ফরেক্স মার্কেটে লোভ খুভ খারাপ জিনিস আর সেটা হোল আমরা লস্কে অউসে রাখু সেই লভে পড়ে আমরা লসে পুসে রাখি মনে করি মার্কেট আবার আমার ট্রেডের পক্ষে যাবে আমার প্রফিট হবে সেই আসায় আমরা লস্কে পুসে রাখি তবে আমার মনে হয় লস পুসে রাখা উচিৎ নয়।
Printable View
ফরেক্স মার্কেটে লোভ খুভ খারাপ জিনিস আর সেটা হোল আমরা লস্কে অউসে রাখু সেই লভে পড়ে আমরা লসে পুসে রাখি মনে করি মার্কেট আবার আমার ট্রেডের পক্ষে যাবে আমার প্রফিট হবে সেই আসায় আমরা লস্কে পুসে রাখি তবে আমার মনে হয় লস পুসে রাখা উচিৎ নয়।
কথাটা সত্যি। কিন্তু এটা নির্ভর করে ট্রেডিং স্টাইল এর ওপর । আপনি যদি লং ট্রেড করে থাকেন তাহলে স্টপ লস আপনার ক্ষতির ও কারণ হতে পারে । তবে স্ক্যাল্পার দের জন্য এটা খুবই গুরুত্বপুর্ণ। তা না হলে একাউন্ট শুন্য হয়ে যেতে পারে । তাই ট্রেড করার সময় এই বিষয় গুলো মাথায় রেখে ট্রেড করবেন।
ভাই সেইরকম একটা কথা বলেছেন। আমার সাথে একশতে একশ ভাগ মিলেগেছে। একটা ট্রেড স্টপ লস হিট করলে আমার বেশ খারাপ লাগে। অবশ্য অনেক বার একাউন্ট হারানোর পর আর স্টপলস ছাড়া ট্রেড করি না। একটু বড় স্টপ লস ব্যবহার করি যা সহজে ট্রিগার হবে না। যার ফলশ্রুতিতে আবার লসের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে।
প্রিয় ট্রেডার বন্ধুগণ আমরা যদি আমাদের লোভকে নিয়ন্ত্রন করতে না পারি তবে দীর্ঘ সময়ের জন্য ফরেক্স মার্কেট এ টিকে থাকা আমাদের জন্য খুব কষ্টকর হবে তাই দৃঢ় প্রত্যয়ী হোন যেন লোভ আপনাকে ধরতে না পারে কারণ লোভ জিনিসটা খুব খারাপ এখানে অনেক ট্রেডার আছেন যারা লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন তাই ভুল করেও লোভ করবেন না এবং ধৈর্যসহকারে ট্রেড করুন আর লসের বিষয়টা বলতে গেলে তা হল আপনি লস করার মাধ্যমে এই ব্যবসায় আরো পোক্ত হবেন তাই লস করে হলেও অভিজ্ঞতা অর্জন করুন
হ্যা আমাদের অনেক ট্রেডার রয়েছে যারা ওভার কনফিডেন্সের কারনে ট্রেড করার সময় ঐ ট্রেড থেকে যেন ভাল প্রফিট আসে তার জন্য নিজের ইচ্ছে মত করে টেক প্রফিট লাগিয়ে রাখে মনে করে মার্কেট তো ঐ লেভেলে যাবেই যার ফলে স্টপ লস বসানোর প্রয়োজন অনুভাব করেনা বা গ্রাহ্য করেনা আর তখনই দেখা যায় সে মার্কেটের বিপর্যয়ের কারনে মার্কেটে দেউলিয়া হয়ে যায়।
অল্প লস হলে আমরা মনে করি লাভ হবে কিন্তু দেখা যায় আর বেশি লস হয়ে যায় । এনাল্যসিস ভুল থাকলে বড় আকারে লস হয় । অনেক সময় আমরা লস থেকে শিক্ষা গ্রহন করি না । কেন লস হল তা আর দেখতে যায়না । পরবর্তীতে একই ভুলের কারনে আবার লস হয় । এটা নির্ভর করে ট্রেডিং স্টাইল এর ওপর । আপনি যদি লং ট্রেড করে থাকেন তাহলে স্টপ লস আপনার ক্ষতির ও কারণ হতে পারে । তবে স্ক্যাল্পার দের জন্য এটা খুবই গুরুত্বপুর্ণ।
ফরেক্স ট্রেডে যদি আপনি সবসময় লাভ করতে চান তো তার জন্য আপনাকে অবশ্যই অনেক পরিমানে শিখতে হবে তো তার জন্য আপনার কোন কোন সময় আমাদের লস পুসি কারন হলো আমরা কখোনেই লস করতে চা্ই না তো তার জন্য আমারা কখোনই যদি আমাদের ট্রেড লস এ গেলে আমরা কখোনই তা লস করতে চাই না তো তার জন্য আমরা সব সময় লাভের আশায় তা রেখে দি শুধু মাত্র আমাদের লোভের কারনেই এটা হয়ে থাকে বলেঅ আমার মনে হয়ে
আসলে লস হয় এর একমাত্র কারন যোগ্যতা এর অভাব। ফরেক্স থেকে প্রফিট করতে পারবে ফরেক্স এর যোগ্য লোকেরা। আর লস হয় সঠিক শিক্ষা অভাবে। ফরেক্স ব্যাবসায় করতে গেলে লস হবেই তবে যদি লাভের চেয়ে লসের পরিমান বেশি থাকে তাহলে রিয়েল ট্রেড বন্ধ করেন। আগে ভালো ভাবে কয়েক টি স্ট্রাটিজি শিখুন এবং ডেমোতে প্রাকটিস করুন।
লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই যে সকল ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারাই সফল ট্রেড করতে পারে । আমরা যখন একটি ট্রেড ওপেন করি ঐ ট্রেড টি যদি লস এ থাকে তাহলে ভাবি লস কমে আসলে ট্রেডটি বন্ধ করে দিবো । কিন্তু এই আশাই থাকতে থাকতে লস এর পরিমান তা বেরে যাই তাই আমাদের ব্যালেন্স ০ হওয়ার সম্ভবনা বেশি থাকে। সব কিছুই মাথায় রেখেই ট্রেড করা উচিৎ।
ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারন আমরা মনে করি যেকোনো ধরনের ব্যবসাতেই লাভ লস থাকবেই। আর আমরা সব ট্রেডাররা মনে করি লস হলে লাভ হবেই। লস না হলে লাব ও হবে না।