-
ফরেক্স থেকে আমরা আয় করতে পারি এটা অবশ্যই সত্যি। এবং যারা ফরেক্স মার্কেটে খুবি অভিজ্ঞ শুদু তাদের পক্ষে ই সম্ভব তারাতারি কিছু একটা করা। ফরেক্সে আঙ্গুল ফুলে কলাগাছ সেটা ঠিক না। তবে আমার মতে সর্ব পরে যারা ধৈর্য শিল তাদের পক্ষে ই এই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হয়েছে। আমরা হুট করে কিছু করতে পারব না আর পারলেও সেটা বেশি দিন থাকে না। তাই ফরেক্স দিয়ে জীবনে বড় হতে চাইলে আমাদেরকে তার সম্পর্কে যাবতীয় সব কিছু বুজতে হবে। এবং তার উপর অভিজ্ঞতা লাভ করতে হবে।
-
আপনার প্রশ্নটা শুধু অাপনার একর নয় কারণ হল আজকাল অনেক মানুষ ফরেক্সকে অঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চোখে দেখছেন ! তবে যারা ফরেক্স-এ এরুপ হওয়ার স্বপ্ন দেখে তারা অবশ্যই একটা সময় উপলব্ধি করতে পারবে প্রকৃত অর্থে ফরেক্স কি জিনিস ! কারণ , ফরেক্স হল একটা আন্তর্জাতিক মানের ব্যবসায় এখানে যারা আসে এবং টাকা আয় করে তাদের অবশ্যই অনেক প্ররিশ্রম ও সাধনা করতে হয় , এবং একসময় তারা এটার ফল ভোগ করতে পারে
-
অনেকে যদি ও বলে থাকে ফরেক্স থেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাোয়া যায়,আমি বলি না।ফরেক্স থেকে আয় করা জায় এটা অবশ্যই সত্যি।তবে ফরেক্স থেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাোয়া যায় না।
-
আমি এখানে নতুন ,আমি সুনেছি এ টা অনেকে বলে যে এটা থেকে অনেক আয় করা জাই ।কিন্তু এটাতে কাজ করে বুঝলাম ।এটা সহজ নাহ ।তবে আমি মনে করি রেয়েল ট্রেড করলে আয় করা জাই
-
সহজে অনেক মুদ্রা অায়ের পথ ফরেক্স।তার অাগে ফরেক্স সম্পকে প্রচুর পড়ালেখা এবং পরিশ্রম করে হতে হবে দক্ষ ট্রেডার ,কারন তখন সবরকম কৌশল রপ্ত থাকবে
-
ফরেক্স মার্কেটে ভাল দক্ষতা থাকলে ট্রেড করে আয় করা যায় জানি কিন্তুু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় সে বিষয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই তবে কারো কারো ক্ষেত্রে এটা হয় যেমন আন্দাজে বেশিলটে ট্রেড অপেন করল মার্কেট তার অনুকুলে গেল এক্ষত্রে তার খুব ভালো প্রফিট হলো তবে দক্ষতা সম্পন্ন ট্রেডারদের ক্ষেত্রে এমনটি খুব কম ঘটে তারা মার্কেট সম্বন্ধে ধারনা পেয়ে থাকেন
-
এই কথাটা কোথা থেকে আপনি পেলেন আমি জানি না। এই মার্কেট থেকে প্রফিট ঘরে তুলতে হলে অন্য আরও দশটা কাজের মত পরিশ্রম করে শিখতে হবে অতপর লাভের মুখ দেখতে হবে। যদি খুব সহজে মনে করেন বড় লোক হতে পারবেন তাহলে ভূল করবেন। এখান থেকে যতটা সহজে টাকা কামানো যায় তার চেয়ে ও সহজে টাকা হারানো যায়।
-
পৃথিবীতে কোন কাজই সহজ না পরিশ্রমই মানুষের ভাগ্যের পরিবর্তর করে দেয় ..পৃথীবিতে সবচেয়ে কঠিন কাজ হল টাকা আয় করা ফরেক্স ট্রেড করে টাকা আয় করতে েহলে ফরেক্স ...ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে ভালভাবে তাহলে টাকা আয় করা সম্ভয় ....
-
য়ামি মনে করি এই ব্যবসায়ে কোন কিছু করা অত সহজ না আর যারা মনে করেন ফরেক্স থেকে টাকা আয় করা খুব সহজ আমি তাদের বলব এটা সম্পূর্ণ ভুল কথা ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে ফরেক্স নিয়ে খুব খাটতে হবে আপনাকে ফরেক্সের সকল মার্কেট সম্পর্কে ভালো অবিজ্ঞ হতে হবে এবং একজন ভালো ট্রেডার হতে হবে এছাড়া ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন না
-
হ্যাঁ এটা সত্যি কথা যে ফরেক্স ট্রেড করে খুব সহজে টাকা আয় করা যায়। তবে এক্ষেত্রে আগে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে। এনালাইসিস করা শিকতে হবে ।ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। এবং নিয়মিত ট্রেড করতে হবে। অনেক সময় ধরে কাজ করতে হবে,। তাহলে আপনি খুব সহজে ফরেক্স থেকে টাকা আয় করতে পারবেন।