-
জি আসলে বাংলাদেশ হিসেবে আমাদের এখনো টাকা উত্তোলন করাটা অত একটা সহজ নয়, কারণ আমাদের দেশে এখনো ইলেকট্রিক মানি মান্গেমেন্ট এর দিকে আমরা অনেক পিছিয়ে রয়েছি, এমনকি পেপাল পর্যন্ত আমাদের দেশে আজ পর্যন্ত চালু হয়নি. যেই কারণে, আমরা এখনো নেতেল্লের বেবহার করি, কারণ ইটা বেবহ্রা এসহজ এবং খুব সহজে কেনা বেচা করা যায়.
-
ফরেক্স মার্কেট থেকে আয় করা প্রফিট আমি আমার মাষ্টার কার্ড ব্যাবহার করে তার পর উঠিয়ে থাকি তাছাড়া আমি মাঝে মধ্যে আমার ফরেক্সের প্রফিট স্কিল বা মানিবুকার্স অ্যাকাউন্টের মাধ্যমেও উঠিয়ে থাকিআর এটি অনেক দ্রুত গতি সম্পান্য একটি প্রেমেন্ট মাধ্যম বলে আমার মনে হয়।
-
ফরেক্স থকে আয় করা অর্থ আপনি কোন এজেন্টের কাছে বিক্রি করতে পারেন আবার নিজেরা গ্রুপ তৈরি করেও কেনাবেচা করতে পারেন। এছারা বিভিন্ন অনলাইন প্রেমেন্ট মেথর্ডে নিয়েও আপনি আপনার আয় করা অর্থ বিক্রি করতে পারেন। এগুলো বাদেও আপনি ব্যাংকের মাধ্যমে আপনার আয় করা অর্থ উঠাতে পারেন।
-
আমি মূলত স্ক্রিল ব্যবহার করি টাকা নেওয়ার জন্ন। আপনি নিটেলার, মাস্টারকার্ড এমন কি কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও টাকা উঠাতে পারবেন।
-
বাংলাদেশে আপনার কোন ব্যাংক
অ্যাকাউন্ট থাকলে তার মাধ্যমে আপনি
আপনার ডলার উঠাতে পারবেন।তাছাড়া ও আপনি মাস্টার কার্ড এর মাদ্দমে ওঠাতে পারবেন।
-
ফরেক্স থেকে আয় করার পর এগুলো নির্ভরযোগ্য পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে তুলতে পারেন। যেমন skrill, Netteler এই দুটো সাধারণত একটি নির্ভরযোগ্য মাধ্যম। এগুলো থেকে আমাদের লোকাল অনলাইন ব্যাংকগুলোতে আপনার একাউনটে ট্রান্সপার দিয়ে টাকা ক্যাশ করতে পারেন।
-
ফরেক্স মারকেট থেকে আয় করা মানি অনেক ভাবে উত্তলন করা জায় যেমন ফরেক্স মারকেট থেকে আয় করার পর নেটেলার দিয়ে টাকা উত্তলন করা জায় বা স্ক্রিল দিয়ে টাকা উতলন করা জায় অনেক ভাবে ফরেক্স মারকেট থেকে আয় করা টাকা উত্তলন করা যাবে কন সমসা হয় না টাকা উত্তলন করতে গেলে ।
-
ফরেক্স মার্কেট থেকে টাকা ইনকাম করা খুবই সহজ একটা ব্যপার। ফরেক্স মার্কেটে আপনার লাভের অংশ যদি উত্তোলন করতে চান তবে আপনার মানি ব্রোকারের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর আপনার মানি এক সপ্তাহ অথবা ১০ দিনের মত সময় লাগতে পারে।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার মানি উত্তোলন করার জনন্য বিভিন্নন ধরনের পেমেন্ট ম্যাথড রয়েছে।এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে পেইজা,স্ক্রিল, নেটলার, মানিবুকারস ইত্যাদি।এদের মধ্যে আবার নেটলার অনেক ভালো এবয় সহজসহজ পেমেন্ট ম্যাথড।কেননা নেটলারের মাস্টারকার্ড দিয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন এটিএমর বুথ থেকে টাকা উঠাতে পারবেন যেটা ১০০% বৈধ উপায়।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি টাকা আয় করতে পারেন তবে আপনার টাকা উত্তোলনের জন্য আপনি আগে একটি মানি ব্রোকারে একাউন্ট করার পর আপনি আপনার ফরেক্স একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এটা খুব একটা কটিন কাজ বলে আমি মনে করি না এটা সবাই পারে।