ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করার জন্য যে একাউন্ট ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য যে ডকুমেন্ট গুল লাগে সে গুল হোল নেশানাল আইডি কার্ড লাদে আর তার সাথে বাংক স্টেট্মেন্ট লাগে এই দুটি জিনিস স্কান কপি করে আপলোড দিলে ভেরিফাই হয়ে জায় ।
Printable View
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করার জন্য যে একাউন্ট ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য যে ডকুমেন্ট গুল লাগে সে গুল হোল নেশানাল আইডি কার্ড লাদে আর তার সাথে বাংক স্টেট্মেন্ট লাগে এই দুটি জিনিস স্কান কপি করে আপলোড দিলে ভেরিফাই হয়ে জায় ।
ফরেক্স মার্কেটে যদি একাউন্ট ভেরিফাই করতে চান তাহলে ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই করার জন্য দরকার কিছু ডকুমেন্ট আর এই ডকুমেন্ট হোল নিজের যে নেশানাল আইডি কার্ড আছে তার স্কান কপি আর বাংক স্টেট মেন্ট দিয়ে ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই করতে পারেন ।
ফরেক্স ট্রেডিং এ ভেরিফাই করতে হলে আপনার দুটি ডকুমেন্ট থাকলেই যথেষ্ট । একটি হল ন্যাশনাল আইডি কার্ড। অন্যটি ব্যাংক স্টেটমেন্ট । যদি আপনার না থাকে অন্য কার নামেও আইডি খুলে ভেরিফাই করে ট্রেডিং করতে পারেন ।
ইনস্টা ফরেক্স একাউন্টে টাকা উঠানোর জন্য ভেরিফাই করা জরুরি। ভেরিফাই ছারা টাকা উঠানো যায়না। ভেরিফাই করতে হলে ন্যাশনাল আইডি বা পাসপোর্ট স্কেন করে ব্রোকার সাইটে আপলোড করতে হবে।
ফরেক্স এ ভেরিফাই করা খুব ইজি ও না আবার খুব সোজাও না যা যা করতে হবে
আপনাকে পাসপোর্ট এর স্ক্যান কপি লাগবে
আপান্র ব্যাংক লেন্দেন এর স্ক্যান কপি লাগবে
আপনি যে ব্রোকার এ আইডি খুলবেন সেই ব্রোকার এ অ্যাকাউন্ট ভেরিফাই এ গিয়ে এই সব দিতে হবে ৩ দিন সময় নেয় বাট সব ঠিক থাকলে ১ দিনেই হয়ে যায়
ভেরিফাই করার জন্য যার নামে একাউন্ট খুলা জাতীয় পরিচয় পত্র এবং তার নামের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। আর সাথে যার পরিচয় পত্র তার নিজের পরিচয় পত্র হাতে নিয়ে উটানো ছবি দিতে হবে। তাহলে ৭২ ঘন্টার মধ্য একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
ফরেক্স মুলত ২ টা উয়ে তে ভেরিফাই করে একটা হচ্ছে ১ম লেভেল ভেরিফিকেশন এন্ড ২য় লেভেল ভেরিফিকেশন । ফাস্ট লেভেল এ আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পার্সপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স এর দ্বারা প্রথম লেভেল কমপ্লিট করতে হবে। মনে রাখবেন স্কেন কপি যাতে ক্লিয়ার হয়। আর ২য় লেভেল এ আপনাকে ব্যংক স্টেট্মেন্ট (সেটা আপনার একাউন্ট হতে হবে), নিজের বাড়ির বিলের কাগজ, এই গুলা দিয়ে আপনাকে ২য় লেভেল কমপ্লিট করতে হবে। আর এই সবকিছু এর মধ্যে আপনার নাম মানে আপনি নিজে গ্রাহক হতে হবে তাহলেই এটা কমপ্লিট হবে।
আমার মতে ,ভেরিফাই কররা জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইেসন্স - এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্োকার সাইটে আপলোড করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডঅথবা ড্রাইভিং লাইসে্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন। কিন্তু কেউ কেউ বলেছে তারা নাকি ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। সবচেয়ে ভাল হয় পাসপোর্ট থালে। কারন পাসপোর্ট আপনার সবসময়ই কাজে লাগবে। এবং দ্বিতীয় পক্ষে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করুন। তালেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ধন্যবাদ
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য অ্যাকাউন্ট ভেরিইফা করা খুবই প্রয়োজন । না হলে আপনি কখনই ট্রেড করতে পারবেন না । অ্যাকাউন্ট ভেরিইফাই করার জন্য আপনাকে মুলত দুইটা ধাপ কমপ্লিট করার দরকার হয় যেমন আপনি যদি ইনস্টা ফরেক্স একাউন্ট ভেরিফাই করার কথা বলেন তবে প্রথম ধাপে আপনাকে দিতে হবে আপনার আই ডি কার্ডের/পাসপোর্টের/ ন্যাশনাল আইডি কার্ডের/ ড্রাইভিং লাইসেন্সের এপিট ও ওপিটের স্ক্যান কপি এবং আই ডি কার্ড হতে একটা ছবি আপলোড করে এবং ২য় ধাপে আপনাকে ব্যাংক স্টেট মেন্ট বা পানি/বিদ্যুৎ/গ্যাস বিলের স্ক্যান কপি আপলোড করতে হবে ।
আপনি যদি ব্যংক ডকুমেন্ট দিয়ে ভেরিফাই না করতে পারেন তবে বিদ্যুৎ বিলের স্ক্যান কপি দিয়েও একাউন্ট ভেরিফাই করিয়ে নিতে পারেন।যদি একাউন্ট ভেরিফাই করতে বেশি সময় নেয় তবে লাইভ চ্যাটে আপনার সমস্যা জানান। ওরাই তখন নির্দিষ্ট ডিপার্টমেন্ট এ আপনার দাবী জানাবে। ফলে আপনার একাউন্ট খুব দ্রুত ভেরিফাই করবে।