তবে আমরা জারা এখানে কাজ করি তারা যদি এটার নিয়ে প্রচার চালাই তাহলে একটি দেশ মানে আমাদের দেশের যত জন কাজ করতে চাই তারা সকলে কাজ করবে আমি মনে করি। কাজ ইজ কাজ নো ফাকি মারা মারি।
Printable View
তবে আমরা জারা এখানে কাজ করি তারা যদি এটার নিয়ে প্রচার চালাই তাহলে একটি দেশ মানে আমাদের দেশের যত জন কাজ করতে চাই তারা সকলে কাজ করবে আমি মনে করি। কাজ ইজ কাজ নো ফাকি মারা মারি।
দক্ষ ট্রেডার হতে হলে অবসস্যাই ট্রেনিং এর বিকল্প অনেক।একজন ভাল শিক্ষক হতে হলে ,প্রয়োজন হয় ভাল লেখাপড়া ঠিক তেমনি একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য ভাল ট্রেনিং দরকার।তবে আমাদের দেশে আমার জানা মতে কোন ট্রেনিং সেন্টার নেই আছে দক্ষ ট্রেডার,চাইলে অনেকে উনাদের সাথে যোগাযোগ করে ট্রেনিং নিলে দক্ষ ট্রেডার হওয়া যায়।
আপনি যদি ভাল ভাবে ফরেক্স কে শিখতে চান তাহলে আপনার আশে পাশে যে ফরেক্স এর উপর দক্ষ তার কাছ থেকে শিখে নিতে পারেন হয়ত সে কিছু টাকা নেবে এর জন্য।কিন্তু ফরেক্স শেখার জন্য ঢালাও ভাবে কোন ট্রেনিং সেন্টার নাই।এটা থাকা উচিত বলে আমি মনে করি।যাতে সর্বসাধারন ফরেক্স সম্পর্কে জানতে পারে সরকারে এই রকম একটি পদক্ষেপ নেওয়া দরকার এর মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারি।তাই ট্রেনিং সেন্টার থাকা উচিত বলে আমি মনে করি।
না দক্ষ ট্রেডার হবার জন্য কোন ট্রেনিং সেন্টারে যাবার প্রয়োজন নাই । আপনার যদি প্রচন্দ ইছাশক্তি থাকে তাহলে আপনি নিজে নিজেই একজন্দক্ষ ট্রেডার হতে পারবেন । আর এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে ধৈর্য্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে । আর সাথে নিয়ম মেনে সিরিয়াসলি ডেমো ট্রেড করতে হবে । কয়েকমাস পর দেখা যাবে আপনি ফরেক্সের অনেক কিছু বুঝে ফেলেছেন এবং আপনার এনালাইসিস দিয়ে ট্রেড করে আপনি সফল হতে পারছেন ।
ট্রেইনিং সেন্টার নেই বললে ভুল হবে ইতমধ্য কিছু বাণিজ্যিক উদ্দেশ্য ফরেক্স ট্রেইনিং সেন্টার গড়ে উঠছে যদি এখনো ব্যাপকভাবে তার পরিধি বুঝা যাচ্ছেনা তবে একটা বিষয় অবশ্যই ভেবে দেখার মত যে কিছু অসাধু ব্যাক্তি ব্যবসায়ী ফরেক্সে অনেক টাকার স্বপ্ন দেখিয়ে মানুষকে ঠকাচ্ছে তাই সবার উচিত এই ধরনের অসাধু ব্যাক্তির হতে নিজেকে নিরাপদ রাখা এখন আমার মত হল ভাল এবং দক্ষ ট্রেডার হওয়ার জন্য ট্রেইনিং সেন্টার এর কোন প্রয়োজন নেই একজন ব্যাক্তি যদি তার নিজের গভীর ইচ্ছা থেকে চেষ্টা করে ফরেক্স শিখার জন্য সে নিজে থেকেই শিখতে পারবে অথবা একজন দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারে
একটা শিক্ষা প্রতিষ্ঠান একজন ছত্রকে প্রতিষ্ঠিত করতে পারে । তাই একটা ট্রেনিং সেন্টারকে আমরা একটা শিক্ষা প্যতিষ্ঠান বলতে পারি । যদি আপনি ফরেক্স সম্পর্কে কোন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করতে চান তাহলে অবশ্যয় সেটা ভাল হবে কারণ নিজে একা একটা জিনিস সম্পর্কে কতটুকু জানা যাই ।
দক্ষ ট্রেড।র হতে হলে আপনাকে অবশ্যয় অনেক পরিশ্রমী হতে হবে, তারপর ফরেক্স এর ওপর ভাল ভাবে চর্চা করতে হবে এবং অনেক জ্ঞান থাকতে হবে ,কারন ফরেক্স সম্পর্কে যদি আপনার কোন জ্ঞান না থাকে তাহলে আপনি দক্ষ ট্রেড।র হবেন কি ভাবে ,আপনি যদি একজন ভাল দক্ষ ফরেক্স ট্রেড।র হতে চান তার জন্য ধরকার আপানার অনেক শ্রম এবং জ্ঞান থাকা জরুরি।
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে। দক্ষ ট্রেডার হতে হলে ফরেক্স সম্পর্কে বিভিন্ন ধরনের অনলাইন সাইট রয়েছে সে সকল সাইট থেকে আপনাকে প্রাথমিক ভাবে ধারনা নিতে। আর যত বেশি শিখবেন ততবেশি দক্ষতা অর্জন করতে পারবেন।
ফরেক্স এর অনেক ত্রাদিনিং সেন্টার রয়েছে বাংলাদেশে. এমনকি ঢাকা তেও রয়েছে. আপনি ইন্স্তফোরেক্ষ এর বাংলাদেশের একটা অফিস রয়েছে. আপনি ইন্স্তফোরেক্ষ এর অফিস থেকে সেই ঠিকানা পেয়ে যাবেন, তারাও ফরেক্স শিকানোর ট্রেনিং দিয়ে থাকে, ফরেক্স শিকতে খুব বেসি একটা সময় লাগে না, মনে হয় আপনি ট্রেড করার নিয়মটা ৭ থেকে ১০ দিনের মধেই শিকে যেতে পারেন.
দক্ষ ফরেক্স ট্রেডার তৈরিতে অবশ্যই গুনাগত মানসম্পান্ন ফরেক্স ট্রেডিং ট্রেনিং সেন্টারের প্রয়োজন রয়েছে কিন্তু আমাদের দেশে এখন প্রর্যন্ত সর্বত্র ঐ ভাবে ভাল মানসম্পান্ন ফরেক্স ট্রেডিং সেন্টার গড়ে উঠেনি যার কারনে এখন ঐ ভাবে দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডারের সংখ্যা অনেকাংশে কম। সেই কারনে আমি মনে করি সরকারি-বেসরকারি উদ্দ্যেগের মাধ্যমে আমাদের দেশে আরও ভাল ভাল গুনাগত মানসম্পান্ন ফরেক্স ট্রেডিং সেন্টার তৈরি করা উচিত।