-
একটা বাই বা সেল/সেল দেয়ার আগে অনেক পর্যবেক্ষণ করতে হয়.মার্কেট এর অবস্থান বিবেচনা করে এইসব সিদ্ধান্ত নিতে হয়.তাই এমন পরিস্থিতিতে সবসময় নিজেকে প্রশ্নের সম্মুখীন করতে হয়.মার্কেট এনালাইসিস এর মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া যায়.তাই নিজের প্রশ্নের উত্তর পেতে হলে এবং বাই/সেল কখন দিতে হবে টা জানতে হলে এনালাইসিস করাটা জরুরি.
-
আমি বলবো ফরেক্সে ট্রেড নেয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেখতে হবে। প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করতে হবে। বাই কিংবা সেল নেবার আগে মার্কেট ঊর্ধ্বমুখি কিংবা নিম্নমুখি হবে কিনা সেটা দেখে নিতে হবে। ঊর্ধ্বমুখি হলে বাই নিতে হবে এবং নিম্নমুখী হলে সেল নিতে হবে। সব ক্ষেত্রেই এনালাইসিস করতে হবে।
-
যারা ভাল ট্রেডার তারা খুব সহজেই মার্কেটের মোভমেন্ট বুঝতে পারে। যারা নতুন তারা ভাবতে চেষ্টা করে। কেউ ইচ্ছে করে নিজের টাকা হারাতে চায় না। কেননা টাকা বউয়ের চেয়েও প্রিয়। টাকা না থাকলে বউ ও ----- মারে। তাই আসুন ট্রেড করার আগে এক মিনিট থেমে ভেবে তারপরে ট্রেড দেই।
-
ফরেক্স এ ট্রেড করার সময় অবশ্যই দেখতে হবে মুদ্রার মুল্য ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। ট্রেড করার পূর্বে মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করে নিতে হবে। তারাহুরা করে ট্রেড ওপেন করা যাবে না। ট্রেড করার পূর্বে সব দিক ভালভাবে পর্যালোচনা করে নিতে হবে। আর সব সময় চেষ্টা করতে হবে কম রিস্ক নিয়ে ট্রেড করা।
-
প্রত্যেক ট্রেডারেরই ফরেক্স ট্রেডিংয়ের উপর কিছু না কিছু বিশেষ অভিজ্ঞতা থাকে যা তারা দীর্ঘ অনুশীলনের মাধ্যমে রপ্ত করে আর আমি মনে করি সেই সকল ট্রেডিং অভিজ্ঞতা দিয়ে ফরেক্সে ট্রেড ওপেন করার পূর্বে প্রত্যেক ট্রেডারেরই উচিত নিজের কাছে প্রশ্ন করা যে যে ট্রেডিং সিদ্ধান্তটি সে গ্রহন করতে চলেছে সেটি কতটুকু প্রকৃত ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার অলোকে হল।
-
হ্যা আমরা এই জিনিস্টা অনেক সময় লক্ষ্য রাখি না যে পেয়ারটী কোন দিকে যেতে পারে। এটা ডাউন ট্রেন্ড না আপ্ট্রেন্ড আছে। আমরা না এনালাইসিস করে ফরেক্স এ ভালো প্রফিট করা সমভব নয়। ট্রেড নেওয়ার আগে অবশই ভালভাবে এনালাইসিস করা উচিত। ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাদের অব্যশই এনালাইসিস করে করতে হবে।
-
মানুষ মাত্রই ইমোশনাল। আমরা এনালাইসিস করি ঠিক কিন্তু একবার ট্রেড এ লস হলে আমাদের মাথা ঠিক থাকে না। তারপর আমরা লস রিকভার করতে যেয়ে বড় লটে ট্রেড ওপেন করে নিজেদের ব্যলেন্সের ঝুকি বারিয়ে দেই। ট্রেড করার আগে মার্কেট কি বলে সেটা দেখে ট্রেড করা উচিত।
-
ফরেক্স মারকেটে ট্রেড ওপেন করাটাই হচ্ছে প্রধান কাজ। এই জায়গায় যে যত বেশি জ্ঞানী সে তত বেশি সাকসেসফুল। আর যে দুর্বল সে খায় বাস।বাই সেল ওপেন করার সময় আমাদের ভেবে চিনতে করা উচিত।
-
আমি মনে করি গফরেক্স ট্রেডার দের কাছে এটা একটা কমন বিয়য়। কারন একজন সফল ট্রেডার কখন মার্কেট আনালাইসিস না করে ট্রেড ওপেন করে না। ট্রেড ওপেন করে মার্কেট আনালাইসিস করে কখন বাই ার কখন সেল করবে তা নিরধারন করে। এক্ষেত্রে মার্কেট নিরমমুখি হলে বাই এবং উচ্চমুখি হলে সেল দিয়ে থাকে । আমিও এটা করি।
-
নিজেকে নিজে প্রশ্ন করার মাধ্যমে আত্নশুদ্ধি অর্জিত হয় । অর্থ্যাৎ আমি আমার ট্রেড সম্পর্কে পর্যালোচনা করার সময় অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজেকে প্রশ্ন করি এতে দেখা যায় যে ভুলগুলোর কারণে আমি ট্রেডে লস করলাম তা আমার দৃষ্টিতে গভীরভাবে ধরা দেয় । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হওয়ার পূর্ব শর্ত হল নিজেক সম্পূর্ণরুপে তৈরী করা ।