-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিটি কারেন্সি পেয়ারের দুটি মান থাকে। যেমন EUR/USD> 2800/2803। এই মান দুটির প্রথম থেকে বলা হয় বিড (Bid Price) প্রাইস। এখানে বিড প্রাইস হচ্ছে সেই প্রাইস যায বেস কারেন্সি এর সেল প্রাইস। অর্থাৎ আপনি যখন বেস কারেন্সি সেল করবেন তখন আপনার সেল প্রাইস হবে বিড প্রাইস। এই বিড প্রাইসই মূলত কারেন্সি পেয়ারের কারেন্ট প্রাইস।
-
সেল করার জন্য সবচেয়ে ভালো প্রাইসই হলো বিড প্রাইস। ব্রোকার যখন কিউটো কারেন্সীর পরিবর্তে বেস কারেন্সী ক্রয় করে তখন সেটাকে বিড প্রাইস বলা হয়। যদিও বিড প্রাইস সম্পর্কে আমার নিজের তেমন একটা ধারনা ছিলনা। খুব কম জানতাম এটা সম্পর্কে । শুধু শুনেই গিয়েছি। আপনার পোস্টে এসে এ ব্যপারে একটু আধটু ধারনা পেলাম।
এটা হল সেল্ল করার জন্য সবছেয়ে ভাল অর্থাৎ , এটা হল সাই দাম যেখানে প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়। তারমানে দারায় কিন্তু সেল দিতে হবে ।
-
যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায় সেটি হল বিড প্রাইস। সেল এর জন্য বিড প্রাইস সবচেয়ে ভালো প্রাইস।
-
সেল করার জন্য সবথেকে বেটার অপশন হলো বিড প্রাইস। যখন ব্রোকার কোয়েটো কারেন্সি চেঞ্জ করে বেস কারেন্সি কিনতে অফার করে।অর্থাৎ আমরা যখন কোয়েটো কারেন্সি চেঞ্জ করে বেস কারেন্সি ক্রয় করি সেটাকে মূলত বিড কারেন্সি প্রাইস বলে। বলা হয়ে থাকে বিড কারেন্সি তে সেল করার জন্য পারফেক্ট টাইম।
-
সেল করার জন্য সবচেয়ে ভালো প্রাইসই হলো বিড প্রাইস। ব্রোকার যখন কিউটো কারেন্সীর পরিবর্তে বেস কারেন্সী ক্রয় করে তখন সেটাকে বিড প্রাইস বলা হয়। যদিও বিড প্রাইস সম্পর্কে আমার নিজের তেমন একটা ধারনা ছিলনা। খুব কম জানতাম এটা সম্পর্কে । শুধু শুনেই গিয়েছি। আপনার পোস্টে এসে এ ব্যপারে একটু আধটু ধারনা পেলাম।
-
ফরেক্স মার্কেটে সেল করার জন্য সবচেয়ে ভালো প্রাইসই হলো বিড প্রাইস। ব্রোকার যখন কিউটো কারেন্সীর পরিবর্তে বেস কারেন্সী ক্রয় করে তখন সেটাকে বিড প্রাইস বলা হয়। যদিও বিড প্রাইস সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই,,,তার পর ও আমি আপনাদের পোস্টের মাধ্যমে এই সম্পর্কে অল্প কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি,,,, ধন্যবাদ ।
-
আসলে সত্যি কথা বলতে সম্পর্কে আমার ধারণা ছিল না। কিন্তু এখানে এসে এ সম্পর্কে পড়ে কিছু ধারনা পেলাম। যা আমার ট্রেনিং করতে অনেক সময় ভুল আমার মনে হয়। আশাকরি ভবিষ্যতে এরকম আরো তথ্য তারা সহযোগিতা পেয়ে থাকবো।
-
ব্রোকার যখন কোট কারেন্সিকে পরিবর্তে বেস কারেন্সির ক্রয় করে তখন তাকে আমরা বিড প্রাইস বলতে পারি।মূলত বিড প্রাইস হচ্ছে ব্রোকারের যে প্রাইসে কোট কারেন্সির ক্রয় করে ঐ প্রাইসকে বিড প্রাইস বলে।ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্ররডিং করতে হলে আমাদেরকে অবশ্যই বিড প্রাইস সম্পর্কে ভালোভাবে জানতে হবে।আমাদের ট্রেড করার আগে দেকতে হবে কত টাকা নেগেটিবে আসবে।
-
ফরেক্স মার্কেটে প্রতিটা কারেন্সি পেয়ার এর পাশে দুটি প্রাইস থাকে । একটি হচ্ছে আস্ক প্রাইস এবং আরেকটি হচ্ছে বিড প্রাইস । আমরা যদি কোন কিছু বাই করি তাহলে বিড প্রাইসে আমাদের ট্রেড টি ওপেন হবে আর আমরা যদি কোন পেয়ার সেল করি তাহলে আমদের ট্রেড টি আস্ক প্রাইসে ওপেন হবে । অর্থাত আমরা বাই করলে মার্কেট প্রাইস থেকে কিছুটা উপরে এবং আমরা সেল করলে মার্কেট প্রাইস থেকে কিছুটা নিচে ট্রেড ওপেন হবে ।
-
একটি বিড মূল্য হ'ল সর্বোচ্চ দাম যে কোনও ক্রেতা কোনও পণ্যের জন্য অর্থ প্রদান করতে ইচ্ছুক। এটিকে সাধারণত "বিড" হিসাবে উল্লেখ করা হয়। বিড এবং জিজ্ঞাসায়, বিডের দাম জিজ্ঞাসা মূল্য বা "অফার" এর বিপরীতে দাঁড়িয়েছে এবং উভয়ের মধ্যে পার্থক্যকে বিড - জিজ্ঞাসা স্প্রেড বলা হয়।