-
হ্যা ভাই আমি আপনার কাথার সাথে একমত।আমি মনে করি যেকোন ব্যবসা হতে লাভ পেতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোন ব্যবসা থেকেই লাভ করা সম্ভব নয়। যে কোন ব্যবসা থেকে লাভ করতে হলে অবশ্যই সে ব্যবসা সম্পর্কে জানতে হবে। না জেনে না বুঝে ব্যবসা শুরু করলে লসের সম্ভাবনা থাকে।তাই আমাদের উপরোকত নিয়ম গুলো মেনে আগানো উচিত।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যা মনে হয় খুবই সহজ আবার অসম্বভ কঠিন।তাই আমার মতে ফরেক্স কঠোর পরিশ্রম করতে হবে।আপনি যদি মনে করেন কাজ না করে ইনকাম করবেন তাহলে আপনার জন্য ফরেক্স নয়।ফরেক্স মার্কেটে থেকে আপনি যদি চূড়ান্ত পর্যয়ের কোন ফল পেতে চান আপনার দরকার পরিশ্রম , আর লোভ ছাড়া ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়া। তাই আমি বলব ফরেক্সে কষ্ট করে ডলার উপার্জন করা হয়।আর কষ্ঠের মাধ্যমে যা লাভ করা যায় তা আপনার কাছে অনেক মূল্য বান।আমরা যখন কোন একসময় এই মার্কেটে নিজেকে অভিজ্ঞ একজন ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারবো তখন সাফ্যল আমাদের এমনিতেই আসবে। তাই আগে আমাদেরকে দক্ষ এবং অভিজ্ঞ এক জন ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ
-
ফরেক্স সম্পর্কে জানতে হবে আগে তারপর কাজ করতে হবে । আপনি যদি কাজ যেনে বসে থাকেন তাহলে ফরেক্স আপনার জন্য না । আপনি এই খানে অল্প প্ররিস্রম করে বেশি খেতে চান এটা অসমভব। অভিজ্ঞতা ছাড়া কাজ করবেন তাহলে ফরেক্স আপনার জন্য না । কারন অভিজ্ঞতা ছাড়া কেও কাজে সফলতা অর্জন করতে পারে না। আপনাকে প্রথমে ফান্দামেন্টাল এনালাইসিস করেত হবে । তারপর অভিজ্ঞতা হলে কাজ করতে পারবেন। আর না হলে আপনি কিন্তু লস দিতে পারেন।
-
আপনারা জানেন কি ফরেক্স করতে হলে যে বিষয়গুলো লক্ষ্য করা উচিত বা মানা উচিত তা হল ১।অধ্যাবসায় ২।ধৈর্য ৩।লোভ থেকে দূরে থাকা ৪।ভাল অ্যনালাইসিস বা স্ট্রাটেজি ফলো করা ৫।অল্পতে সন্তুষ্টি থাকা ।এছাড়া আমাদের নিজের অভিঙ্গতাটাতো অবশ্যই ফলো করতে ।আমরা আমাদের নিজেদের কাজগুলোর মধ্যে মন্দ স্বভাবগুলো ফেলে দিতে হবে।।আমরা বেশির ভাগ ক্ষেত্রে বড় লটে ট্রেড ওপেন করি,যার ফলাফল আরো খারাপ।
-
ফরেক্স সর্ম্পকে উপরের যত গুলো কথা হয়েছে তার সাথে আমিও একমত।হ্যা ফরেক্স মাের্কটে এসেই আপনি যদি হুট করেই বা রাতারাতি বড়লোক হতে চান তাহলে আমার একটু আপতি আছে।কারনটা হলো আপনি কিছু জানলেন না কিছু বুজলেন না অমনি আপনি ফরেক্স থেকে কোটিপিত হয়ে যাবেন এটা কি করে সম্বভ আপনি বলুন ভাই।এখানে যারা নতুন তারা সকলেই লস করে।কারন ফরেক্স হচ্ছে একটি আন্তজাতি একটা বিজনেস।আর ব্যবসায় সফল হতে হলে কিছু নিয় কানুন তো আছে।ফরেক্স এর সময় তা সমান।আর তাই আপনি ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে । প্রচুর মার্কেট এনালাইস করতে হবে । ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট একটি আন্তরজাতিক মার্কেট। এখান থেকে আমরা খুব সহজে টাকা আয় করতে পারি। কিন্তু তার আগে আমদের ফরেক্স সম্পরকে জানতে হবে হবে, আর ফরেক্স এ ডেম ট্রেড করতে হবে অনেক। কিন্তু আমাদের মধ্যে অনেকে ফরেক্সে আসে টাকা আয় করার জন্য। তারা ফরেক্স সম্পরকে ভালোভাবে না জেনে ফরেক্সে ট্রেড করতে যায় আর তখন লস খেয়ে ফরেক্স মার্কেট থেকে ছিটকে পরে। এটা হলো ফরেক্স মার্কেট এর আর একটা প্রকিত সত্য।
-
আপনার দেওয়া সব গুলো যুক্তিই আমি মনে করি টিক। কারন ফরেক্স মার্কেট আসলেই অনেক কটিন একটি ব্যবসা এখান থেকে যদি কেউ প্রফিট করতে চায় তাহলে থাকে অনেক শ্রম দিতে হবে ফরেক্স মার্কেটে। আর যারা মনে করবে যে ফরেক্স মার্কেট খুব সহজ তাহলে তারা ভুল করবে।
-
আমি মনে করি উপরের সবগুলো কথায় অনেক বেশি সত্য এবং এর সাথে আমি আর একটি কথা যোগ করতে চাই আর তা হল “ আপনার কি শেখার মত মেধা, আগ্রহ বা ধৈর্য নেই , তাহলে ফরেক্স আপনার জন্য নয় “ । যে অনলাইন থেকে ধৈর্য ধরে বিভিন্ন বিষয় শিখতে না পারবে তার সফলতা পাওয়া যথেষ্ট কঠিন ব্যাপার বলে আমি মনে করি ।
-
আপনার পরামর্শের জন্য প্রথমেই আপনাকে আমি ধন্যবাদ না দিয়ে শুরু করতে পারবো না। আর হেডিংটাও সুন্দর হয়েছে যে, অপ্রিয় সত্য। আসলেই আমরা ফরেক্স-কে যতটা সহজ ভাবি ততটা সহজ ভাবা ঠিক নয়। এটা অবশ্যই কঠিন সমীকরণের মার্কেট। এই মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই কঠোর অনুশীলন করার কোন বিকল্প নাই।
-
আমাদের যদি জ্ঞান ও দক্ষতা না থাকে তবে আমরা লাভ তো করতেই পারবনা । যদি জ্ঞান ও দক্ষতা না থাকে তবে আমরা ফরেক্সে লাভ তো করতেই পারবনা ।আর ফরেক্স ট্রেডে ছক্কা মারতে না পারলে বুঝাজাবেনা যে ত্রেদার কত দক্ষ ।কারন সব বলেত ছক্কা মারা সম্ভব না ।আমাদের পরিশ্রম করে ফরেক্স সম্পরকে জানতে হবে তা না হলে আমরা কোন মতেই ব্যলেন্স টিকিয়ে রাখতে পারব না ।