-
ফরেক্স মার্কেটে যে চ্যালেন্জটা সবচেয়ে বড় তা হল টিকে থাকা । টিকে থাকাটােই এখানে অনেক বেশি পরিমানে নির্ভর করে যে আপনি ঠিক কি পরিমানে এখানে সময় দিয়েছেন তার উপর । আর টাকা লাগবে এবং সে বিনিয়োগকৃত টাকাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য প্রয়োজন হবে নিজের দক্ষতা ও প্রপার মাইন্ডসেট ।
-
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে আগে ধৈর্যশীল হয়ে ফরেক্স ট্রেডিং শিখতে হবে । আপনাকে ফরেক্স ট্রেডিং করতে হলে সঠিক এনালাইসিস করতে জানতে হবে । ফরেক্স ট্রেডিং করতে হলে ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে । এবং ফরেক্স মার্কেট এ টাকা ছাড়া আপনি রিয়েল ট্রেড করতে পারবেন না । সেই জন্য ফরেক্স মার্কেট এ টাকা খুব গুরুত্বপূর্ণ বিষয় । আপনাকে ফরেক্স মার্কেট এ ডিপোজিট করেই ফরেক্স ট্রেডিং করতে হবে ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো আপনি যেসব ব্যপার বলেছেন তা খুব গুরুত্বপূর্ন। টাকা অবশ্যই প্রধান ইলিমেন্ট। এরপর আপনি যেটা বললেন মেথড, হ্যা এটাও গুরুত্বপূর্ন, এর মাঝে এনালাইসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত। আর মাইন্ডসেটের মাঝে ধৈর্য, লোভ পরিহার, ভয় পরিহার ইত্যাদি মানসিক ব্যপার গুলো অন্তর্ভূক্ত।
-
একজন ভালো ট্রেডার হতে হলে বেশি জরুরী হল ট্রেডিং স্ট্রাটিজি বা মেথড। অনেক ট্রেডারের টাকা থাকে তবে ট্রেড করার মত দক্ষতা থাকে না। এছাড়াও তারা ট্রেড করার সময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে বাই করবে না সেল করবে। ফরেক্সে ট্রেড করার জন্য পর্যাপ্ত টাকা না থাকলেও ফোরাম বোনাস দিয়ে ট্রেড করা যায়। তাই মনে করি ভালো ট্রেডার হবার জন্য মেথড ও মাইন্ড সেট করা বেশি জরুরী।
-
আমি মনে করি ফরেক্স এ টিকতে হলে দরকার মানিমেনেজমেন্ট
-
ট্রেড নিয়ে অতীব জরুরী কথা হল লস খুব স্বাভাবিক ব্যাপার এখানে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না । আমাদের ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে । ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেকে অনেক টাকা আয় করে আবার অনেকে অনেক টাকা লস করে । তাই আমাদের আগে ভাল করে শিখতে হবে তারপর ট্রেড করতে হবে ।
-
ফরেক্স ট্রেড করতে কিছু জরুরী কথা মনে রাখতে হবে তা হল ফরেক্স সবাই করতে পারলেও সবাই কিন্তু টিকে থাকতে পারে থাতে পারে না । টিকে থাকতে হরে প্রথমে শিখার প্রতি গুরুত্ব দিতে হবে । এর পর ডেমো ট্রেড করতে হবে , মার্কেট নিউজ নিয়ে এনালাইসিস করতে হবে ,এবং মানি ম্যানেজমেন্ট করতে হবে ।এই বিষয় গুলো প্রতি ট্রেডারের জন্য জরুরী । তা না হলে ট্রেডার লস খেয়ে মার্কেট হতে ছিটকে পড়তে পারে ।
-
হ্যা ভাই আপনি যে বিষয়গুলো সম্পর্কে বলেছেন ফরেক্স ট্রেডিংয়ে এগুলোর প্রয়োজন রযেছে কিন্তু আমার মনে হয় ফরেক্স ট্রেডিংয়ে যে অতিব গুরুত্বপূর্ন জিনিসটির প্রয়োজন আপনি তা বলতে ভুলে গেছেন আর তা হল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা এটি ছাড়া আপনি ফরেক্স ট্রেডিং থেকে কখনই ভাল ফলাফল করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য শিলতা হতে হবে।আর মার্কেট নিয়ে কখনো লোভে পড়া যাবে না।বেশিরভাগ ট্রেডারদের নিজের মুল্ধন হারানোর একমাত্র কারন হল লোভ।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনার মানি ম্যনেজম্যান্ট ঠিক রাখতে হবে।ফরেক্স মার্কেটের যাবতীয় টেকনিক এপ্লাই করে আপনাকে ট্রেড ওপেন করতে হবে।
-
আমার মতে ফরেক্সে আরো যেটা দরকার সেটা হলো অভিজ্ঞতা এবং লোভ বরজন । এদুটি না থাকলে ফরেক্সে প্রফিটতো দুরের কথা টিকে থাকাই যাবেনা । অভিজ্ঞতা থাকলে টাকার কোন সমস্যা হয়না বলে আমি মনে করি আপনারা কিবলেন জানতে চাই ।