-
আমাদের দেশের চাকুরী বা কর্মসংস্থানের যে অবস্থা তা দেখে রিতিমত হতাশ হওয়া ছাড়া আর কোন উপায় নেই আর এই অবস্থা আপনা আপনি ভাবে কখনোাই শেষ হবাও নয় তাই এই অবস্থা থেকে বেরোনোর সহজ এবং সঠিক উপায় হল আত্নকর্মসংস্থান আর ফরেক্স ট্রেডিং এরুপ কাজের জন্য বেশ উপযোগি তাই আমি ফরেক্সকে বেশ গুরুত্ব দিয়ে থাকি।
-
ফরেক্স মানুষ আসার আগে এর প্রতি আকৃৃষ্ট হয় এবং একটা সময় গিয়ে দেখা যায় যে ফরেক্সের প্রতি সে আগ্রহ আর দেখা যায় না অনেকেরে মধ্য কেননা মার্কেটে আসার পরেই অনেকে বাস্তবতা ও তাদের প্রত্যশার মধ্য অাকাশ পাতাল তফাৎ দেখতে পায় এবং এতে তারা হতাশ হয়ে পড়ে । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে পরিশ্রম ও চেষ্টা অব্যহত রাখতে হবে । যাতে করে অনেক বেশি ইনকাম করা যায় ।
-
আমাদের দেশে বেকার সমস্যা দিনে দিনে কঠিন অবস্থা ধারণ করেছে । আমাদের সবার একটাই মনোবৃত্তি লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি পেলেই আমরা খুশি । কিন্তু চাকরি পাওয়া কি এত সহজ আর মন মতো চাকরি তো রূপকথার বস্তূ । যারা চাকরি পায় তারা কোনোরকম দিন পার করে আর যারা পায় না তারা হতাশায় ভোগে । আমাদের উচিত চাকরি খুজার পাশাপাশি ফরেক্স শিক্ষা গ্রগণ করা কিংবা ছাত্র জীবন থেকে ফরেক্সে কাজ করা তাহলে আমাদের চাকরি খুজার সময়টা একটু ভালো কাটতে পারে । ফরেক্স আমাদের ভরসা দিতে পারে কিছুটা আর্থিক স্বাধীনতার ।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করা আমি মনে করি সহজ না কারন এখনে ৯৫% ট্রেদার রা লুজার।তাই ফরেক্সকে সবার ভরসা বলা যাই না।তবে ফরেক্স মার্কেটে নিয়মিত পরিশ্রম করলে ঠিকই একদিন সফল হওয়া সম্ভব হবে।
-
আসলে আমাদের অফলাইনে ও আয় করা দরকার। শুধু অনলাইন এ কাজ করলে হবে না। আর তাছার ফরেক্স অত্যন্ত ঝুকিপূর্ন ব্যবসা। এখানে লাভ বা লস হতে পারে। আপনি যদি চাকরির পাশাপাশি ফরেক্স করেন তাহলে আমার মনে হইয় এটা বেস্ট হয়।
-
ফরেক্স আমাদের জন্য আসির্বাদ সরুপ বাংলাদেশে যে ভাবে বেকারত্বে সংখ্যা বাড়তেছে বিশেষ করে শিক্ষত বেকার সংখ্যা দিন দিন ভংকর আকারে রুপ নিচ্ছে, এই বেকার সমস্যা দুর করার মত আমাদের দেশে কর্মসংস্থান খুবই কম, তাই ফরেক্স বেকার সমস্যা দুর করার জন্য বড় একটি মাধ্য হতে পারে। এর জন্য কিছু লোকের নিরস্বার্থ ত্যাগের প্রয়োজন।
-
আমরা সবাই ফরেক্স করে থাকি নিজেকে স্বাবলম্ভী করে গড়ে তোলার জন্য। কিন্তু কজনে পরে নিজেকে স্বাবলম্ভী করে গড়ে তুলতে? সবাইকেই বুঝতে হবে যে ফরেক্স হল একটি ব্যবসা। আপনি যদি ব্যবসা না শিখে ব্যবসা করা শুরু করেন তাহলে আপনি লস করবেন। তাই আগে ভাল ভাবে ব্যবসাকে শিখতে হবে। তারপরে করতে হবে।
-
আমাদের দেশে সীমিত কর্মসংস্থান আর এ কারনে কর্মের সন্ধানে ঘুরতে ঘুরতে চাক্রির বয়স শেষ হয়ে যায় তাই শুধু চাক্রির সন্ধানে না ঘুরে ফরেক্স এ আসলে হতাসা দূর হতে পারে এখানে ট্রেড করে সফল হলে নিজেই নিজের কর্মসংস্থান করে আর্থিক উন্নয়ন করা সম্ভব।তাই ফরেক্স কে মাধ্যম করে নিজেই নিজের কর্মসংস্থান এর ব্যাবস্থা করাই ভালো।
-
ফরেক্স এর পাশাপাশি আপনি ছোট একতা ব্যবসা বা চাকুরি করতে পারেন। শুধু ফরেক্স করে রিক নিয়ে আয় করা যায় না। কারন এখানে যে লাভ করা যাবে তার কোন নিশ্চয়তা নেই। লাভ করার জন্য সময় লাগে। আর অফলাইন এ একটা আয় থাকলে মাথায় অনেক চিন্তা ও কম থাকে।
-
ভাল একটি ইন কামের উপ্র ভিততি ক্রে আপনি নিজেকে ইষ্টাবিলিষ্ট ক্রতে ফ্রেক্সের উপ্র ভ্রসা ক্রতে পারেন ।যে কোন পেশার পাশাপাশি ফুল টাইম, পারটটাইম ভাবে নিজেকে ফ্রেক্সে সাঠে যোগদান ক্রলে এক্সময় আপনি এই মারকেট প্লেস থেকে ভাল কিছু ক্রতে পারবেন ।