সবাই ব্যবসাতে লাভ করতে চায় তারপরেও অনেক সময় লস হয়ে যায়। ফরেক্সেও তেমনি লস হতেই পারে তাই কি আপনি ব্যবসা বাদ দিবেন। লস হলে সবারি খারাপ লাগে তারপর ব্যবসা করতে হয়। তাই আমাদের উচিত হবে ফরেক্স ভাল করে জেনে কাজ করা। আর কখনো উচিত হবে না ফরেক্সে লোভ করা।
Printable View
সবাই ব্যবসাতে লাভ করতে চায় তারপরেও অনেক সময় লস হয়ে যায়। ফরেক্সেও তেমনি লস হতেই পারে তাই কি আপনি ব্যবসা বাদ দিবেন। লস হলে সবারি খারাপ লাগে তারপর ব্যবসা করতে হয়। তাই আমাদের উচিত হবে ফরেক্স ভাল করে জেনে কাজ করা। আর কখনো উচিত হবে না ফরেক্সে লোভ করা।
এতে আমরা আমাদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলি।যেটা আমাদের শরীরের জন্য খুব খারাপ।কারণ একসময় আমরা ট্রেড করতে করতে ক্লান্ত হয়ে পড়ি এবং এর ফলে নিজেদেরকে একটু বিশ্রাম দেওয়া অনেক ভাল ।সুতরাং এসব থেকে আমাদের নিজেদের দূরে থাকা উচিত:woo:
লস হলে মনে খুব কষ্ট আসে। কেননা আমাদের প্রতিটি বিনিয়োগ অনেক কষ্টে গড়া। যখন মার্কেটে ব্যালেন্স জিরো হয়ে যায়, তখন নিজেকে নেপোলিয়নের মত বড় পরাজিত সৈনিক বলে মনে হয়। এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা নিয়মিত ট্রেড করে প্রফিট করা শিখতে পারি।
আমি নতুন এখন ট্রেড করি নাই তাই লস সম্পরকে কিছু বলতে পারব না
লাভ লস ব্যবসারই অংশ । তবে আমরা লাভকে যেভাবে গ্রহণ করি ঠিক সেভাবে আমাদের লসকে গ্রহণ করি না । আর লস হলেই আমরা অনেক বেশি হতাশাগ্রস্থ হযে যায় । কেননা আমরা সবাই আশা করি লাভের আর আমাদের আশার বিপরীতে লাভ না হয়ে যাদি লস হয় তবে অবশ্যেই তা হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক । তবে অবশ্যই আমাদেরকে ফরেক্স মার্কেটের প্রকৃত অবস্থা সম্পর্কে সচেতন থেকেই লাভ লসকে সমানভাবে গ্রহণ করার মানসিকতা অর্জণ করতে হবে ।
ব্যাবসা করতে হলে লাভ লস আছে এটাই স্বাভাবিক। ফরেক্স ব্যাবসাতে লসের সম্বাবনা বেশি থাকে। আমি যখন লস করি আমার কাছে অনেক খারাপ লাগে। চেস্টা করি কেন লস হয়েছে এই সমস্যা গুলো খুজার জন্য যে ভুলটা একবার হেয়ছে সেভুল যেনা না হয় তার থেকে শিক্ষা নিতে হবে। আসলে লসকে আমরা কেউই খুব সহজ ভাবে নিতে পারি না। আমরা লসকে খুবই বিরক্তিকর ভাবে দেখে থাকি। তবে আমি মনে করি লসকে কেউই খুব সহজ ভাবে নিতে পারে না। তাই আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত তা হল লস কতটুকু আমি নিতে পারব। অযথা বেশি রিক্স নিতে যাব কেন?
ফরেক্সে লস হলে সবারই খারাপ লাগে আর সেটা যদি হয় নতুন ফরেক্স করছে যে তার তবে খারাপ লাগার মাত্রাটা একটু বেশিই হয়। কিন্তু লস করলে আমাদের ভেঙ্গে পরলে চলবে না আবার নতুন করে শুরু করতে হবে। পুরোনো ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লস হলে সেটাতো মেনে নিতেই হবে। লাভ-লস নিয়েই যেকোন ব্যবসা । যেকোন ব্যবসায়ে লস করলে ব্যবসায়ীকের মানসিক অবস্থার ক্ষতি হয় । এতে করে ব্যবসায়ীর চিন্তা অনেক বেড়ে যায় । ফরেক্স ব্যবসায়ের ক্ষেত্রেও ঠিক তেমনি লাভ যেমন আছে লসও তেমন আছে । ফরেক্সে লস হলে মানসিক অবস্থার পরিবর্তন দুইভাবে হতে পারে , যেমন পজেটিভ ও নেগেটিভ । পজেটিভ দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যখন ফরেক্স এ লস হয় তখন ব্যবসায়ী তার লসের কারন খুজে তার থেকে শিক্ষা নেয় , যেন ঐ কারনের জন্য পরবর্তিতে আর লস না হয় । আবার নেগেটিভ দিক দিয়ে যখন দেখা হয় তখন অনেক ব্যবসায়ী ভাবেন এ ব্যবসায়ে যখন লস হয়েছে , তখন এই ব্যবসা আর করবো না । তাই ফরেক্সে লস হলে মানসিক অবস্থার বিভিন্ন পরিবর্তন হত্র পারে ।
ফরেক্সে লস হলে সবারই খারাপ লাগে আর সেটা যদি হয় নতুন ফরেক্স করছে যে তার তবে খারাপ লাগার মাত্রাটা একটু বেশিই হয়। কিন্তু লস করলে আমাদের ভেঙ্গে পরলে চলবে না আবার নতুন করে শুরু করতে হবে। পুরোনো ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লস হলে সেটাতো মেনে নিতেই হবে। ফরেক্সে লস করার তিক্ত অভিজ্ঞতা আমারও রয়েছে আমি যখন ফরেক্সে ট্রেড করে প্রফিটের পরিবর্তে লস করতাম সেই সময় আমার মনে অবস্থা খুবই খারাপ থাকত কিন্তু তার পরও আমি কখনও ভেঙ্গে পরিনি সব সময় আমি ফরেক্সে লস করার সাথে সাথে লসের প্রকৃত কারন কি ছিল তা অননুসন্ধান করে বের করতে চেষ্টা করেছি এবং ঐ ভূল থেকে শিক্ষা গহন করে তার পর আবারও পূর্ন উদ্দর্মে ট্রেডিংয়ে ফিরে গেছি।
আপনার পোষ্ট পড়ে খুব ভাল লাগল। আপনার উপদেশ গুলো মেনে চলার চেষ্টা করব। আপনি আমার মনের অবস্থা যেন বুজতে পেড়েছেন। আমার একাউন্ট প্রায় শুন্য হবার কাছাকাছি। এই একাউন্ট টা আর ভাল লাগছে না । মন চায় নতুন একাউন্ট করে নতুন করে টে্রড করি।
ফরেক্স মার্কেট এ যদি কোন ফরেক্স ট্রেডার লস করে তখন তার মানের অবিস্থা অনেক খারাপ হয়ে যায়, তাত মেজাজ অনেক খারাপ থাকে,লস রিকভারি করার জন্য আবার ট্রেড করে আরও লস হয়ে যায় তাই আমি বলি ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে। যে কোন ব্যবসায় লস করা মানসিক ভাবে অনেক যন্ত্রনা দায়ক । *আমরা লসকে কোন ভাবেই মেনে নিতে পারি না । অন্যদিকে লস না করলে ভাল ট্রেডারও হওয়া যায় না । মার্কেটে লস করলে আমরা মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে লস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত । বারবার লস করতে থাকলে ট্রেড করার প্রতি অনিহা চলে আসে যা আমাদের ফরেক্স মার্কেট থেকে অনেক দুরে ঠেলে দেয় ।