-
একাউন্ট ভেরিফাই করা ছাড়া ও ট্রেড করা সম্ভব। আপনি বেশ কিছু ব্রোকার আছে যাদের আয়তায় আপনি একাউন্ট ভেরিফাই ছাড়া ও কাজ করতে পারবেন। কিন্তু তারা আপনার কাছে যে কোন সময় একাউন্ট ভেরিফাই চাইতে পারে তার জন্য আগে থেকেই একাউন্ট ভেরিফাই করা ভাল। তাছাড়া আপ্লন বড় কোন পেমেন্ট নিতেও ভেরিফাই এর প্রয়োজন হয়।
-
ভেরিফাই ছাড়াই আপনি চাইলেই ট্রেড করতে পারেন ।এখনও অনেক ব্রোকার আছে যেখানে আপনি কোন ভেরিফাই ছাড়াই ট্রেড করতে পারেন । কিন্তু আমি মনে করি ,আমাদের শুরুতে এই ভেরিফাই এর কাজ সেরে নেয়া দরকার। কেন না ভেরিফাই ছাড়া আমরা কখনও টাকা উইথড্র করতে পারব না ।আমি মনে করি অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে আমাদের ট্রেড করা উচিত ।কেননা আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করে ট্রেড করা শুরু করেন যদি ভুল বশত আপনার অ্যাকাউন্ট হঠাৎ ব্যান হয়ে যায় তখন আপনার সবগুলো টাকা জ্বলে গেল ।
-
ফরেক্স মার্কেটে ভেরিফাই অনেক গুরুত দিতে হবে কারন ফরেক্স ট্রেডিং একাউন্ট ভেরিফাই ছাড়া ফরেক্স ট্রেড করে টাকা উত্তলন করা জায় না তাই আমি বলব যে ফরেক্স ট্রেডিং করার আগে ফরেক্স একাউন্ট ভেরিফাই করা খুভ জরুরি অনেক ব্রকার আছে ভেরিফাই ছাড়া ট্রেদ করা জায় আবার অনেক আছে ভেরিফাই ছাড়া ট্রেড করা জায় না ।
-
হ্যা, ভেরিফাই সম্পূর্ন হওয়ার পূর্বেই ট্রেড করা যায়।বিশেষ করে ইন্সটাফরেক্সসহ আরও কিছু ব্রোকারে ট্রেড করা যায়।তবে ভেরিফাই ছাড়া উইথড্র করা যায় না। তাই অবশ্যই ভেরিফাই করার পর এ ট্রেড করা উচিৎ।
-
কনো রকম ভেরিফাইছারাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন , এতে আপনার কোন সমস্যা হবে না । তবেযখন আপনি কোন পেমেন্ট নিতে যাবেন ত খন আপনার একাউন্ট ভেরিফাই এর জন্য আটকে যাবে ।। হাইলেবেল ভেরিভাইড ছাড়া কোন ব্রকারি আপনাকে মানি ডিপোজিট করতে ডিবেনা ।। টাই আমি মনে করি ভাএরি ফাই করেই রিয়াল ট্রেদ করা উছিত ।।
-
আকাউন্ট ভেরিফিই না করে থাকেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু আপনি ভেরিফিই করা ছাড়া টাকা তুলতে পারবেন না। তাই আমি যেটা বলব, একবারে ভেরিফিই করেই ট্রেড করেন। একদিন আগে আর পরে ভেরিফিই করতেই হবে। ভেরাফাই করে নিয়ে আপনি যখন খুশি টাকা উত্তোলন করতে পারবেন। তাতে আর কোন সমস্যা থাকে না।
-
ফরেক্স একাউন্টে ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় কিন্তু একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি আপনার লভ্যাংশ উইড্রো দিতে পারবেেন না। তাই আমি মনে করি ভেরিফাই করেই ট্রেড করা উচিৎ। ভেরিফাই হয়ে গেলে আর কোন ঝামেলা থাকেনা। আর অরজিনাল ডকুমেন্ট থাকলে একাউন্ট ভেরিফাই করা কঠিন কোন বিষয় নয়।
-
ভেরিফাই ছাড়া ট্রেড করা ঠিক নয় কারন আপনি যখন আপনার প্রফিত তুলতে যাবেন তারা আপনাকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে তখন আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি আপানার প্রফিত নিতে পারবেন না। সুধু লেভেল ১ ভেরিফাই হলেই হবে না আপনাকে পুরা মানে লেভেল ২ ও ভেরিফাই করতে হবে। আইডি কার্ড এবং পাসপোর্ট এর ছবি অথবা বিদ্যুৎ বিল দিয়ে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং করতে একাউন্ট ভেরিফাইর একো প্রয়োজন নেয়। আপনি একাউন্ট ভেরিফাই ছাড়াই ট্রেডিং করতে পারবেন।তবে আপনি একাউন্ট ভেরিফাই করে রাখলে ইনস্টফরেক্স এ ডলার তুলতে গেলে একাউন্ট ভেরিফাই করা লাগে।
-
করা জাই তবে আপনি জখন ডলার বিনিম ইন্সটাফরেক্স
আপনে চাইলে ভেরিফাই ছাড়া ট্রেডিং করতে পারবেন ইন্সটাফরেক্স টাকা
উঠাতে ভেরিফাই প্রয়োজন আছে তানাহলে আপনে ইন্সটাফরেক্স টাকা
উঠাতে পারবেন না।