-
আমার জানা মতে সয়াপ হল আপনার বর্তমান চালু ট্রেড যত দিন যাবে তত অতিরিক্ত চার্জ যুক্ত হতে থাকবে। যদি আপনার ট্রেড বেশি দিন চালু থাকে এতে আপনাকে অতিরিক্ত চার্জ লাগবে এবং এটি ধীরে ধীরে অনেক বাড়বে। সবশেষে দেখা যাবে আগে ট্রেড ক্লোজ করলে যা লাভ আসতো পরে ক্লোজ করলে তা অনেক কম পাব যদি ট্রেডটি লাভে থাকে তাহলে।
-
আমারও তেমন খুব বেশি জ্ঞান নেই । কারণ প্রথমত আমি একজন নতুন ট্রেডার এবং দ্বিতীয়ত আমি একজন সুদমুক্ত একাউন্টের অধিকারী । সোয়াপ অর্থ সুদ । আর সুদের লেনদেন করা হয় না বলেই সুদ সম্পর্কে খুব বেশি পরিমানে জানা হয় না । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তাদেরকে অবশ্যই সব বিষয় সম্পর্কে কিছু জ্ঞান হলেও রাখা উচিত ।
-
সোয়াপ হলো সুদ কোন এ্যাকাউন্টে যত টাকা থাকে তার উপরে যে ইন্টারেস্ট দেয়াহয় সেটাই সোয়াপ । তবে এটা না নেওয়াই উচিত নয় । কেননা সব ধরমেই সুদের উপর নিষেধাজ্ঞা আছে ।
-
সোয়াপ সম্পর্কে আমরা অনেকেই জানি যেটা সেটা হচ্ছে সুদ। অর্থাত সোয়াপ মানে হচ্ছে সুদ।সচরাচর পুন্জিভূত অর্থের ওপর আদিমকাল থেকে সুদ দেওয়া নেওয়ার প্রচলন রয়েছে। ফরেক্স মার্কেটে সোয়াপ রয়েছে যারা সোয়াপ নিতে অথবা দিতে চায়। বিশেষ করে যারা ইসলামিক অ্যাকাউন্টে ওপেন করতে চায় তারা সোয়াপফ্রি ট্রেডিং অ্যাকাউন্টে ওপেন করতে চায়।
-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
আমি যতদূর জানি সোয়াপ হচ্ছে সুদ। সোয়াপ ফ্রি একাউন্ট মানে সুদমুক্ত একাউন্ট। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা সুদ দিতে পারি না। তাই ফরেক্স ট্রেডিং একাউন্ট খোলার সময় আপনি সোয়াপ ফ্রি একাউন্ট করবেন। ব্রোকার হাউসগুলো মুসলমান ট্রেডারদের এজন্য এই সুবিধা করে রেখেছে। সোয়াপের সাথে লিভারেজের কোন সম্পর্ক নেই। ধন্যবাদ।
-
আমরা জানি সোয়াপ হচ্ছে সুদ।যারা ইসলামিক মতাদর্শে ট্রেডিং করতে চাই তারা সোয়াপ অপশনে টিক মারে।তাহলে তাদের অ্যাকাউন্ট সোয়াপ ফ্রি বা সুদমুক্ত ট্রেডিং অ্যাকাউন্ট। ইসলামে সুদ হারাম।এজন্য যেসব মুসলিম ট্রেডার রয়েছে তারা এটা ব্যবহার করেথাকে।তবে অন্য যে কেউও সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করতে পারে।
-
সোয়াপ হচ্ছে ফরেক্স এ সুদ। ইসলাম ধর্মে সুদ হারাম করা হয়েছে। সুদ ইসলাম ধর্মে নেওয়া নিষেধ ঘোষনা করা হয়েছে। সোয়াপ থাকলে একাউন্ট এ লস হতে পারে আবার লাভ ও হতে পারে। অনেক সময় লাভের ট্রেড এ সোয়ায়প দিতে হয়। আবার লসের ট্রেড এ সোয়াপ পাওয়া যায়।