-
ঘটনা সব পরে অবস্থানটি খোলা থাকে তারপরে আসলে কোনও ক্ষতি এড়াতে অবিরত পদ্ধতিতে বাজারটি পড়ুন তবে আপনি যদি আপনার ক্ষতির সীমাটি নির্ধারণ করতে রাজি হন তবে খুব বেশি ক্ষতি থেকে জারি হওয়া নিজের স্বরক্ষা করতে সক্ষম হন এবং আপনি অবশ্যই তা বজায় রাখবেন ফরেক্স ট্রেডিং মার্কেটের মধ্যে দীর্ঘ সময়।
-
লিভারেজ হচ্ছে ঋণ বা ধার নেওয়া মানে আপনি কতটা লন নিয়ে ট্রেড করতে ইচ্ছুক তার একটা পরিমাণ, লেভারেজ সর্বোচ্চ 1:1000 পর্যন্ত নেওয়া যায়৷ তবে লেভারেজ সর্বোচ্চ 1:50 এর বেশি নেওয়া ঠিক না৷ আপনি যত বেশি লেভারেজ নিবেন তত বরো লট সাইজ নিতে পারবেন৷ যার ব্যলেন্স কম 100 বা 200 ডলার তারা অবশ্যই বেশি লেভারেজ নিবেন না৷ যত লেভারেজ কম নিবেন আপনার ব্যালেন্স ততই নিরাপদ থাকবে মানে আপনি লট সাইজ বরো নিতে চাইলেও তা পারবেন না৷
-
আমি মনে করি যে, ফরেক্স মার্কেটে লিভারেজ খুবি প্রয়োজন কারন আমাদের পক্ষে বেশি টাকা ইনভেস্ট করা সম্বভ হয়না ।কম টাকা দিয়ে আমরা লিভারেজের মাধ্যমে বড় ট্রেড করতে পারি। তবে লিভারেজ নেওয়ার ক্ষেত্রে আমাদের কে ভেবে চিন্তা করে নিতে হবে এই জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করতে সুবিধা হয়।
-
লিভারেজ মানে হচ্ছে লোন। আপনার কি পরিমান লোনের দরকার এবং আপনি কতটুকু ফরেক্স সম্পর্কে জানেন তার উপর নির্ভর করে আপনি লোন নির্ধারন করতে পারেন। তবে আমি মনে করি যদি আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ এবং ভাল ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি ১:৫০০ লিভারেজ ব্যবহার করতে পারেন। আর নতুন ফরেক্স ট্রেডারদের ক্ষেত্রে আমি মনে করি লিভারেজ ১:৫০ এর বেশি নেওয়া ঠিক নয়।
-
আপনার বক্তব্যটির অর্থ হ'ল বড় লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রথম সামান্য লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে, এফএক্সে আমরা বলতে পারি যে আমাদের নির্দিষ্ট পরিমাণের পোস্টগুলি সামঞ্জস্য করতে হবে, আমরা প্রতিদিন এফএক্স ইত্যাদি সম্পর্কিত কয়েকটি বিষয় শিখতে পারি। এই প্রক্রিয়াটিতে আমরা পারি আমাদের ট্রেডিং সহজেই উন্নত করুন এবং শীঘ্রই এমন একটি দিন আসবে যখন আমরা প্রতিদিনের ভিত্তিতে এই ছোট লক্ষ্যগুলি অর্জন করতে না পারলে আমরা একজন ভাল ব্যবসায়ী হব।
-
লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। লিভারেজ ছাড়া ফরেক্সে ট্রেড করা যায় না বললেই চলে। কারন ১ডলার দিয়ে ট্রেড করে তেমন কিছু করা যায় না। কিন্তু লিভারেজ নিলে এই পরিমান তা ততগুন বেড়ে যায় আপনি যেই অনুপাতে লিভারেজ নিবেন। যেমন আপনি যদি ১ঃ১০০ অনুপাতে নেন তবে ১০০গুন বেড়ে যাবে। এটি একাউন্ট খোলার সময়ই পছন্দ অনুসারে সিলেক্ট করে দিতে হয়।
-
লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। লিভারেজ ছাড়া ফরেক্সে ট্রেড করা যায় না বললেই চলে। কারন ১ডলার দিয়ে ট্রেড করে তেমন কিছু করা যায় না। কিন্তু লিভারেজ নিলে এই পরিমান তা ততগুন বেড়ে যায় আপনি যেই অনুপাতে লিভারেজ নিবেন। যেমন আপনি যদি ১ঃ১০০ অনুপাতে নেন তবে ১০০গুন বেড়ে যাবে। এটি একাউন্ট খোলার সময়ই পছন্দ অনুসারে সিলেক্ট করে দিতে হয়।
-
লিভারেজ যেমন ভাবে খুশি তেমন ভাবে নিতে পারেন । তবে লি ভারেজ ব্যবহার করার সময় আপনাকে অনেক বেশি সর্তক থাকতে হবে । কারন লিভারেজ ব্যবহার আপনার ফরেক্স ট্রেডিং এর জন্য অনেক সময় যেমন ভাল আবার অনেক সময় অনেক খারাপ । বেশি বেশি ট্রেড ওপেন করলে বা বড় লটে ট্রেড ওপেন করলে লিভারেজ আপনাকে বারাটো বাজিয়ে দিতে পারে ।
-
প্রতিটি ব্রোকারই লিভারেজ দিয়ে থাকে আপনি একাউন্ট খোলার সময়েই লিভারেজ অপশনটা দেখতে পাবেন সেখান থেকে চাহিদা অনুযায়ী লিভারেজ নিতে পারবেন। তবে লিভারেজ আপনি যেমনই নেন না কেন ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট মেনে সঠিকভাবে ট্রেড করতে হবে।
-
লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন। লিভারেজ ছাড়া ফরেক্সে ট্রেড করা যায় না বললেই চলে। কারন ১ডলার দিয়ে ট্রেড করে তেমন কিছু করা যায় না। কিন্তু লিভারেজ নিলে এই পরিমান তা ততগুন বেড়ে যায় আপনি যেই অনুপাতে লিভারেজ নিবেন। যেমন আপনি যদি ১ঃ১০০ অনুপাতে নেন তবে ১০০গুন বেড়ে যাবে। এটি একাউন্ট খোলার সময়ই পছন্দ অনুসারে সিলেক্ট করে দিতে হয়।