হেজিং জিনিসটার সম্পর্কে তেমন ধারনা নেই আমার। অবশ্য আগে কয়েকবার এটা সম্পর্কে শুনেছি। কখনোীপ্লাই করে দেখিনি। আপনার পোস্ট দেখে এপ্লাই করার ইচ্ছা জাগছে। আপনি বলেছেন এতে লসের তুলনায় লাভই বেশি হবে। দেখা যাক কি হয়। যে ৬টি পয়েন্ট উল্লেখ করেছেন সেগুলো সম্পর্কে টুকটাক ধারনা আছে। আপনি যদি নিউজ ভাল বুঝেন তাহলে ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করতে পারেন আর যদি আপনি হেজিং করতে পচন্ধ করেন তাহলে আপনি তাই করতে পারেন তবে আমি মনে করি।