-
আমি মনে করি ফরেক্স বিজনেসে আমাদের নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই স্ট্র্যাটেজি অবশ্যই ভালো হতে হবে। যেনতেন ভাবে ট্রেড করলে ফরেক্স থেকে লাভ করা যাবেনা। বরং ধরা খেয়ে পড়ে থাকতে হবে। ওভার ট্রেডিংও তেমন একটি ব্যপার। ওভার ট্রেডিং করে গেলে একসময় ঠিকই ধরা খেতে হবে। ওভার ট্রেডিংএর কারনেই অনেকে ফরেক্সে ডুবে। আমাদের অবশ্যই ওভার ট্রেডিং পরিহার করতে হবে।
-
আমি বেশ কিছূ ভাল ট্রেডারদের দেখেছি যারা অতি ট্রেড করে না । বরং অল্প অল্প করে অনেক খুটি নাটি বিশ্লেষণ করে একটা ট্রেড দিতে হবে যেটাতে প্রত্যশিত রেজাল্ট আসবে । আর আমি এটাও মনে করি যে ফরেক্স মার্কেটে অনেক পেয়ার থাকলেও যেটাতে সেটাতে ইচ্ছামত ট্রেড দিলেই অনেক লাভবান হওয়া যাবে না বরং পুরো টাকাটাও লস যেতে পারে । তাই গভীর বিশ্লেষণ করে ট্রেড দিতে হবে ।
-
যে ট্রেডারগণ বেশী ওভার ট্রেডিং করবে সে অবশ্যই সমস্যায় পড়ে যাবে । সুতরাং আমরা কোনভাবেই ওভার ট্রেডিং করব না তাহলেই কিন্তু সমস্যায় পড়ে যাবো । আমরা লোভকে একেবারেই ছেড়ে দেব তাহলেই আমরা ফরেক্স মার্কেট থেকে সফলকাম হতে পারব । আর আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য একেবারেই লোভকে ছেড়ে তারপর ট্রেড করা শুরু করেন ।
-
ফরেক্স এমনই একটি মার্কেট যেখানে সব সময় লোভ আপনার সাথে ঘুরে বেড়াবে এবং আপনাকে দিয়ে অনেক বেশি ওভার ট্রেড করতে উতসাহিত করবে কিন্তু দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা কখনই সেই পথে পা বাড়ায় না তারা সব সময় নিজেদেরকে ওভার ট্রেড করা থেকে বিরত রাখে সুনিদিষ্ট নিউজ বা অ্যানালাইসিসের আলোকেই তারা ট্রেড করে থাকে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে কখনই ওভার ট্রেডিং করা যাবে না। আমরা অনেকেই ওভার ট্রেডিং করে থাকি যার ফলে খুব কম সময়য়ে ফরেক্স অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যায়। ফরেক্স থেকে ভালো ইনকাম করতে হলে ওভার ট্রেডিং বাদ দিতে হবে। আমি মনে করি একদিনে দুই থেকে পাঁচটির বেশি ট্রেড ওপেন করা উচিত না।
-
আমার মনে হয় ওভার ট্রেডিং করার কারন হচ্ছে বেশি বেশি লোভ করা। কারন আপনি যদি ফরেক্স যে ওভার ট্রেডিং করেন তাহলে আপনার লসও হতে পারে কারন কেউই বলতে পারেনা যে ফরেক্স ব্যবসায়ে এখন লস হবে না লাভ হবে। আর একটা কথা ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসায় বেশি লোভ করলে আপনি লস বেশি করতে পারেন তাই আমাদের সবাইকে লোভকে কন্ট্রোল করতে হবে।
-
আপনি যদি ফরেক্স যে ওভার ট্রেডিং করেন তাহলে আপনার লসও হতে পারে কারন কেউই বলতে পারেনা যে ফরেক্স ব্যবসায়ে এখন লস হবে না লাভ হবে। আর একটা কথা ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসায় বেশি লোভ করলে আপনি লস বেশি করতে পারেন তাই আমাদের সবাইকে লোভকে কন্ট্রল করতে হবে।
-
ফরেক্স ট্রেডইং একাউন্ট ব্যলেন্স বৃদ্ধি না হওয়া আরেকটি মূল কারন হছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং হলো সব সময় লাভের চিন্তা করে ট্রেড ওপেন করা। আর এভাবে বেশি লাভ করতে যেয়ে পরের ট্রেড গুলো সব লসে যায়। আগে ট্রেড করে যা লাভ হলো পরের ওভার ট্রেডিং এর কারনে সব রেজাল্ট জিরো হয় যায়।
-
শুধু ওভার ট্রেডিং নয় যেকোন জিনিস ওভার করা মোটেই ভাল নয় । আমি কখনো ওভার ট্রেডিং করি না । যে তিন ওভার ট্রেডিং করি ঐদিনই লস করি । তাই আমি ওভার ট্রেডিং খুব ঘৃনা করি । আমার জানা মতে যারাই ওভার ট্রেডিং করে তারাই লস করে । তাই বলবো যে ও আমার ফরেক্স বন্ধুরা ওভার ট্রেডিং থেকে বিরত থাক । কেউই ওভার ট্রেডিং করো না ।
-
ব্যক্তিগতভাবে বলবো অভার ট্রেডিং আমি কখনও করিনা। কিন্তু অনেক কে আবার অভার ট্রেডিং কর এ বিভিন্ন সিগন্যাল নিয়ে যার ফলে ঐ ব্যক্তি অনেক ক্ষতি গ্রস্থ হয়ে যায়। তাই আমাদের উচিৎ অন্নের কথা না শুনে নিজে বুঝে ট্রেড করা দরকার। যদি ফরেক্স এ লাভবান করতে চান তবে অভার ট্রেডিং করা থেকে বিরত থাকুন। অল্প ট্রেডিং করুন অধিক লাভবান করুন। অর্থাৎ আপনি অল্প ট্রেড করে অধিক লাভবান করেন।