ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ । তাই আপনাকেক রিস্ক রেসিও মেনে চলতেই হবে । রিস্ক রেসিও না মেনে চললে আপানাকে খুব বাজে ভাবে লস করতে হবে । আপনি যদি নতুন ট্রেডার হোন তাহলে আমি বলবো আপনি আগে ডেমোতে আপনার ট্রেডের পরীক্ষা নেন। দেখেন আপনার প্রফিটের রেসিও কত আসে ।
Printable View
ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ । তাই আপনাকেক রিস্ক রেসিও মেনে চলতেই হবে । রিস্ক রেসিও না মেনে চললে আপানাকে খুব বাজে ভাবে লস করতে হবে । আপনি যদি নতুন ট্রেডার হোন তাহলে আমি বলবো আপনি আগে ডেমোতে আপনার ট্রেডের পরীক্ষা নেন। দেখেন আপনার প্রফিটের রেসিও কত আসে ।
ফরেক্স এমন একটা জায়গা যেখানে শেখার কোনো শেষ নেই। প্রতিনিয়তই এখানে শেখার আছে। ফরেক্সে রিস্ক রেশিও বলে একটা ব্যপার আছে। রিস্ক রেশিও হলো বিভিন্ন অনুপাতে লাভের বিপরীতে রিস্কের টার্গেট করা। যেমন রিস্ক রেশিও ২ঃ১, ৩ঃ১ বিভিন্ন পরিমানে হয়। দেখা যায় লাভ ২গুনের ক্ষেত্রে রিস্ক ১ গুন নেয়া হয়। এটাই হলো রিস্ক রেশিও।
আমি মনে করি ফরেক্স এমন একটা জায়গা যেখানে শেখার কোনো শেষ নেই। প্রতিনিয়তই এখানে শেখার আছে। ফরেক্সে রিস্ক রেসিও বলে একটা ব্যপার আছে। রিস্ক রেসিও হলো বিভিন্ন অনুপাতে লাভের বিপরীতে রিস্কের টার্গেট করা। যারা রিস্ক রেসিও মেনে ট্রেড করে তারা ফরেক্সে টিকে থাকতে পারে।তাই আমার মতে ফরেক্সে ভালোভাবে ট্রেড করতে হলে রিস্ক রেসিও মেনে ট্রেড করাতে হবে।
ফরেক্সে রিস্ক রেসিও মেনে চলা প্রয়োজন।কারন রিস্কের তুলনায় লাভ না করতে পারলে ফরেক্সে টিকে থাকা যায়না। এজন্য ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই রিস্ক রেসিও মেনে ট্রেড করতে হবেহবে।যারা রিস্ক রেসিও মেনে ট্রেড করে তারা ফরেক্সে টিকে থাকতে পারে।তাই আমার মতে ফরেক্সে ভালোভাবে ট্রেড করতে হলে রিস্ক রেসিও মেনে ট্রেড করাতে হবে।
আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ? সেটা আজ ভাবতে গেলে অবাক হই ও আফসোস করি, যারা রিস্ক রেসিও মেনে ট্রেড করে তারা ফরেক্সে টিকে থাকতে পারে।তাই আমার মতে ফরেক্সে ভালোভাবে ট্রেড করতে হলে রিস্ক রেসিও মেনে ট্রেড করাতে হবে।
রিস্ক ম্যানেজমেন্টের উদাহরণ
যখন আপনি এই পরিমাণ ১০০ ডলার
১০০ রিস্ক ম্যানেজমেন্টের ব্যবহার ১০%=০.১৭% ঝুঁকিপূর্ণ
৫%= ০.০৮ মাঝারি ঝুঁকিপূর্ণ
২%= ০.০৩ ভাল
যখন আপনি এই পরিমাণ ৫০০ ডলার
৫০০ রিস্ক ম্যানেজমেন্টের ব্যবহার ১০%=০.৮৩% ঝুঁকিপূর্ণ
৫%= ০.৪২ মাঝারি ঝুঁকিপূর্ণ
২%= ০.১৭ ভাল
যখন আপনি এই পরিমাণ ৮০০ ডলার
৮০০ রিস্ক ম্যানেজমেন্টের ব্যবহার ১০%=০.১৩% ঝুঁকিপূর্ণ
৫%= ০.৬৩ মাঝারি ঝুঁকিপূর্ণ
২%= ০.২৭ ভাল
ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে যেমন লাভ করার অপার সম্ভাবনা তেমনি লস এর। অনেক ট্রেডারই বেশি লাভের আশায় বেশি ঝুকি নেয়। লাভ করতে পারলে তখন খুব খুশি হয়। কিন্তু এভাবে ট্রেড করতে গেলে পরপর দুই তিনটি লস ট্রেড করলে একাউন্ট হুমকির মুখে পড়ে যায়। ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারলে একাউন্ট নিল হবার আশংকা থাকে না আবার দেরিতে হলেও একাউন্ট ব্যালেন্স বাড়তে থাকে
আর রাজা হতে হলে রাজার মতই সব নিয়ম মেনে ট্রেড করতে হবে। তাই বিশেষ করে মানি ম্যানেজমেন্টের নিয়ম মেনে ট্রেড করা প্রতিটি ট্রেডারের কর্তব্য। নচেৎ যে কোন সময় বিপদ হতে পারে। কারণ আপনি যখন ফরেক্স ট্রেডিং ভালো হবে শিখবেন তখন রিস্ক নিতে কোন ধরনের ভয় পাবেন না । কারণ আপনি একদম রিস্ক নিচে্ছন না আপনি আপনার এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেডিং করে রিস্ক নিচ্ছেন ।
ফরেক্স অবশ্যই রিস্ক রেশিও হিসেব করে ট্রেড করতে হবে। সর্বদা যা রিস্ক নেব তার চেয়ে দুই গুন বেশি যেন প্রফিট হয়। কমপক্ষে ১ঃ২ঃ৩ রিস্ক রেশিওতে ট্রেড করা হয়। এতে দেখা গেছে ৫০% টেড ও যদি লস হয় তাহলে ও প্রফিটে থাকা যাবে। আবার ফরেক্স সব ট্রেডই উইন করা যায় না।
আসলে সব আমাদের রিস্ক রেশিও হিসেব করে ট্রেড দেওয়া উচিত। কারন এতে দেখা গেছে ৫০% ট্রেডে সফল হলে ফরেক্স থেকে লাভ করা যাবে। আর যদি রিস্ক রেশিও ভালো না থাকে তাহলে লসের মুখ দেখতে হবে। সব সময় স্টপ লস এর পরিমান যেন টেক প্রফিট এর অর্ধেক হয়। অর্থাৎ স্টপ লস এর চেয়ে টেক প্রফিট যেন দ্বিগুন হয়।