-
মইনুদ্দিন আহ্মেদ
আমি ফরেক্স ত্রাদ এ নতুন । ডেমো তে ত্রাদ করে শিখছি। ডেমো তে ত্রাদ করতে গিয়ে লস হইসে কিন্তু হিসাব জির হয় নাই। বেস কয়েকবার লস হলে নাকি হিসাব জিরও হয়। ডেমো ত্রাদ করতে গিয়ে অনেক কিছু শিখছি তাই আশা করছি রিএল ত্রাদ এর সময় সেগুলো ফল করব আর সব এনালাইসিস করার চেষ্টা করব। তাহলে হিসাব জিরও হওইয়ার সম্ভাবনা থাকবে না।
-
আমি দুই বার রিয়েল একাউন্ট জিরো করেছি। কারন আমি বেশি আশা বাদি হয়ে ট্রেড করি। অনেক সময় আমার মার্কেট বিশ্লেষণ সঠিক হয় না তই আমি লস করি এবং সেখান থেকে কিছু শিখি।
আমি মনে করি লস না করি ভাল ট্রেডার হওয়া যায় না। তাই বলে আমি ইচ্ছা করে লস করি না।
-
আমি যখন ডেমো ট্রেডিং শুরু করি ওখানে আমি অনেক লাভ করেছি এবং ব্যালেন্স জিরো করেছি । ডেমো অ্যাকাউন্ট থেকে যখন রিয়েল অ্যাকাউন্ট এ আসি তখনও আমার রিয়েল অ্যাকাউন্ট জিরো হয়েছে । তারপর ভাবলাম আমার যে ভুল গুলো আছে তা ঠিক করে আবার রিয়েল ট্রেড করতে হবে । এই জন্য আমি আবার ডেমো অ্যাকাউন্ট এ অনুশীলন শুরু করে দিলাম । তারপর আমি ফরেক্স ভালো ভাবে শিখে আবার রিয়েল ট্রেড শুরু করলাম । এখন আমার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম ।
-
প্রায় আট থেকে নয় বার আমি আমার একাউন্ট জিরো করেছি। তবে ডিপুজিট বেশী ছিল না 100-300 ইউ এস ডি
-
মানুষ মাত্রই ভুল তো আর ফরেক্স শেখার জন্য আপনাকে মুলত ডেমো একাউন্ট এ প্রাক্টিস করা উচিৎ । আমি আমার ফরেক্স শেখার বয়স প্রায় ১ বছর আর ই এক বছরে আমি আমার বেশ কিছু একাউন্ট হারিয়েছি তা মোটামুটি প্রায় ৬ টি।
-
ফরেক্স মার্কেট আমার একাউন্ট অনেক বার জিরো হয়েছ । লস প্রতিটা ব্যবসায় হয়ে থাকে ।ফরেক্সকে বেশির ভাগ ট্রেডার টাকা কামানোর মেশিন হিসাবে মনে করেন।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
ফরেক্স যেহেতু একটি অনলাইন ভিত্তিক একটি ঝুকিপূর্ন একটি কঠিন ব্যবসা তো এখানে সঠিক জ্ঞান এবং অনেক অভিজ্ঞাতা ছাড়া আয় করা সম্ভব নয় । আমার মতে এমন কোন ট্রেডার নেই যে তারা নতুন অবস্থায় তাদের একাউন্ট একবারও হলেও জিরো করে নি ।আমি ও নতুন থাকা অবস্থায় আমার একাউন্ট প্রায় ৫ বার জিরো করে ফেলেছিলাম।
-
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার আর আমি এখনো ওই ভাবে ট্রেড শুরু করি নি তাই আমার একাউন্ট এখন পর্যন্ত যিরো হয়নি। তবে আপান একাউন্ট যদি বার বার যিরো হয় তাহলে আপনি ভাল ভাবে চিন্তা ভাবনা করে দেখেন যে কিভাবে আপনার একাউন্ট যিরো হল। আর বেশির ভাগ ট্রেডার রাই ভুল ট্রেড করে একাউন্ট যিরো করে ফেলে তাই তাদের উচিত নিজের ভুলকে সুদ্রে নিয়ে ভাল ট্রেড করার চেষ্টা করা।
-
যে কোন ব্যবসাই লাভ লোকসান আছে। ঠিক তেমনি ফরেক্সের বেলায় আমন। তাছাড়া নিজেরও কিছু ভুলের কারনে মানুষ লস করে। তার কারন হল লোভ, লভে পরে মানুষ অনেক কিছু করে। কিন্তু ফরেক্সের বেলায় আলাদা। এখানে যে বেশি লোভ করবে সেই লস করবে।
-
আমি মূলত দুই বার একাউন্ট জিরো করেছি। এরো আবার যথেষ্ট কারণ রয়েছে। আমার এনালাইসিস মোটামুটি ঠিক ছিল। কিন্তু আমি তখন বেশি ভলিউম দিয়ে ট্রেড ওপেন করতাম এবং নিউজ ফলো করতাম না। তাই দুই দিন দুইবার আমার নিজের একাউন্ট জিরো করেছি। ধন্যবাদ