আসলে আপনি ফরেক্স এ টাকা ইনভেস্ট করার পর, সেটা ব্রোকার এর একাউন্ট এ চলে যায়, তখন ভ্রকের আপনাকে এই সুযোগ করে দেয়, যে আপনি চাইলে যেকোনো পেয়ার এর সাথে লেনদেন করতে পারছেন. আপনি বাই অথবা সেল দিতে পারছেন. এখানে ট্রেডিং এর পর লাভ অথবা লস তারা ডলার এ হিসেব করে দেয়. অনেকে আবার ডলার বেতিত ইউরো, পাউন্ড ও ইনভেস্ট করতে পারেন.