-
বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্স বাংলা ফোরামে মানসম্মত পোস্ট করে থাকি না । আর তার ফলে আমরা এই ফরেক্স বাংলা ফোরাম থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে কোনো ভালো কিছু শিখতে পারিনা । আর সেই জন্য আমরা একে অন্যের লেখাতে লাইক দেয় না । ফরেক্স বাংলা ফোরামে আমরা সবাই সবাইকে লাইক দেওয়ার মাধ্যমে সাহায্য করি । নিজে ও স্বাবলম্বী হয় এবং অন্যদের ও স্বাবলম্বী হতে সাহায্য করি।
-
আমরা যে ফোরাম থেকে প্রতি মাসে পোষ্টের বিনিময়ে বোনাস পেয়ে থাকে সেই টা ফোরাম আমাদেরকে দেই মুলত পোষ্টের গুনগত মানের উপর বিবেচনা করে এবং নির্দিষ্ট সংখ্যার উপর।তবে এখন ফোরামকতৃপক্ষ কিছু রুলস চেঞ্জ করেছে বোনাসের জন্য আর তা হলো এখন সকলেই প্রতিমাসে বোনাস পাবে নির্দিষ্ট সংখ্যার উপর এবং মানের উপর এবং লাইকের উপর।অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় ট্রেডিং অভিজ্ঞতা অর্জনের জন্য এটি ব্যবহার করুন এবং এখানে তারা এখনই ফরেক্স মার্কেট থেকে ভাল অর্থ উপার্জন করছে।
-
আমরা সবাই সবাইকে লাইক দেওয়ার মাধ্যমে ভালো বোনাস অর্থ পাওয়ার জন্য সাহায্য করতে পারি :-
,,,, ,,,,,,,যারা সকলেই সকলের পোস্ট কে লাইক দিয়ে থাকি সেটা অবশ্যই দেখে শুনে বুঝে এবং মানসম্মত পোস্ট কিনা সেটা বিশ্লেষণ করে তবেই দেওয়া উচিত। তারপরেও প্রতিটি পোস্টে লাইক দিলে সেই ট্রেডারের পোষ্টটির জন্য এবং লাইক এর জন্য সে আলাদাভাবে কিছু অর্থ পাবে যেটা তার জন্য সুবিধাজনক সুতরাং অর্থ এবং সুবিধাজনক তাই অবশ্যই মানসম্মত পোস্ট করা উচিত।তারপরেও প্রতিটি পোস্টে লাইক দিলে সেই ট্রেডারের পোষ্টটির জন্য এবং লাইক এর জন্য সে আলাদাভাবে কিছু অর্থ পাবে যেটা তার জন্য সুবিধাজনক সুতরাং অর্থ এবং সুবিধাজনক তাই অবশ্যই মানসম্মত পোস্ট করা উচিত।।
-
আমরা যে ফোরাম থেকে প্রতি মাসে পোষ্টের বিনিময়ে বোনাস পেয়ে থাকে সেই টা ফোরাম আমাদেরকে দেই মুলত পোষ্টের গুনগত মানের উপর বিবেচনা করে এবং নির্দিষ্ট সংখ্যার উপর।তবে এখন ফোরামকতৃপক্ষ কিছু রুলস চেঞ্জ করেছে,প্রতিটি পোস্টে লাইক দিলে সেই ট্রেডারের পোষ্টটির জন্য এবং লাইক এর জন্য সে আলাদাভাবে কিছু অর্থ পাবে যেটা তার জন্য সুবিধাজনক সুতরাং অর্থ এবং সুবিধাজনক তাই অবশ্যই মানসম্মত পোস্ট করা উচিত।।
-
পোস্ট এ লাইক করলে ভালো বোনাস পাই,তাহলে আমাদের সকলের উচিত,এক এ অন্যর পোস্ট এ লাইক দিয়ে ইনকাম বেশি করার সুযোগ দেওয়া,ফোরাম এ অনেক এ খুব ভালো মানসন্মত পোস্ট করে থাকে,আমরা উক্ত মানসন্মত পোস্ট এ লাইক দিতেই পারি,কিন্তু ডেইলি আমরা কত লাইক দিতে পারবো সেই টা খেয়াল রাখতে হবে।
-
এত কস্ট করে পোস্ট করে কোন লাইক না পেলে তখন খুব খারাপ লাগে। আর আগের মত এখন নিয়ম নেই যে পোস্ট করলে বোনাস পাওয়া যাবে। এখন পোস্টের নিয়মাবলী পরিবর্তন হয়ে গেছে। তাই আমরা মান সম্মত পোস্ট না করলে ভালো বোনাস পাব না।
-
অবশ্যই একে অপরকে লাইক দিয়ে ভালো বোনাস অর্জন করা সম্ভব। তবে তার জন্য অবশ্যই পোষ্টটি শিক্ষণীয়, নতুনত্ত ও মান সম্মত হতে হবে। লাইক হলো একে অপরকে ভালো পোস্টের জন্য উদ্বুদ্ধ করে। তাই আমাদের সকলের উচিত কপি ত্যাগ করে নিজের অভিজ্ঞতাকে শেয়ার করে সকলের মাঝে নতুন কিছু তথ্য দিয়ে সহযোগিতা করে জ্ঞানকে প্রচার ও প্রসার করা।
-
হ্যা আমরা সবাই সবার পোস্ট গুলোতে লাইক দিয়ে বেশি বোনাস পওয়ার সুযোগ করে দিতে পারি।কেননা আমরা যারা বাংলা ফরেক্স ফোরামে পোস্ট করি তাদের কারে ডিপজিট করার ক্ষমতা নেই বললেই চলে। যদি বেশি পরিমান বোনাস পেতে পারলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হবে তাই আমদের সবার উচিত সবার পোস্টে লাইক দেয়া।
-
আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য সমৃদ্ধ পোস্ট করার যাতে অন্যরা আমার পোস্ট থেকে কিছু শিখতে পারে। তবে ভাল পোষ্টের জন্য অবশ্যই সবার কাছ থেকে লাইক আশা করি। ভালো পোস্ট এর মূল্যায়ন হিসেবে লাইক আমাদের অনুপ্রেরনা জোগায় এবং লাইক বেশি হলে ভালো বোনাস অর্জন করতে সুবিধা হয়। এতে আমাদের ভালো আয় করতে সুবিধা হয়। সেই দিকটা বিবেচনা করে সবার কাছে আমি আমার ভাল পোষ্টের জন্য অবশ্যই লাইক আশা করি। আমরা অনেকেই আছি পোস্ট ভালো হলেও আমরা তো এড়িয়ে যাই কখনো লাইক দিই না। দয়া করে কেউ এমনটা করবেন না সকলের কাছে আমার অনুরোধ।
-
ফরেক্স ফোরামে দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। শুধু লাইক দিলেই চলবে না। ফরেক্স এর পোস্ট গুলো মান সম্মত হতে হবে। ফরেক্স সম্পর্কে এনালাইসিস এর মাধ্যমে জ্ঞান অর্জন করে তারপর ফোরামে পোষ্ট করতে হবে যাতে করে অন্যকেও জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে। কেননা ফরেক্স হচ্ছে একটি বড় ব্যবসা। তাই এই ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। সুতরাং ব্যবসা করার জন্য কতগুলো নিয়ম জানতে হয় সেগুলো সম্পর্কে জানা যায় সেজন্য মানসম্মত পোস্ট করা ভালো।