ফরেকাস যেমন সুবিধা আছে তেমন অনেক অসুবিধা আছে।অনেক সময় কাজ করার সময় আমরা অনেক সমস্যায় পড়ি। তাই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের ফরেক্স সর্ম্পকে জানতে হবে এবং বেশি করে অনুশীলন করতে হবে এবং সমস্যার সমাধান খুজতে হবে।
Printable View
ফরেকাস যেমন সুবিধা আছে তেমন অনেক অসুবিধা আছে।অনেক সময় কাজ করার সময় আমরা অনেক সমস্যায় পড়ি। তাই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের ফরেক্স সর্ম্পকে জানতে হবে এবং বেশি করে অনুশীলন করতে হবে এবং সমস্যার সমাধান খুজতে হবে।
আমার মনে হয় ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।
ফরেকস এ টিকে থাকার জন্্য ইমোশন কনট্্রল করা বেশি জরুরী । এই ইমোশনের কারনে ফরেকস ট্রেডার রা অনেক বেশি লাভারেজ ব্য্বহার করে বেশি লাভ করার লোভে বড় লটে টরেড ওপেন করে যার ফলে বড় লট এর ওজন বেলেন্স বহন করতে পঅরে না, কয়েক পিপস বিপরীত দিকে গেলেই বড় লট এর ওজনে বেলেন্স ০০ হয়ে টরেড কো্লজ হয়ে যায় , আর টরেডার হয় ফতুর ।
আপনাকে এই সমস্যা থেকে বের হতে হলে ফরেক্স মার্কেট এর কিছু আইন মেনে ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করে বেশি আয় করার আসা করা জাবেনা,বেশি লোভ করা জাবেনা,ঠাণ্ডা মাথাই ট্রেড করতে হবে,স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে,এনালাইসিস করে ট্রেড করতে হবে।আপনি যদি এই বিষয় গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন এবং একজন সফল ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে গোড়ে নিতে পারবেন।
ফরেক্স এর মূল সমস্যা হল বের হয়ে আসা । এর উপায়গুলো নিম্নে দেয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করে থাকা ।
(২) ফরেক্স নিউজ দেখা ।
(৩) ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করা ।
ফরেক্স আর এইসব ঝামেলা থেকে উত্তরণের উপায় হলো অভিজ্ঞতা.কারণ এইখানে আপনার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই.আপনি যথেষ্ট দক্ষ ট্রেড করার জন্য কিন্তু আপনি লসের মধ্যে পড়ে যান যখন আপনি অভার কনফিডেন্স হয়ে যান.আর এইসব ওভার কনফিডেন্স এইগুলো অভিজ্ঞতার অভাবেই হয়.তাই করতে করতে আপনি এইগুলো শুদ্রে নিতে পারবেন.
ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে । ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। লোভ সামলাতে হবে। প্রতি ট্রেড এ স্টপ লস , টেক প্রফিট বসাতে হবে। যেহেতু স্বাভাবিক ভাবে লাভ করতে পারচেন সেহেতু ওভার কনফিডেন্স টা বাদ দিতে পারেন তাহলে আপনি সফল হবেন।
ফরেক্স মার্কেটে আমি মনে করি মূল সমস্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের জ্ঞান ছড়া ট্রেডিং শুরু করা। এতে অনেক সমস্যা হতে পারে। ফরেক্স মার্কেট বিশাল একটি মার্কেট। এই মার্কেট সম্পর্কে শিখার কোন শেষ নাই। কিন্তু এই মার্কেটে ট্রেডিং শুরু করার আগে বেসিক জ্ঞান অর্জন করতে হবে। না হয় এই মার্কেটের শত চ্যালেঞ্জের মুখে একাউন্ট রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে।
ফরেক্স মার্কেটে আপনি যদি কোন সমস্যা পড়েন তবে আপিনার সমস্যা আপনি নিজেই করতে হবে কারন আপনি জানবেন কি কারনে আপনি সমস্যায় পরেছেন। আর আপনি যদি অতিরিক্ত ট্রেড করেন তবে আপনার সমস্যা হতেই পারে তাই আপনি যদি লোভ না করেন তাহলেই ভাল।
ফরেক্স লসের অন্যতম কারন হলো অভার ট্রেডিং করা। ফরেক্সে আমরা যে যত বেশি লোভ করবো তাদের লসের পরিমাণ তত বেশি বারবে।। তাই লোভ বিহিন ট্রেড করতে না পারলে আমাদের ফরেক্স ট্রেড থেকে বিরত থাকা উচিৎ।। আমি নিজেও অনেক সময় লোভে পরে বড় লটে ট্রেড করে অনেক লস খাইছি।।