- 
	
	
	
	
		আমার জানা মতে প্রথমে  আপনাকে আপনার আইডেন্টিফাই করার জন্য আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হবে।তার পর আপনাকে আপনার একাউন্টে ৫ ডলার ডুকাতে হবে। তার পর আপনার ছবি, ভোটার আইডি কার্ড এবং কারেন্ট বিলের কাগজ দিয়ে ভেরিফাই করতে হবে।তাহলেই আপনার একাউন্ট কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে। 
 
- 
	
	
	
	
		জি আসলে এখানে দুটি দিক রয়েছে, একটি হছে নেতেল্লের একাউন্ট ব্যালান্স যদি ০ হয়, তাহেল আপনি কখনো একাউন্ট ভেরিফাই করতে পারবেন না, একাউন্ট এ কিছু ডলার নিয়ে নিন তাহলে পারবেন, দিতীয়ত ডিসএবল যদি ডকুমেন্ট এর জন্য করে থাকে, তাহলে ভালো হবে আপনি ব্যাঙ্ক ট্রানসাকশান অথবা ইউটিলিটি যেমন বিদ্দুত গেস বিল এর কাগজ জেতার সাথে আপনার নাম এবং ঠিকানা মাইল তা স্ক্যান করে দিয়ে দিন. 
 
- 
	
	
	
	
		নিটেলার এর একাউন্ট ভেরিফাই করতে হলে প্রথমে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের স্ক্রেন কপি তার সাথে আপনার ঠিকানা ভেরিফাই করতে ব্যাংক স্টেট মেন্টের কপি স্ক্রেন করে নিয়ে ভেরি ভিকেশনে গিয়ে তা আপলোড দিতে হবে তাহলে কিছু দিন সময় নিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করে দিবে। 
 
- 
	
	
	
	
		বাংলাদেশে যতগুলো মাস্টার কার্ড সার্ভিস চালু আছে তার মধ্যে নেটলার অন্যতম । নেটলার এর মাস্টার কার্ড অনলাইন প্রফেশনালদের মধ্যে বিশেষ করে ফরেক্স ট্রেডারদের মধ্যে খুব বেশি জনপ্রিয় । নেটলার এর একাউন্ট ভেরিফাই করা খুব কঠিন না । আমি মাত্র কয়েক ঘন্টার মধ্যে নেটলার এর একাউন্ট ভেরিফাই করেছি । 
 
- 
	
	
	
	
		আমি ফরেক্স মার্কেটে টাকা উত্তলন এবং ডিপোজিট করার জন্য আমি স্ক্রিল একাউন্ট ব্যবহার করে থাকি কিন্তু নেটলার একাউন্ট সম্পর্কে কোন প্রকার ধারনা নেই তাই আমি এটা সম্পর্কে কোন কিছুই বলতে পারব না বলে অনেক দুক্ষিত তবে যারা এটা সম্পর্কে ভাল জানে তারাই ভাল করে বলতে পারবে। 
 
- 
	
	
	
	
		আমি ফরেক্স মার্কেটে নতুন এক জন ট্রেডার। কিভাবে নিটেলার একাউন্ট খুলতে হবে সেটা আমার জানা নাই। তবে প্রতিটি কাজের আগে সব একাউন্ট ভ্যরিফাই করা উচিৎ বলে আমি মনে করি। একাউন্ট খোলার জন্য আমি ৫ ডলার কোথাই পাবো? এ বেপারে আমি আপনাদের সাহায্য কামনা করছি?:woo: 
 
- 
	
	
	
	
		আমার জানামতে নেটেলার একাউন্ট ভেরিফাই করতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে তারপর আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি দিতে হবে। তার আগে আপনাকে ওই একাউন্টে সর্বনিম্ন ৫ ডলার ডিপোজিট করতে হবে। তাহলেই আপনার একাউন্ট কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে। 
 
- 
	
	
	
	
		আমার জানা মতে, নিটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যদি আপনার কারেন্ট বিল না থাকে তবে আপনার উচিত হবে যেকোন একটি বিল নিয়ে শুধু মাত্র গ্রহীতার নাম এবং ঠিকানা টা এডিট করে নিন এবং তার পর সেটি সাবমিট করুন। এটা কাজে দেবে। তার এর সাথে নিটেলার এর সাপোর্ট থেকে মেইল নিয়ে মেইলও করে রাখতে পারেন। দেখবেন দ্রুতো হয়ে যাবে। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে চান তবে আপনাকে ডলার ইনভেস্ট করেই ট্রেড করতে হবে এক কারন হচ্ছে ফরেক্স মার্কেট হচ্ছে ইন্টারন্যাশনাল আর এর কারনেই আপনাকে ডলার ব্যবহার করতে হবে আর এর কারনে আপনাকে একটি যে কোন মানিব্রোকারে একাউন্ট করে সেটা বেরিফাই করতে হবে। 
 
- 
	
	
	
	
		এভাবে  আপনি  কোন  সুরাহা  পাবেন না  ।  কেননা  এখানে   যারা  পোস্টেং  করে  তার  প্রায়ি  নতুন  ।  তাই  অনেকেই  জানেনা  আপনি  বরং  একজন  ভাল  জানা  ট্রেডার  খুজে  তার  সাথে  সরাসরি  কথা  বলুন  ।