-
বোনাস দিয়ে ট্রেড করলে অবশ্যই আমরা কিছু নিয়ম মেনে চলব । আমরা যদি এই নিয়ম কানুন মেনে চলি তাহলে অবশ্যই আমাদের এ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে না । নিয়মের বাইরে কোন কাজ করা যাবে না । তাহলেই আমরা সমস্যায় পড়ে যাবো । সুতরাং আপনারাও যখন এ্যাকাউন্টের বোনাস নিবেন তখন বুঝে শুনে তারপর ট্রেড করবেন তাহলে সফলকাম হতে পারবেন ।
-
আমি এখনো এ ধরনের সমস্যর সম্মুখীন হই নি । অার তাই আামি জানি না যে ঠিক কোন কোন কারনে এরকম একাউন্ট ব্লক করে দিতে পারে । আসলে আমরা যেহেতু ফোরামের বোনাস মানি দিয়ে ট্রেড করি সেহেতু আামাদেরকে বাড়তি কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । তাই আমি সবসময় মনে করি যে এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করাই শ্রেয় ।
-
বোনাস দিয়ে ট্রেডা কলে অনেকে বলে একাউন্ট ব্লক করে দেওয়া হয় । আসলে এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই কেননা আমি একজন নতুন ট্রেডার । তবে আমি মনেকরি যে ফরেক্সে আমাদেরকে অবশ্যিই প্রতিটা বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে করে আমরা না ঠকি । আর আমি একজন ট্রেডারের কাছ থেকে শুনলাম সে যখন লাভ তুলতে যায় তখন একাউ্ন্ট ব্লক মারা হয় ! এর মানে কি ?
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি।ফোরাম ও ইন্সতাফরেক্সের নিয়ম নীতি মেনে চলতে হবে।বোনাস দিয়ে ট্রেড করলে অনেক রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে এবং অ্যাকাউন্ত দুই স্তরে ভাল ভাবে ভেরি ফাই করতে হবে।অ্যাকাউন্টে ব্লক হওয়ার সম্ভবনা কমবে।
-
আমি এই পর্যন্ত একবার একাউন্ট থেকে ১৫ ডলার উইথড্র করেছিলাম। তার পরে আর উঠানোর মত ব্যালান্স করে উঠতে পারি নি। তবে আমার মনে হয় বেশি খাবার আশা না করে কম কম খেলে অনেকদিন খাওয়া যাবে। তাই আমি মনে করছি আপনি যদি মাসে ৩০ ডলারের বেশি উইথড্র না দেন তবে আপনার একাউন্ট ডিজএব্যল হবে না।
-
আমি এখোনোও নিয়মিত ট্রেডই করে যাচ্ছি এবং পোষ্টিং লিখছি গত ৭ মাস হয়ে গেল৷লাভ-লস করেই যাচ্ছি কিন্তু পর্যাপ্ত প্রফিট এখোনোও করতে দেরী আছে৷আর যখন প্রফিট উইথড্রো করতে যাবো তখনই আসল বিষয় বুঝতে পারবো ইনস্টা ফরেক্স কেন একাউন্ট ব্লক করে৷ তবে অল্প করে প্রফিট উইথড্রো দিলে কোনো সামস্যা হবে বলে মনে হয়না৷তাছাড়া একাউন্টে নিজের কিছু ডলার ডিপোজিট করে নিবেন তারপরে প্রফিটের এক তৃতীয়াংশ উইথড্রো করে নিবেন৷পুরো প্রফিট একসাথে কখোনোও উইথড্রো করবেন না৷
-
অনেক ট্রেডার আছে যারা অনেক গরিব । ইনভেষ্ট করে ট্রেড করতে পারে না । অন্য দিকে ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । তাই বলে পারি যে বিনা ইনভেষ্ট এ ফরেক্স ব্যবসা করা যায় না । আমি অনেক বেশি এমাউন্ট ইনভেষ্ট করতে পারি না তাই আমি বোনাস দিয়ে ট্রেড করি ইন্সতা ফরেক্স ব্রোকারে অনেক দিন থেকে । তবে আমি কিছু হলেও ইনভেষ্ট করি ।
-
ব্যক্তিগতভাবে আমি ফোরাম পোস্টিং এর বোনাস দিয়ে অনেক দিন যাবত ট্রেড করছি । এবং এই বোনাস এর ডলার দিয়ে ট্রেড করে লাভ করে তা তুলতে পেরেছি । আপনি সঠিক নিয়ম এ ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার কোন সম্ভবনা নাই । তবে আমি এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে আপনার বোনাস এর থেকে আপনার লাভ ডাবল হলে নাকি অ্যাকাউন্ট ব্লক করে দেয় । এটা সঠিক কিনা আমি জানি না । তবে কেউ এই সম্পর্কে জেনে থাকলে আমাদেরকে জানালে উপকার হবে ।
-
ইন্সটা ফরেক্স ব্রোকার আমাদের ফরেক্স বিজিনেস করতে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে,আপনি ফোরাম বোনাস দিয়ে ইন্সটা ফরেক্স এ ট্রেড করতে পারবেন এবং সেই বোনাস দিয়ে আপনি যদি প্রফিট করতে পারেন,সেই প্রফিট আপনি তুলতে পারবেন,তাছাড়া আপনি ইন্সটা ফরেক্স ব্রোকার এ ডিপোজিট বোনাস দিয়ে ও করতে পারেন।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন এবং এখনো পর্যন্ত ফরেক্স বাংলা ফোরামের থেকে কোনো প্রকার পোস্টিং বোনাস পাইনি,,, তাই আমি সঠিকভাবে বলতে পারবো না যে ঠিক কি কি কারনে ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস ট্রেড মার্কেটে ডিপোজিট করে ট্রেড করলে একাউন্ট ব্লগ হয়ে যায় । তবে আমি এখনো পর্যন্ত কারো একাউন্ট ব্লগ হয়ে যেতে দেখিনি । তবে শুনেছি যে,,, ফরেক্স বাংলা ফোরামে কারো পোস্ট কপি করে পোস্ট করলে বা ফরেক্স বাংলা ফোরামের রুলস অমান্য করলে তাকে ওয়ার্নিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং এভাবে তিনবার ওয়ার্নিং দিয়ে পরবর্তী সময়ে তার একাউন্ট ব্লগ বা ব্যান্ড করে দেওয়া হয়,,,,, ধন্যবাদ ।