-
ফরেক্স মার্কেটে যে মুদ্রা গুলো usd ডলারের যুক্ত হয়ে যে পিয়ার তৈরি করে তাদেরকে সেন্টারেল কারেন্সি বলে।যেমন usd/cad।ফরেক্স মার্কেটে সেন্টারেল কারেন্সি ব্যাতিত বাকি সবগুলো মুদ্রা জোরাকে ক্রস কারেন্সি বলে।যেমন eur/jpy,eur/gbp ইত্যাদি।তবে ফরেক্স মার্কেটে নতুন তাদের জন্য সেন্টারেল কারেন্ন্সিতে ট্রেড করাই উত্তম।
-
ফরেক্স মার্কেট্রের মেজর যে আটটি কারেন্সী রয়েছে,তার সবকটির মধ্যেই ইউএসডি কারেন্সী বিদ্যমান এবং এই কারেন্সীটাকেই সবাই গুরুত্ব দিয়ে থাকে । অন্য যেকোন একটি কারেন্সীর সাথে ইউএসডি জুড়ে থআকে । যেসকল কারেন্সী পেয়ারের একটির মধ্যে ও ইউএসডি নেই সেগুলোকেই বলা হয় ক্রস কারেন্সী ।
-
ইউ এস ডি এর সহিত সকল যুক্ত পেয়ার গুলোকে বলে সেন্ট্রল পেয়ার । যেমন, ইউরো/ইউ এস ডি, ইউ এস ডি/জে বি পি, ইউ এস ডি/জে পি আই ইত্যাদি । কিন্তু যে সমস্ত পেয়ারে ইউ এস ডি যুক্ত নয় সে সকল পেয়ারকে বলে ক্রস কারেন্সি । ক্রস কারেন্সি পেয়ার সমূহ হচ্ছে, ইউরো/জেপিআই, ইউরো/জেপিবি ইত্যাদি ।
-
ফরেক্স মার্কেটে আমরা বিবিন্ন দেশের মুদ্রা ট্রেড করে থাকি যেমন ডলার, ইউরো, ইয়েন, কানাডিয়ান ডলার। ক্রস কারেন্সি হল যে সকল কারেন্সি তে ডলার থাকেনা তাকে ক্রস কারেন্সি বলে। যেমন eur/jpy। ক্রস কারেন্সি পেয়ারে অনেক সময় আমরা ভাল প্রপিট করে থাকি। আপনাদের মতামত জানান।
-
আমি যতটুকু জানি ফরেক্সে ক্রস এবং মেজর কারেন্সির প্রকার রয়েছে।ইউএসডি ব্যতীত যে কোনো পেয়ার দেখা গেলে তাকেই ক্রস পেয়ার বলা যায়।অর্থাৎ যে পেয়ারের সাথথে ইউএসডি নেই সেটাই ক্রস পেয়ার।যেমন Euro/Jpy,Cny/Jpy,Cad/Cny,Euro/Chf ইত্যাদি পেয়ারগুলোকেই ক্রস কারন্সি পেয়ার বলা হয়ে থাকে।
-
ফরেক্স এ ২ ধরনে কারেন্সি পেয়ার আছে। একটা হল মেজর কারেন্সি আর একটা হল ক্রস কারেন্সি। মেজর পেয়ার হল সংক্ষেপে ইউএসডির বিপরীতে সব কারেন্সি। আর ক্রস কারেন্সি হল ইউএসডি ছাড়া অন্য সব কারেন্সি পেয়ার। ক্রস পেয়ার এ ট্রেডার সংখ্যা অনেক কম। কারন এই সব পেয়ারে মুভ অনেক বেশী হয়। স্পেড ও অনেক বেশী থাকে। অনেককে আবার এই সব পেয়ার এর বৈশিষ্ট জানেন না। তাই ক্রস পেয়ার এ ট্রেড করলে একটু বুজে শুনে ট্রেড করা উচিত।
-
যুক্তরাষ্ট্রে সম্পর্কিত সব কারেঞ্চি হচ্ছে মেজর কারেঞ্চি আর যুক্তরাষ্ট্র ব্যতীত সকল কারেঞ্চি হচ্ছে ক্রস কারেঞ্চি।আমরা ফরেক্স মার্কেট এ এই দুই ধরণের কারেঞ্চির সমন্বয়ে ট্রেড করি।ফরেক্স মার্কেট এ আমরা কারেঞ্চি ব্যতিত আরও কিছু জিনিস নিয়ে ট্রেড করি।যেমন-মেটালস,প্লাটিনাম ইত্যাদি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করি।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক একটি মার্কেট ।এখানে আমারা ভিবিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেড করি।
-
ক্রস কারেন্সি পেয়ার বলতে বুঝায় ইউএসডি পেয়ার এর সাথে সম্পর্কিত নয় এমন সব পেয়ার এ ট্রেড করা । যেমন ইউরো এইউডি পেয়ার । যেসব পেয়ার এর সাথে ইউএসডি আছে সেগুলোকে মেজর কারেন্সি পেয়ার বলে । ফরেক্স ট্রেডিং এর জন্য এটি জানা খুব বেশি দরকার । ক্রস কারেন্সিতে মার্কেট ভলাটিলিটি কম থাকে ।
-
ফরেক্সে দুধরনে কারেন্সির পেয়ার রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ক্রস কারেন্সির পেয়ার।যে পেয়ারের বেস কারেন্সি অথবা কোট কারেন্সি কোনটাই Usd না তাকে ক্রস কারেন্সির পেয়ার বলে। উধারনস্বরূপ বলা যায় - Euro/Gbp, Euro/ Jpy,Euro/Chf ইত্যাদি বিভিন্ন পেয়ারই হচ্ছে ক্রস কারেন্সির পেয়ার।সচরাচর ক্রস কারেন্সির ট্রেড না করে মেজরজর কারেন্সির ট্রেড করা ভালো।
-
ক্রস কারেন্সি পেয়ার বলতে বুঝায় ইউএসডি পেয়ার এর সাথে সম্পর্কিত নয় এমন সব পেয়ারকে বুঝায় । যেমন Euro/Gbp, Euro/ Jpy,Euro/Chf ইত্যাদি । ক্রস কারেন্সি পেয়ারে স্প্রেড অনেক বেশি থাকে বিধায় অনেকেই এই ধরনের পেয়ারে ট্রেড করেন না ।