- 
	
	
	
	
		আমার মতে ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ন বিষয়। স্টপ লসের মাধ্যমে অনাকাঙ্খিত লস থেকে নিজেকে বাচানো যায়, টেক প্রফিটের মাধ্যমে মার্কেটে উপস্থিত না থেকেও ট্রেড ক্লোজ করা যায়। এখন শর্ট এসএল না লং এসএল এবং শর্ট টিপি না লং টিপি হবে সেটা নির্ভর করে ট্রেডিং স্ট্র্যাটেজির ওপর। যদি শর্ট টার্ম ট্রেড করা হয় তবে শর্ট এসএল এবং শর্ট টিপি ব্যবহার করা যায়। আর লং টার্ম ট্রেডের জন্য লং এসএল লং টিপি ব্যবহার করা যায়।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে এসে দীর্ঘদিন কঠোর অনুশীলনের মাধ্যমে আমার নিজের মাঝেও একটি ভাল গুন তৈরী হয়েছে অঅর সেটি হল মার্কেটের অবস্হা যেমনই থাকুক না কেন আমি মার্কেট ভাল করে আমার ফরেক্সের সকল শিক্ষাকে কাজে লাগিয়ে অ্যানালাইসিস করে তার পর আমি ট্রেড ওপেনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করি।
	 
 
- 
	
	
	
	
		কথাটা ঠিক। একেক জনের ইচ্ছা একেক রকম।  আমি এসএল ব্যবহার করি না। কিন্তু টিপি কিন্তু ঠিকই ব্যবহার করি। আমার নিয়ম টা আসলে সবার থেকে একটু আলাদা বলে আমি মনে করি।
	 
 
- 
	
	
	
	
		যে গুনটা আছে সেটা হলো টেক প্রফিট ও স্টপ লস । এখানে টেক প্রফিট হলো ফরেক্সে ট্রেড করার পর মার্কেটে উপস্থিত না থেকেও একটা নির্দিষ্ট সময় পর সেই ট্রেড আপনা আপনি বন্ধ হয়ে যাবে । এতে ট্রেডারের অনেক সুবিধা হয় । আর স্টপ লস লস ট্রেড করার পর যখন দেখা যায় লস হচ্ছে সেই সময় অনাকাংক্ষিত লসের হাত থেকে রক্ষা করে । ফরেক্সে এই গুন গুলো খুব ভাল এতে কোন ঝামেলা থাকে না । এর মাধ্যমে লং ট্রেড ও শর্ট ট্রেড করে ভাল করা যায় ।
	 
 
- 
	
	
	
	
		আমি মনে করি ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ন বিষয়। স্টপ লসের মাধ্যমে অনাকাঙ্খিত লস থেকে নিজেকে বাচানো যায়, টেক প্রফিটের মাধ্যমে মার্কেটে উপস্থিত না থেকেও ট্রেড ক্লোজ করা যায়। এখন শর্ট এসএল না লং এসএল এবং শর্ট টিপি না লং টিপি হবে সেটা নির্ভর করে ট্রেডিং স্ট্র্যাটেজির ওপর। যদি শর্ট টার্ম ট্রেড করা হয় তবে শর্ট এসএল এবং শর্ট টিপি ব্যবহার করা যায়। আর লং টার্ম ট্রেডের জন্য লং এসএল লং টিপি ব্যবহার করা যায়।
	 
 
- 
	
	
	
	
		আমি ফরেক্স ব্যবসা করি ৫ বছর তাই আমি মনে করি আমার মধ্যে ফরেক্স করার গুন সব গুলো আছে । এই জন্য আমি ফরেক্স ব্যবসা থেকে অনেক অনেক প্রফিট করতে পারি খুব সহজে । তবে অনেকের মধ্যে অনেক গুন নেই তাই তারা ফরেক্স ব্যবসায় অনেক অএঙ্ক লস করে খুব সহজে । কিন্তু আমি বলবো ফরেক্স খুব কঠিন ব্যবসা না ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ন বিষয়। স্টপ লসের মাধ্যমে অনাকাঙ্খিত লস থেকে নিজেকে বাচানো যায়, টেক প্রফিটের মাধ্যমে মার্কেটে উপস্থিত না থেকেও ট্রেড ক্লোজ করা যায়। এখন শর্ট এসএল না লং এসএল এবং শর্ট টিপি না লং টিপি হবে সেটা নির্ভর করে ট্রেডিং স্ট্র্যাটেজির ওপর। আপনি কোন ধরনের ট্রেডিং স্ট্রাটেজি আপনি ফলো করেন সেটা আগে দেখেন, বা কোনটার সাথে আপনি অভ্যস্থ সেটা দেখেন। সে অনুসারে আপনি কাজ করেন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট খুব গুরুত্তপুর্ন বিষয় । ফরেক্সে স্তপ লসের মাধ্যমে অনাকাঙ্খিত লসের হাত থেকে বাচা যায় । আর ট্রেক প্রফিটের মাধ্যমে নিজে উপস্থিত না থেকে ফরেক্সের ট্রেড বন্ধ করা যায় । এখন শর্ট টিপি নাকি লং টিপি ,, শর্ট এস এল নাকি লং এস এল সেটা নির্ভর করে ট্রেডিং স্টাটেজির উপর । যদি শর্ট তটাইম ট্রেড করা হয় তাহলে শর্ট এস এল ও টিপি আর যদি লং টাইম ট্রেড করা হয় তাহলে লং টিপি ও লং এস এল ব্যবহার করা হয় ।
	 
 
- 
	
	
	
	
		আপনি কোন বিষয়ের উপর কাজ করতে চান সেটা সম্পূর্ন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে ফক্সেক অথবা অন্য কোন পেশায় আপনাকে নিয়োজিত রাখতে পারেন। যদি ফরেক্স এর উপর আপনার ইচ্ছা থাকে তবে ফরেক্স এর বিষয়গুলোকো আপনাকে প্রধান্য দিতে হবে। তা নাহলে আপনি উন্নতি করতে পারবেন না।
	 
 
- 
	
	
	
	
		ট্রেড  বিভিন্ন  ধরনের  তবে  যার  যেটা  ভাল  লাগে  বা  বুঝে  সে  সটাই  করে  ।  যেমন  কেউ  লং  কেউ  সরট  আবার  কেউ  মধ্যম  গতির  ট্রেড   করে  থাকে  ।  মোট  কথা  যে  যেটায়  প্রফিট   করতে  পারে  সেটাই  করা  ভাল ।  তবে মধ্য  গতির  ট্রেড  সবচাইতে  ভাল  ।