ভাল মানের ট্রেডার হওয়ার জন্যে শুধু ৬ টি নয় এরকম আরো শত শত টিপস রয়েছে । তবে এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করা । নিয়মিত মানি ম্যানেজমেন্ট করা । অতিরিক্ত ইমোশনাল না হওয়া । কোন অবস্থাতেই লোভ করা যাবেনা ।
Printable View
ভাল মানের ট্রেডার হওয়ার জন্যে শুধু ৬ টি নয় এরকম আরো শত শত টিপস রয়েছে । তবে এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করা । নিয়মিত মানি ম্যানেজমেন্ট করা । অতিরিক্ত ইমোশনাল না হওয়া । কোন অবস্থাতেই লোভ করা যাবেনা ।
ভালো ট্রেডার হওয়ার জন্য ৬ টি গুরুত্ব পূর্ণ বিষয় থাকা দরকার যেমন :১। আগে ভালো করে শিখতে হবে ২। ডেমো করতে হবে। ৩। মার্কেট আপনার বীপরিতে গেলেও কখনো হতাশ হবেন না । ৪। মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে । ৫। ডেমো একাউন্ট করে ট্রড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে । ৬। কম মাত্রার লিভারেজ নিয়ে ছোট আকারের লাভের প্রত্যাশা করতে হবে।:):ok:
ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো ট্রেডার হওয়ার জন্য 6 টি গুরুত্ব পূর্ণ বিষয় হলো :-
1। আগে ভালো করে শিখতে হবে তার পর টাকা আয় করার কথা চিন্তা করতে হবে।
2। প্রথম থেকে শুরু করতে হবে।
3। নিজের এনালাইসিস ব্যবহার করতে হবে।
4। ডেমো করতে হবে।
5। এক্সার্পাট হতে হবে।]
6। ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে । এবং ধর্য্যশীল হতে হবে।
এ ছয়টি বিষয় মাথায় রাখতে পারলে অবশ্যই ভালোভাবে ফরেক্স এ টিকে থাকা যাবে।
হা বন্ধুরা আমিও আপনাদের শাথে একমত পশন করছি যে ফরেক্স এমন আক্তা বেবসা যা শুরু করতে গেলে আমদের প্রথম এ ৬ টা পন্থা অনলম্বন করা উচিত। তা না হলে আমরা ফরেক্স বেবসাই উন্নতি করতে কখনই সক্ষম হব না। তাই দেরি না করে আগে এই প্রথম ৬ টা কৌশল জানা খুবই গুরুত্ব।
ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে । তবেই আপনি সফল হতে পারবেন । প্রথমত, নিয়মিত প্রধান কারেন্সী গুলি কি পরিমান মুভমেন্ট হচ্ছে তা ফলো করতে হবে ,মার্কেট টেকনিক্যালি ও ফান্ডামেন্টাল এনালাইসিস জানতে হবে , বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রেটেজি দেখতে হবে ইত্যাদি ।
যে ট্রামগুলো দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে আমাদের জন্য অতীব জরুরী বিষয়্ । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা শুধু আসি টাকা ইনাকামের জন্য নয় বরং নিজেকে একজন বিশ্ববিখ্যাত ট্রেডার হিসেবে প্রমাণ দিতেও আমরা আসি । সেই হিসেব অবশ্যেই আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেকে একটা ভালো লেবেলে নিয়ে যাওয়ার জন্য । লস করলেও তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ।
ভালো ট্রেডআর এর ৬ টি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছেঃ ১)ধিরতা, ২)দক্ষতা, ৩)পরিশ্রমি, ৪)ট্রেড সম্পর্কে সঠিক ধারনা ও অভিজ্ঞতা, ৫)আত্মবিশ্বাস, এবং ৬)আত্মসংযমী।
ভালো ট্রেডার হতে হলে অবশ্যই আত্নবিশ্বাসি হতে হয়। ফরেক্স এর বেসিক ধারনা থেকে শুরু করে ডেমো ট্রেড পর্যন্ত ভালো ভাবে শিখতে হবে। মার্কেট এনালাইসিস করা জানতে হবে এবং মানি ম্যনেজমেণ্ট জানতে হবে। অতিরিক্ত লোভের আশা কখনো করা যাবে না। ইন্ডিকেটর এর উপর কম নিরভরশীল হতে হবে। সবসময় কম ঝুঁকি নিয়ে ট্রেড করার চিন্তা থাকতে হবে।ভালো ট্রেডিং স্ট্রাটেজি গরতে হবে।
১#ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷২#১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷৩#লাগবে একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷৪#লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷৫#ভালো করে এনালাইসিস করতে হবে৷ ১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷ ৬#বড় টাইমফ্রেমে লংটার্ম ট্রেড করার অভ্যাস করতে হবে৷