-
আপনার কথার সাথে সহমত পোষন করছি। ফরেক্স জীবনের বন্ধুর পথ সহজ করে তুলতে পারে তবে সে জন্য আপনাকে সফল ট্রেডার হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। সফল হতে গেলে শুধু ডেমো ট্রেড নয়, রিয়েল ট্রেডে ভাল করতে হবে। সথিকভাবে নিজের একাউন্ট পরিচালনা আর ট্রেডার স্বত্তার উন্নয়ন করতে না পারলে বন্ধুর পথ ধরেই হাটতে হবে।
-
হ্যাঁ ফরেক্স জীবনের বন্ধুর পথকে সহজ করতে পারে যদি তার জন্য আমরা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করি । তাই ফরেক্স এর মাধ্যমে যদি আমরা জীবনে উন্নতি করতে চায় প্রাথমিক এবং শুরুর অবস্থায় আমাদেরকে অনেক কষ্ট করতে হবে । এই কষ্ট যদি আপনি সহ্য করতে পারেন তবে ফরেক্সের মাধ্যমেই আপনি ভালো কিছু করতে পারবেন এতে কোন ধরনের সন্দেহ নেই । সফলতার জন্য প্রয়োজন পরিশ্রম ,চেষ্টা , দৃঢ় ইচ্ছাশক্তি ও কাজে লেগে থাকার মানষিকতা ।
-
পৃথিবীতে জীবন যাপন করা খুবই কঠিন একটা কাজ আর এই কাজ টা স্বাভাবিক ভাবে করা সম্ভব তখনই যখন আপনার হাতে আয় করার মত কোন পেশা উপস্তিত থাববে এবং যে পেশা হতে প্রাপ্ত আয় আপনার জন্য পর্ষাপ্ত বলে মনে হবে আর এরুপ আয়ের জন্য ফরেক্স ট্রেডিং বেশ উপযোগি একটা প্লেস। ধন্যবাদ।
-
সফলতা অর্জন করতে হলে আবশ্যই পরিশ্রম করতে হবে। কোন বিষয়ে সফলতা অর্জন করতে হলে সে বিষয়ে অবশ্যই পরিশ্রম করার কোন বিকল্প নেই। পরিশ্রম করলে একদিন ভাল কিছু করতে পারব ।আশা করি ফরেক্স নিয়ে সবার মত আমিও সফলতা পাব।
-
জীবনে অন্যান্য কোন পেশা দিয়ে , জীবনের সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে উটতে যতটা সময়ের দরকার , যত টুকু আঁকাবাঁকা পথ বেয়ে যেতে হয় ফরেক্স দ্বারা জীবন পরিচালনা করলে বুধ হয় এতটা কষ্ট আর সময়ের দরকার হত না। আমরা যদি প্রথম অবস্থায় টানা ৫-৬ মাস ডেমো সহ ট্রাই করে নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারি তবে সেটা আমাদের জন্য সম্ভব।
-
ফরেক্স জীবনের পথ সহজ করে তুলে পারে তবে সেই পথ অতিক্রম করার মত মানসিকতাথাকতে হবে। আপনার জ্ঞান ,ধৈর্য, প্ররিশ্রম দিয়ে সফলতা আর্জন করতে হবে ।
-
আমরা জীবনে উন্নতি করার জন্যে পড়ালেখা করে ভাল কোন চাকরি করার চেষ্টা করে জীবনকে গড়ে তুলি ।। কিন্তু ফরেক্স মার্কেট এ আপনি নিয়মিত ট্রেড করে অল্প সময়ে অনেক উন্নতি করতে পারেন । তাই ফরেক্স মার্কেট দ্বারা আপনি টাকা উপার্জন ছাড়াও আপনি দক্ষ এবং ফরেক্স মার্কেট এর সেরা ট্রেডার হতে পারেন । আপনি আপনার ক্যারিয়ার এ অল্প সময় বেশি বিত্তবান হতে চাইলে ফরেক্স এর বিকল্প নাই । এটি দ্বারা আপনার কম সময়ে অধিক সফলতা অর্জন করা সম্ভব ।।
-
ফরেক্স জীবনের বন্ধুর পথকে সহজ করতে
পারে যদি আমরা ফরেক্সে ভালো
করতে পারি। ফরেক্সে ভালো করার
জন্য পরিশ্রমের প্রয়োজন, কঠোর
পরিশ্রমের প্রয়োজন। যদি ফরেক্সে সফল
হওয়া যায় তবে বন্ধুর পথ টা সহজ হওয়ার
সুযোগ থাকে।
-
হ্যা ফরেক্স ট্রেডিং আয়ের এক নতুন এবং ভাল পথ আমাদের সামনে উন্মচন করে দিয়েছে আর এই পথ ধরে যে ভাল ভাবে হাটতে পারবে সে অনেক ভাল প্রফিট এখান থেকে করে নিতে পারবে আর এ পথে ভাল ভাবে সফলতার সাথে হাটতে হলে ভাল ফরেক্স ট্রেডিং করা জানতে হবে ফরেক্স বুঝতে হবে সকল নিয়ম-নীতি যথাযথো ভাবে অনুসরন করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স জীবনে বন্ধুর পথটাকে সুগম করতে পারে কারন বিনা টাকায় ফরেক্স ট্রেড করার মাধ্যমে টাকা আয় করা যায় যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাবলম্বী করতে পারি। তাছাড়া অনেকের এই টাকায় পরিবার চলে তখন তারা পরিবারে খরচ মেটানোর জন্য ফরেক্স এ ইনভেস্ট করে ফলে তারা অল্প খরচে বেশী টাকা আয় করতে সক্ষম হয়