয় স্টেপ হতে মোট ৭২ ঘস্টা সময় লাগতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল ফরেক্সএর অ্যাকাউন্টটি ভেরিফাই করা। কারন অ্যাকাউন্ট ভেরিফাই না হলে পেমেন্ট নিয়ে অনেক ঝামেনা হতে পারে। তাই এটা নিয়ে আসলেই জত্নবান হতে হবে।
ফরেক্স এ আমাদের ট্রেড করার জন্য একাউন্ট খুলতে হয় এবং সেই একাউন্টঁ গুলো ভেরিফাই করাতে হয় এর জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় মুলত আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ২ টি ধাপে।আর এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রায় ৭২ ঘন্টা বা ৩দিন সময় নিতে পারে তবে একাউন্ত ভেরিফাই না করে ট্রেড করা যায় না
টাকা উঠানোর জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ।সাধারণত দুটি ধাপে ভেরিফাই করা যায় ।
প্রথমত ৭২ ঘণ্টা সময় লাগতে পারে । এর আগে ও ভেরিফাই হতে পারে।আবার ১৪৪
ঘণ্টা সময় লাগতে পারে । অ্যাকাউন্ট ভেরিফাই অনেক জরুরী ।
ফরেক্স ট্রেড করার জন্য যে একাউন্ট করা লাগে সেই একাউন্ট ভেরিফাই করা লাগে তাই এই ভেরিফাই করার জন্য ভাল ডকুমেন্ট থাকলে বেশি সময় লাগে না তাই ডকুমেন্ট আপলোড করার পর অনেক সময় ২৪ ঘন্টা অথবা ৭২ ঘন্টা সময় লাগে।
আকাওন্ত ভেরিফাই খুব গুরুত্ত পুরন এক্তি বিশয় এ জন্য আমাদের সব সময় আকাওন্ত ভেরিফাই করতে হবে। আমরা যদি ভেরিফাই ছাড়া ত্রেড করি তাহলে আম্রাতাকা আয় কতে পারব না। আমাদের সব সময় ভেরিফাই আকাওন্ত দিএ ত্রেড করতে হবে। আকাওন্ত ভেইফাই কতে খুব বেরসি সময় লাগে না।