আমার মতে মতে ১০০০ ডলার ডিপোজিটে সর্বোচ্চ ১০-১২ ভলিওমের বেশি দিয়ে ট্রেড করা উচিৎ হবেনা। কারন মার্কেটের গতিবিধি বেড়ে যেকোন সময় আপনার ট্রেডের বিপরিতে গেলেও যেতে পারে তাই আমার মতে অতিরিক্ত রিস্ক না নিয়ে অল্প লাভেই খুশি থাকা উচিৎ। আপনাদের মতামত কি?
Printable View
আমার মতে মতে ১০০০ ডলার ডিপোজিটে সর্বোচ্চ ১০-১২ ভলিওমের বেশি দিয়ে ট্রেড করা উচিৎ হবেনা। কারন মার্কেটের গতিবিধি বেড়ে যেকোন সময় আপনার ট্রেডের বিপরিতে গেলেও যেতে পারে তাই আমার মতে অতিরিক্ত রিস্ক না নিয়ে অল্প লাভেই খুশি থাকা উচিৎ। আপনাদের মতামত কি?
ফরেক্সে ১০০০ ডলার ইনভেস্ট করে যদি আপনি ট্রেড করতে চান তা হলে আমি মনে করি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়তি কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে কারন এখানে আপনার অনেক ইনভেস্ট রয়েছে এবং আপনার প্রফিট করার ক্ষেত্রে লট সেটে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং তা যেন অবশ্যই মানিম্যানেজমেন্ট অনুযায়ী হয় সে বিষয়ে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে।১০০০ ডলারের অ্যাকাউন্টে আমি মনে করি পারফেক্ট লট হল সবোচ্চ ০.৮০ থেকে সলিড ১।
সাধারণ সুত্র মতে প্রতি ১কে= ০.০১ লট। যেহেতু ইন্সটা ফরেক্স এ প্রতি ২৫ লট=১ লট(মার্কেট লট)। তাই এখানে আপনি ০.১০ লটে ট্রেড করতে পারেন। তবে মানি ম্যানেজ মেন্ট ব্যপারটা ভূল করবেন না। ভূল করলেন তো মরলেন। তাই সময় থাকতে সচেতন হোন। কেননা আমি নিজেই ভুক্তভোগী।
আমার মতে ১০০০ ডলার ডিপোজিটে সর্বোচ্চ ১০-১২ ভলিওমের বেশি দিয়ে ট্রেড করা উচিৎ হবেনা। কারন মার্কেটের গতিবিধি বেড়ে যেকোন সময় আপনার ট্রেডের বিপরিতে গেলেও যেতে পারে তাই আমার মতে অতিরিক্ত রিস্ক না নিয়ে অল্প লাভেই খুশি থাকা উচিৎ। আপনাদের মতামত কি?
ফরেক্স মার্কেট এ যেসকল ট্রেডার ডিপোজিট করে ট্রেড করে তাদের একটি ট্রেডিং লটের সুত্র মেনে ট্রেড করলে প্রফিট অনেক ভাল হবে,যদি কোন ট্রেডার ১০০০ ডলার ডিপোজিট করে থাকে তাহলে তাকে ট্রেডিং সুত্র মুতাবেক ০.০১লটের ১০ টা ট্রেড করা যাবে। এর বেশি হবেনা।
যদি ইন্সটাফরেক্স হয় তবে আপনি ০.১০ লট ব্যবহার করতে পারেন । আর অন্যান ব্রোকার হলে ০.০১ ব্যবহার করাই উত্তম বলে আমি মনে করি । কারন ইন্সটাফরেক্স এর লট সাইজ অন্যান ফরেক্স থেকে একদমই আলাদা ।
1000 ডলার দিয়ে খুব সুন্দর ট্রেড করা যায়। আপনি যদি 0.05 লটে ট্রেড করেন সর্বোচ্চ 20 টি ট্রেড দিতে পারবেন। এর উপরে রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনি যদি ভাল মার্কেট বুঝেন তাহলে 0.25 লটে ট্রেড করলে ভাল প্রফিট পাবেন। যদি 1 লটে ট্রেড করেন তাহলে নো রিস্ক নো গেইন ফর্মূলায় ট্রেড করবেন।
১০০০ ডলার দিয়ে আপনি ইচ্ছে করলে অনেক ট্রেডেই ওপেন করতে পারেন। কিন্তু কথা হলো ট্রেডের সফলতা নিয়ে। আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে. ১০ করে লট একটি ওপেন করললেই মনে হয় ভাল হবে। তাহলে আপনার ট্রেডে কোন রিক্স থাকবে না।
আসলে লট ব্যবহারের ব্যপারটা একাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করে অনেকটা। আমার মতে ১০০০ ডলারের একাউন্টে । ০.২০ ভলিউম লটে ট্রেড ওপেন করা যায়। এতে একাউন্ট জিরো হতে মার্কেট ৫০০০ পিপস বিপরীতে যাওয়া লাগবে। লস হলেও ব্যাক আপ ট্রেড নিয়ে রিকভার করা যাবে।
ভাই আপনি তো অনেক অভিজ্ঞ ট্রেডার।আপনি আর প্লীজ আর রিস্ক নিয়েন না।আমার মতে কোন ক্রমেই ২% এর ওপর রিস্ক নিয়েন না।তা নাহলে নবম বারের মত একাওন্ট জিরো হয়ে জেতে পার।মানি মেনেজমেন্ট না মানলে বিপদ হতে পারে।