-
অন্যান্য হালাল ব্যবসায় যেমন শ্রম , বুদ্ধি , সময় দিয়ে ব্যবসা পরিচালিত হয় ঠিক তেমনি ফরেক্স ব্যবসায় শ্রম , বুদ্ধি , সময় দিয়ে ব্যবসা পরিচালনা করা হয় । তাই আমি মনে করি ফরেক্স ব্যবসা হালাল ব্যবসা । অন্যান্য ব্যবসায় যেমন লাভ লস আছে তেমন ফরেক্স ব্যবসায় ও লাভ লস আছে । ইসলামিক দৃষ্টিতে সুদ খাওয়া হারাম আর ফরেক্স ব্যবসায় কোন সুদ খাওয়া যায়না তাই আমি মনে করি ইসলামিক দৃষ্টিতে ফরেক্স ব্যবসা একটি হালাল ব্যবসা ।
-
আমার মতে ফরেক্স একটি হালাল ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা যদি সুদ মুক্ত এ্যাকাউন্ট করি তাহলে আমার মনে হয় ফরেক্স আমাদের জন্য হালাল। কারন- যে ব্যবসায় লাভ লস আছে তা হালাল ব্যবসা। সুধু লাভ থাকলে ভিন্ন কথা ছিল। আর যেহেতু এখানে আমাকে পরিশ্রম করতে হচ্ছে তাই আমি মনে করি হারাম হওয়ার কোন কারন নেই।
-
আমরা মনে করি ইসলামিক দৃষ্টিতে ফরেক্স একটি হালাল ব্যবসা কারন ফরেক্স যেহেতু একটা বিজনেস এবং এ ব্যবসায় লাভ লস দোনোটা আছে তাই আমরা ভলব এ ব্যাবসা হালাল।
-
ইসলাস ব্যবসাকে হালাল এবং সুদ গ্রহনকে হারাম ঘোষনা করেছে আর এই দিক দিয়ে বিচার করলে যে ব্যবসায়ের সাথে মানসিক এবং শারিরিক শ্রম এবং লাভ লসের সম্ভাবনা উভয় জড়িত। সেই বিচার বিশ্লেষণ করে দেখলে ফরেক্স ব্যবসায় হালাল, আর ব্যবসায়ের সব গুনাবলি ফরেক্স ব্যবসায়ের মধ্যে বিদ্যমান। আমার এ ব্যপারে পরিপূর্ন ধারনা নেই আমার যতটুকু মনেহয় এটা বৈধ। তারপরো যা জানি তাই বললাম।
-
এই বিষয় নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি। আল্লাহ ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন। আমার যুক্তিগুলো আমি তুলে ধরছি।
১. ব্যবসায় ঝুকি থাকে, ফরেক্সেও আছে।
২. ঝুকি থাকে বলেই ব্যবসায়ে লাভ/লস থাকে, এখানেও আছে।
৩. এখানে কোন অবৈধ পণ্য কেনাবেচা হয় না।
৪. কাউকে ঠকানোর কিছু নেই এখানে।
৫. সোয়াপ মুক্ত একাউন্টের ব্যবস্থা আছে।
৬. লিভারেজের মাধ্যমে লট কিনতে যে পরিমান অর্থ ব্রোকার আমাকে ধার দেয় তার কোন সুদ আমাকে দিতে হয় না।
৭. ফরেক্স জুয়া না। কারন আমি এনালাইসিস বা হিসাবনিকাশ করেই বাই বা সেল করছি যা দাম বাড়া বা কমার সাথে সম্পৃক্ত। আর মার্কেটে আর সবাই ঐ সময় যে দামে বাই সেল দিচ্ছি আমি তার বাইরে না।
৮. এখানে সুদের মত বসে বসে মাস গেলে টাকা পাওয়া যায় না। প্রতিনিয়ত একটা পিপ লাভের জন্য মাথা খাটাতে হয়।
সুদের বেলায় জামানত দিতে হয়। এখানে হয় না। সুদের বেলায় লাভ নির্দিষ্ট হারের কম বা বেশি পাওয়া যায়না। এখানে কেউ ঝুকি নিয়ে টার্গেট এর চেয়ে ৪/৫ বা ১০-১০০ পিপও লাভ করতে বা হারাতে পারে।
# রিকোয়েস্ট থাকবে সবার কাছে যদি আমার যুক্তিগুলোতে ভুল থাকে তবে আমাকে ইনবক্সে এই পোস্টেরর লিংক সহ জানান।
## যেদিন আমি বুঝব যে ফরেক্স হারাম সেদিন থেকেই আমি আমার সাধের ফরেক্স থেকে সরে যাব।
### তবে বাইনারি ফরেক্স আমার কাছে হারাম মনে হয়েছে। কারন, এটাতে শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট আপ হবে নাকি ডাউন হবে শুধু তাই কমান্ড করতে হয়। অই সময় শেষ হলে সময়ের শেষ মুহুর্ত পর্যন্ত মার্কেট আপনার দিকে থাকলে আপনি উইনার, আর না থাকলে লুজার। সুদের বেলায় মুলধন হারানোর সম্ভাবনা কম, লাভই বেশি। কিন্তু ফরেক্সে প্রতি পদেই মুলধন হারানো বা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
-
ইসলামিক দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং হালাল না হারাম তার নিশ্চিত উত্তর আমি দিতে পারবো না। কারন ইসলাম অনেব পুরোনো ধর্ম। এর সকল নিয়ম কানুন অনেক পুরোনো। যখন ইসলামের বিধিবিধান তৈরি হয় তখন ফরেক্স ট্রেডিং ব্যবসায় শুরু হয়নি। যার কারনে সরাসরি কোনো ইসলামিক সমাধান ফরেক্স বিষয়ে নেই।
-
আমি যখন প্রথম থেকে ফরেক্স করছিলাম ঠিক তখন থেকেই আমার মনে একটা বিষয় নিয়ে বারবার সন্দেহ হচ্ছিল ঠিক ফরেক্স হালাল নাকি হারাম ! তবে আমি যার কাছে ফরেক্স শিখি অর্থ্যাৎ আমার ফরেক্স গুরু হলেন একজন হুজুর এবং বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসে থেকে তিনি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন তিনি আমাকে ফরেক্স হালাল বিষয়ের উপর অনেক তথ্য উপাত্ত দেখালেন এবং এটা অনেকটা নিশ্চিত করলেন যে ফরেক্স হল হালাল একটা ব্যবসা
-
ফরেক্স ইসলামিক দুষ্টিতে কোন খারাপ কিছু ন্য। আমরা বলতে পারি ফরেক্স ইসলামিক দুষ্টিতে হালাল। কেন না এখানে হয়তো সুদের ব্যবস্থা আছে। কিন্তু আপনি যদি না চান সেটা বন্ধ রাখতে পারেন। আপনি সুদ মুক্ত আকাউন্ট করে ভালো ভাবে হারাম ভাবে হালাল ভাবে ফরেক্স ট্রেড চালিয়ে যেতে পারেন।
-
আমার মনে হয় যে ব্যবসায় লাভ এবং লস আছে তাহাই হালাল। তাই ফরেক্স মার্কেট আমার দৃস্টিতে হালাল। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অনেক সময় অনেক ট্রেডারকে অনেক লস দিতে হয়।তেমনেই অনেকে লাভও করে।
-
সততার সাথে যে ব্যবসায় মূলধন, মেধা, শ্রম ও সময় দেয়া হয় এবং তা থেকে যদি আয় হয় তবে তা অবশ্যই হালাল। এখানে যারা সৎভাবে ট্রেড করে তাদের জন্য এরচেয়ে লাভজনক হালাল ব্যবসা আর দ্বিতীয়টি নেই। আর যারা এটাকে জুয়া মনে করে রাতা রাতি বড়লোক হতে চান তাদের জন্য এটি হারাম।