-
একটা জিনিস খেয়াল করুন, আপনি কিন্তু এখানে
মূদ্রার বিনিময় করছেন। মনে করুন ইউরো জিবিপির
ক্ষেত্রে প্রাইস শো করছে ১.২৩৫৬৪, অর্থাৎ আপনি
১.২৩৫৬৪ ইউরো দিয়ে দিয়ে ১ জিবিপি ক্রয় করতে
পারবেন। যেহেতু আপনার ডলার একাউন্ট তাই
১.২৩৫৬৪ ইউরো তে যত ডলার হয় তত ডলার দিয়ে
আপনি ১ জিবিপি কিনবেন। ব্রোকার এটা
স্বয়ংক্রিয় ভাবে কনভার্ট করে নিবে। এটা নিয়ে
না ভাবলেও চলবে।
-
আমরা জানি, সারা বিশ্বের সকল বড় বড় কেন্দ্রীয় ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী, ইনভেষ্টমেন্ট কোম্পানী, ফিনানসিয়াল কোম্পানী, প্রাইভেট ফান্ড এবং আমরা খুচরা ট্রেডারগণ মিলে সবাই একযোগে এই মার্কেটে লেনদেন করছে৷ অনলাইনের সুবাদে বিশ্বের সবাই এখানে ব্যাবসা করার সুযোগ পাচ্ছে ৷ আমি মনে করি অদূর ভবিষ্যতে এই ব্যবসাটা আরও জনপ্রিয়তা অর্জন করবে ।
-
ফরেক্স প্রায় পৃথিবির ১৫ ভাগের বেশি লোক এখন ফরেক্স ব্যবসা করছে।তবে ফরেক্সের জনপ্রিয়তা দিনদিন এত পরিমানে বাড়ছে যে এখন আর নিশ্চিত ভাবে বলা যাবে না।বাংলাদেশের বেশিরভাগ লোক বেকার তাই আমার মনে হয় মার্কেট সম্পর্কে ভাল্ভাবে পড়ালেখা করে ফরেক্স মার্কেটে কাজ করুক।
-
সঠিক পরিসংখ্যান আমার জানা নাই। তবে খুব কম মানুষই ফরেক্স বিষয়ে জানে। আমার মতে 5% লোক হয়ত ফরেক্স করেন।10% লোক হয়ত ফরেক্স বিষয়ে জানেন কিন্তু ফরেক্স করেন না। বাদ বাকি লোক ফরেক্স কি জিনিস তা জানেই না।
-
এই থ্রেডের টপিকের সাথে সামঞ্জস্যতা রেখে উত্তর দিতে চেষ্টা করতে ওনুরোধ করব সবাইকে। পৃথীবীর ১৫% লোক ফরেক্সের সাথে সরাসরি জড়িত। তবে আমরা হলাম বিশ্ব বাজারের একটা অংশ। সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফরেক্সের সাথে জড়িত। হয়ত অনেকে বলবেন এটা কিভাবে সম্ভব। সবার অর্থনৈতিক কাজের প্রভাবই দেশের অর্থনীতিতে পরে। তবে সরাসরি জড়িত লোকের সং্খ্যা দিন দিন আরও বাড়বে।
-
একটি বিষয় লক্ষণীয়, তা সত্ত্বেও, আপনি এখানে কয়েন ব্যবসায় করছেন। ধরুন ইউরো গিগাবাইটের ব্যয়টি 1.23564 ইঙ্গিত করছে যা বোঝায় যে আপনি 1.23564 ইউরো দিয়ে 1 জিবিপি কিনতে পারবেন। যেহেতু আপনার ডলারের একাউন্ট রয়েছে তাই আপনি ১.২৩৫64৪ ইউরোর সমান সংখ্যক ডলার সহ ১ জিবিপি কিনবেন। মধ্যস্থতাকারী এর পরিবর্তে পরিবর্তিত হবে। আপনি তা বিবেচনা না করেই নির্বিশেষে।
-
ফরেক্স সম্পর্কে ঠিক কত % মানুষ জড়িত এটা বলতে পারবোনা। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে ফরেক্স এর সাথে অনেকেই জড়িত হচ্ছে। কিছুদিন আগেও এতটা জনপ্রিয় বা পপুলার হয়ে উঠে নাই এখন যেমন হচ্ছে। আসলে সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন ঘটে যেভাবে এখন ফরেক্স আ তরুণ রা ঝুকছে এতে করে বলা যায় ফরেক্স মার্কেটে অনেক % মানুষ কাজ করে।এটি একটা আন্তর্জাতিক মানের বাজার যেখানে মানুষের আনাগোনা বেশি হওয়াটাই সাভাবিক।
-
বৈদেশিক মুদ্রার বিনিময় চলছে বিশ্বের সমস্ত দেশগুলিতে। যাই হোক না কেন, বাজারে ডিলারের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি। বাজার বিনিময় করতে, একটি প্রয়োজন অবদান রাখতে পারে। বিশ্বের আত্মীয়রা কী স্তরের বৈদেশিক মুদ্রা করছে তা বলা মুশকিল। ব্যবসায়ীদের পরিমাণ ধাপে ধাপে প্রসারিত হচ্ছে।
-
ফরেক্স বিশ্বের ১৫ শতাংশেরও বেশি লোক ফরেক্স বাণিজ্য করে, তবে ফরেক্সের জনপ্রিয়তা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে এটি এখনই নিশ্চিত করে বলা যায় না।
-
বর্তমানে ইন্টারনেটের প্রসারে বর্তমানে প্রতিনিয়ত ফরেক্স ট্রেডারের সংখ্যা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে।হ্যা বর্তমানে বিশ্বর ১৫% লোক ফরেক্স এর সাথে সরাসরি যুক্ত। এটা শুধু মাত্রই এক্টিভ বা সচল প্রত্যক্ষ ট্রেডারের সংখ্যা। কেননা অদক্ষতা ও পর্যাপ্ত জ্ঞানের অভাবে, প্রতিদিন একটা বৃহৎ সংখ্যক ট্রেডার ব্যর্থ হয়ে ফরেক্স থেকে ঝরে যাচ্ছে। এছাড়াও পরোক্ষ ভাবে একটা বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী ফরেক্স এর সাথে জড়িত। সেই সাথে প্রতিনিয়ত ফরেক্স ট্রেডারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছেই।