-
যাদের যেকোন ব্যাপারে দুশ্চিন্তা হয় বেশি তাদের ফরেক্স টিকে থাকা কঠিন হয়ে যাবে । ট্রেড করার সাথে সাথেই অনেক সময় দেখা যায় মার্কেট বিপরীত দিকে যাচ্ছে । তখন আপনি শান্ত থাকার চেষ্টা করুন । আসলে একজন ভাল ট্রেডার এর একটি বৈশিষ্ট্য হল যেকোন পরিস্থিতিতেই স্বাবাবিক থাকে । সহজে দুশ্চিন্তা করে না । লাভ হোক আর লস হোক স্বাভাবিক ভাবে মেনে নেয় ।
-
ভাই প্রথম প্রথম এরকম একটু হয় । আপনি কেন আমার মানে হয় অধিকাংশ ট্রেডাররাই যখন ফরেক্স মার্কেটে প্রথম আসে এবং ট্রেড করে তারাও আপনার মত দুঃচিন্তায় ভূগত । অনেকে আবার রাতে ঘুমের মধ্য ফরেক্স মার্কেটে ট্রেড্র করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে জেগে উটত । তাই আপনাকে বলব দুঃচিন্তার কোন কারন নাই আপনি চালিয়ে যান দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ।
-
আসলে আমি যেদিন প্রথম একাউন্ট ট্রেড করি সেদিন অনেক বেশি উত্তেজনা ছিল আমার । আসলে ফরেক্স এর মত এমন একটা মার্কেটে আসতে পেরে আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি । কিন্ত একটা বিষয় হল ফরেক্স নিয়ে কোন ধরনের দুঃশ্চিন্তা না করাই আমাদের উচিত । কারণ এই দুঃশ্চিন্তা আমাদের ট্রেডের উপর নেতিবাচক প্রভাব ফেলে যা একটা ট্রেডকে লসের দিকে নিয়ে যেতে পারে । আমাদের মত নতুনদের উচিত আস্তে আস্তে অগ্রসর হতে হবে ।
-
আমি দুই মাস থেকে রিয়াল ট্রেড করছি। কিন্তু আমারও খুব ভয় হয়। তারপরেও মনে সাহস নিয়ে ট্রেড করি। এবং নিজের এনালাইসিস এর উপর ভরসা রাখি। কিন্তু একাউন্ট ব্যালেন্স খুব কম হওয়ায় বেশি প্রফিট করা যায় না। তবে হ্যা আপনি দুশ্চিন্তা না করে মনে সাহস রেখে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে নির্ভয়ে ট্রেড করুন এবং আপনার কাঙ্খিত সফলতা অর্জন করুন।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেড করে তাদের এই সমস্যা গুলো হয় আমার এখনো এই সমস্যা হয় আগে অারো বেশি হত এখন আগের তুলনাই ফনেক হয়।আমি মনে করি ফরেক্স মার্কেট সম্পর্কে যত দিন পরিপুর্ন শিখা হবেনা ততদিন এই সমস্যা গুলো। আমাদের ধৈর্য ধরে ফরেক্স সম্পর্কে জানতে হবে তাহলে আমাদের আর ঘুমের সমস্যা হবেনা।
-
আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে কাজ করতে চাইলে আপনাকে সব সময় দুসচিন্তা মুক্ত টাকা দরকার । ফরেক্স কে ভাল করে জানা দরকার এখানে দুসচিন্তা করার কিছু নাই সব সময় আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট থেকে কি ভাবে আয় করা যায় তা নিয়া জানতে হবে । এখানে আপনাকে দুসচিন্তা করলে চলবে না ।
-
আমার মানে হয় অধিকাংশ ট্রেডাররাই যখন ফরেক্স মার্কেটে প্রথম আসে এবং ট্রেড শুরু করে তারা দুঃচিন্তায় ভোগে । অনেকে আবার রাতে ঘুমের মধ্য ফরেক্স মার্কেটে ট্রেড্র করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। তাই আপনাকে বলব দুঃচিন্তার কোন কারন নাই আপনি ট্রেড চালিয়ে যান। দেখবেন আস্তে আস্তে আপনার সব দুশ্চিন্তা ঠিক হয়ে যাবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের লাভ বা লস হয়ে থাকে তাই আমাদের দুসর্চিন্তা করা যাবেনা,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে যাতে আমাদের চিন্তা না আসে,সে সময় আমাদে ভাল ঘুম হবে।প্রফিট ভাল করা যাবে।
-
দুঃশ্চিন্তা মানুষকে শুধু ঘুমাতে দেয় না । অার বাকি সব কাজ করতে পারে তা কিন্ত নয় । দুঃশ্চিন্তা করে অাজো কেউ উপকৃত হতে পারি নি । তাই আমাদের মনে রাখতে হবে যে চিন্তা করা ভালো দিক কিন্ত দুঃশ্চিন্তা করা খারাপ দিক । ফরেক্স মার্কেট নিয়ে দুঃশ্চিন্তা করার কিছুই নেই । কারণ এখানে আপনার দক্ষতাই আপনাকে জয়ের বন্দরে পৌঁছে দিবে । তাই সবসময় থাকুন দুঃশ্চিন্তামুক্ত এটা অন্যথায় এটা ট্রেডে খারাপ প্রভাব ফেলবে ।
-
আমি বলবো ফরেক্স এ ট্রেড করতে গেলে আপনি লাইভ ট্রেড করছেন নাকি বোনাস নিয়ে কাজ করছেন সেটা বিষয় না মেইন বিষয় হল আপনি যখন কোন কিছু করতে যাবেন তার জন্য অবশ্যই আপনাকে অই বিষয়ের ওপর ভাল্ভাবে নজর রাখতে হবে। অবশ্য আপনি রিয়াল মানি দিয়ে ট্রেড করছেন তাই বলে চিন্তিত হওয়ার কোন কারন নাই। আপনি অল্প লট এ ট্রেড ওপেন করেন এবং মার্কেট এনালাইসিস করে মার্কেটে কাজ করেন তাহলে দেখবেন আপনি কাজে সফলতা পেয়েছেন।