বাংলাদেশে ফরেক্স ট্রেনিং সেন্টার খুবই প্রয়োজন । তার কারণ বাংলাদেশের অনেক মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও ট্রেনিং সেন্টার এর অভাবে ফরেক্স এ ট্রেডীং শুরু করতে পারছে না । ফরেক্স ট্রেডীং আমাদের দেশের অর্থনীতি তে ব্যাপক প্রভাব ফেলতে পারে ।
Printable View
বাংলাদেশে ফরেক্স ট্রেনিং সেন্টার খুবই প্রয়োজন । তার কারণ বাংলাদেশের অনেক মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও ট্রেনিং সেন্টার এর অভাবে ফরেক্স এ ট্রেডীং শুরু করতে পারছে না । ফরেক্স ট্রেডীং আমাদের দেশের অর্থনীতি তে ব্যাপক প্রভাব ফেলতে পারে ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করে বেকারত্ব দূর করা সম্ভব চিন্তা টা ইউনিক তবে আসলেই তা কি সম্ভব। কেননা আমরা জানি এখানে শতকরা ৯০ জন লুজার। এতে আর যা হোক বেকারত্ব সমস্যা সমাধান করা সম্ভব না। এতে আরো বেকার এর সমস্যা বাড়ার সম্ভাবনা আছে।
অবশ্যই ফরেক্স দারা বেকারত্ব ধুর করা সম্ভব কারন আমাদের দেশের বেশির ভাগ লোক বেকার আর আজ তারা ফরেক্স করে একটি কাজ হিসাবে বেছে নিয়েছে সবাই তারা তাদের বেকার সমশ্যার সমাধান করতে পারছে তা সুধু মাত্র ফরেক্স মার্কেটে কাজ করে।
বাংলাদেশের শিক্ষিত মা্নুষের হার বাড়ছে, অনেকেই উচ্চশিক্ষিত হচ্ছে। দেশে শুধু শিক্ষিত মানুষ থাকলেই হবে না, মানুষ গুলোর মৌলিক চাহিদার উপর ও নজর দিতে হবে। দেশে শিক্ষার হার বাড়লের বাড়েনি কর্মস্থান সে পরিমানে। তাই এই সমস্য অনেক টা অন-লাইন আয়ের দ্বারা আমরা মিটানে পারি।
ফরেক্স দ্বারা বেকারত্ব দূর করার ইচ্ছা থাকলে বেকারত্ব দূর করা সম্ভব আর ইচ্ছা না থাকলে সম্ভব নয়।
ফরেক্স ট্রেডিং করে বাংলাদেশের অনেক বেকার যুবক তাদের অর্থনীতির পরিবরতন আনতে পারে। তাদের সম্মান তাহলে সমাজের কাছে বাড়তে থাকবে। মটকথা তারা আর বেকার থাকবে না। ফরেক্স ট্রেডিং তাদের জন্য এক্তা ভাল প্লাটফরম হতে পারে। বেকার ভাইদের সফলতা কামনা করি।
ফরেক্স করে অবশ্যই সাবলম্বী হওয়া যায়।কারন বাংলাদেশের প্রধান সমস্যা বেকারত্ব।ফরেক্স ট্রেড এর মাধ্যমে বেকারত্ব দুর করে সাবলম্বী নাগরিক হিসাবে গড়ে উঠে দেশের উন্নয়নে অবদান রাখা যায়।
অবশ্যি ফরেক্স করে বেকারত্ত দূর কয়ার যায় । শিক্ষিত মা্নুষের হার বাড়ছে, অনেকেই উচ্চশিক্ষিত হচ্ছে। দেশে শুধু শিক্ষিত মানুষ থাকলেই হবে না, মানুষ গুলোর মৌলিক চাহিদার উপর ও নজর দিতে হবে। দেশে শিক্ষার হার বাড়লের বাড়েনি কর্মস্থান সে পরিমানে। তাই এই সমস্য অনেক টা অন-লাইন আয়ের দ্বারা আমরা মিটানে পারি। অনলাইন কাজের মদ্ধে আছে ফ্রিল্যান্সিং , ফরেক্স , আরো অনেক কিছু ।
আমার মনে হয় এখান থেকে বেকারেত্ত দূর করা সম্ভব।ফরেক্স মার্কেট এখনও আমাদের দেশে ভালকরে বিস্তার কোরতে পারিনি। তাই ফরেক্স মার্কেট যদি আমাদের দেশে বিস্তার কপরতে হই তাহলে আরও সময় লাগবে। আসলে আমরা বেকারত্ব দূর করতে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ফরেক্স মার্কেটের অনবদ্ধ ভুমিকা পালন করে থাকে । ফরেক্স মার্কেটে উপার্জনের মূল বিষয় হল এই মার্কেটে ব্যবসা করতে তেমন মূলধনের প্রয়োজন হয় না । বেস কিছু দিন ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো একটা অবিজ্ঞতা নিয়ে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় ।
বাংলাদেশের মত একটি দেশে ফরেক্স বেকারত্ব দূর করতে অনেক সাহায্য করতে পারে।কারন ফরেক্স ভালোভাবে শিখে আপনি প্রুচুর টাকা আয় করতে পারবেন। আপনার দেখাদেখি আরো দশ জন এই ব্যবসা করতে আগ্রহী হবে। এই ভাবে বেকারত্ব দুর করার জন্য ফরেক্স বিশেষ ভুমিকা পালন করে।তবে আপনাকে ভালো ভাবে শ্রম দিতে হবে এই ফরেক্স শেখার জন্য।আসলে সফলাতা নিরভর করে আপনি কতটুকু কষ্ট করছেন এবং ধৈর্জ রেখেছেন।