-
একজন ট্রেডার যখন প্রতিটি ট্রেড ওপেন করে তখন ট্রেডগলো লসে ওপেন হয় কারন হল স্প্রেড। স্প্রেড হল এমন একটি জিনিস যা কোন একটি প্রাইসের বিড ও আস্ক প্রাইসের মধ্যে পার্থক্য । আর এ পার্থক্যকে বলে স্প্রেড। যা ব্রোকার কেটে রাখে। আবার স্টপ লস হল একজন ট্রেডার একটি ট্রেড কতটুকু পর্যন্ত লস স্বীকার করবে তা একটি নিদিষ্ট স্থানে সেট করাকে বলে। অন্যদিকে টেক প্রফিট হল একটি ট্রেড কত পিপস প্রফিট হলে একজন ট্রেডার তা বন্ধ করবে তা সেট করা।
-
ফরেক্স মার্কেটে আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে।স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
-
আপনারা দেখে থাকবেন ফরেক্স মার্কেট একটি প্লাটফর্ম আছে জেটার মাধ্যমে আমরা ট্রেড করে থাকি এই প্লাট ফর্ম গুলো আবার বিভিন্ন ব্রকার আছে জারা সেটা নিয়ন্ত্রণ করে তাদের একটা চার্জ আচে ট্রেড ওপেন করলে সাথে সাথে কেটে নেয় এই চারজটাই স্প্রেড আর ট্রেড ওপেন করলে স্টপ লস ব্যবহার করা হয় জেন আমার ট্রেডটা বিপরিত গেলে আমার লস কম হবে আমি যেখানে স্টপ লস দিব সুধু ওই টুকু আর টেক প্রফিট হল আমি ট্রেড দিয়ে বাইরে চলে গেলাম তখন মার্কেট আমার এন্ট্রি পক্ষে গিছে আবার অনেক সময় জেয়ে ফিরে আসে তাই টেক প্রফিট আমি যেখানে দিব সেটা প্রফিট থাকবে।
-
টেক প্রপিট ও স্টপ লস বলতে আমি বুঝি আমরা যখন ট্রেড ওপেন করি তখন দেখি যে ট্রেড ওপেন করার সাথে সাথে আপনাকে লস দেখাচ্ছে । কম্পানি তাদের নিদিশট একটি টাকা তাদের জন্য নিয়ে যাচ্ছে। আপনাকে অবশ্যই টেক প্রপিট ও স্টপ লস দিয়ে রাখতে হবে যদি আপনি না দেন তাহলে আপনার ট্রেড যদি সেল এ থাকে তাহলে আপনার খুব বেশি লস হবে না। আপনি চাইলেই যদি বেশী লাভ করতে চান তাহলে আপনাকে টেক প্রপিট বেশী করে দিতে হবে, আর যদি স্টপ লস কমিয়ে দেন তাহলে আপনার লস কম হবে।:bravo:
-
ফরেক্স এ যারা কাজ করে তারা স্টপ লস আর টেক প্রফিট সম্পর্কে জেনেই থাকে তবে আপনার আলোচনার মাধ্যমে সবাই আরো বেশি ভাল করে জানতে পারল আর এর জন্য আপনাকে ধন্যবাদ। স্টপ লস দেওয়া থাকলে আমরা অনেক বড় লস এর হাত থেকে আমরা বেচে যায় আর টেক প্রফিট দেওয়া থাকলে আমরা মার্কেট এর সাম্ননে না থাকা অবস্তা তে আমাদের লাভ হয়ে অবার লস এ চলে যাবার হাত থেকে বাছি।
-
আসলে স্প্রেড হল আপনার ব্রোকার কতৃক মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার জন্য যে চার্জ কর্তন করা হয় তাকে বলে আর স্টপ লস এবং টেক প্রফিট হল এমন দুইটা ট্রেডিং সহায়ক টুলস যা আপনি ব্যবহার করে কোন নিদৃষ্ট প্রাইসে গিয়ে আপনার চালু থাকা ট্রেডটি নিদৃষ্ট পরিমান লাভে বা লসে অটোমেটিক ক্লোজ করতে পারেন।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে প্রতিটা কারেন্সি পেয়ারের বিড প্রাইস এবং আস্ক প্রাইস দেয়া থাকে । বিড প্রাইস এবং আস্ক প্রাইস এর পার্থক্য কে স্প্রেড বলে । আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন এই স্প্রেড এর সমপরিমান লসে আমাদের ত্রেদটি ওপেন হয় । তাই স্প্রেড যত কম হয় ততই আমাদের জন্য ভালো । অন্যান্য ব্রোকার এর চেয়ে ইন্সটাফরেক্স ব্রোকারে স্প্রেড কম এবং এটা সব সময় ফিক্সড থাকে । এমন কি নিউজ এর সময়ও এই স্প্রেড ফিক্সড থাকে ।
-
স্টপ লস এবং টেক প্রফিট হল এমন দুইটা ট্রেডিং টুলস যা আপনি ব্যবহার করে নিমিষেই অনেক জ্ঞান অর্জন করতে পারবেন । স্প্রেড হল বিড প্রাইস এবং আস্ক প্রাইসের পার্থক্য । একটি ট্রেড সর্বোচ্চ যত লাভে ক্লোজ করতে চাই তা আগাম ঠিক করে রাখাকে টেকপ্রফিট বলে ।
-
যে ব্রকারে স্প্রেড কম থাকে সেই ব্রোকার অনেক ভাল ও পরিচিত । আর স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া ট্রেড করা ঠিক না । কারন স্টপ লস অনেক লস থেকে বাচায় ও টেক প্রফিট আমাদের টাকা আয় হতে সাহায্য করে । আমি সব সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করেই ট্রেড করি ফরেক্স ব্যবসায় ।
-
অনেক ব্রোকারের স্প্রেড থাকে ফিক্সড আবার অনেক ব্রোকারের স্প্রেড হয় ফ্লাটিং বা বাড়ে কমে৷এই স্প্রেড সিস্টেম টা অবশ্যই দেখে নিবেন৷স্টপলস বা টেক প্রফিট সেট করা অবশ্যই ভালো৷তার জন্য আপনার ট্রেডিং টাইম ফ্রেমের চার্টে সাপোর্ট এন্ড রেসিসট্যান্স লেভেলগুলো সঠিকভাবে মার্ক করতে হবে এবং পরিষ্কার চিনতে হবে,বুঝতে হবে৷তা না হলে আপনার স্টপলস ও টেকপ্রফিট সেট করা ভূল হবে৷